You are viewing a single comment's thread from:

RE: বেচারা সাজতে চাওয়ার ব্যাপারটা

in আমার বাংলা ব্লগ2 months ago

কিছু কিছু মানুষ অন্যের কাছ থেকে সিমপ্যাথি বা করুণা পাওয়ার জন্য এমনটা করে থাকে। এই ধরনের মানুষদের আসলেই কোনো ব্যক্তিত্ববোধ নেই। আমার নিজের দেখা একটি ঘটনা সংক্ষেপে শেয়ার করি, আমাদের এখানে দুইজন লোক পার্টনারশিপে ব্যবসা করতো। তো তাদের দুইজনের ভুলের কারণেই ব্যবসায় প্রচুর লস হয়ে যায়। মোটকথা তাদের ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। এরমধ্যে একে অপরকে দোষারোপ করে বলছে যে,তোমার লোভের কারণে আমাদের ব্যবসার বারোটা বেজে গিয়েছে। কিন্তু তারা দুইজন পরামর্শ করেই সবকিছু করেছে। এরমধ্যে একজন অযথাই কান্নাকাটি শুরু করে দিলো, যাতে করে মানুষ করুণা করে এবং তার পার্টনারের কাছ থেকে কিছুটা হলেও ক্ষতিপূরণ নিয়ে দেয় সবাই। এরপর সবাই লোকটাকে বেচারা বললো এবং অনেক সান্ত্বনা দিলো। তারপর তার পার্টনারকে দোষী সাব্যস্ত করে কিছু টাকা জরিমানা করা হলো। সেই টাকা কয়েকদিনের মধ্যে বেচারা সাজা লোকটাকে দেওয়া হলো। পরবর্তীতে বেচারা টাকা পেলেও, অনেকে হাসাহাসি করেছে এটা নিয়ে। অনেকে বলেছে এমন লোকের উচিত ব্যবসা না করে মায়ের কোলে বসে থাকা😂। তাই আমাদের উচিত সবসময় নিজের ব্যক্তিত্ব রক্ষা করা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37