স্পোর্টস পোস্ট || বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিশাল জয়

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারো স্পোর্টস বিষয়ক একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি সবসময় ক্রিকেট ম্যাচ দেখতে। আপনারা অনেকেই জানেন যে,ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। গতকালকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রথমে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রিজা হেনড্রিক্স ব্যাট করতে নামে। দলীয় ২য় ওভারে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেয় হেনড্রিক্স। কিন্তু স্লিপে থাকা তানজিদ তামিম ক্যাচটি ড্রপ করে। যাইহোক কিছুক্ষণ পর দলীয় ৩৩/১ রানের মাথায় শরিফুল এর দুর্দান্ত এক ডেলিভারিতে হেনড্রিক্স বোল্ড আউট হয়ে যায়।


GridArt_20231026_012741492.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

এরপর ভ্যান ডার দাসেন ক্রিজে এসে মাত্র ১ রান করে, মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়ে যায় দলীয় ৩৬/২ রানের মাথায়। যাইহোক দক্ষিণ আফ্রিকা দলীয় অষ্টম ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। তারপর অধিনায়ক এইডেন মার্করাম ক্রিজে আসার পর, ডি কক এবং মার্করাম চমৎকার পার্টনারশিপ গড়ে তোলেন। তারা দুইজন দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল করে দেয় এবং চাপটা একেবারে কেটে যায়। যাইহোক দলীয় ৩১ তম ওভারে ১৬৭/৩ রানের মাথায় অধিনায়ক মার্করাম সাকিবের বলে ক্যাচ আউট হয়ে যায়। এরপর হেইনরিখ ক্লাসেন ক্রিজে নামার পর ডি কক এবং ক্লাসেন দুর্দান্ত ব্যাট করতে থাকে। দুজনেই সমান তালে একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন। বাংলাদেশের কোনো বোলার ই সুবিধা করতে পারছিলো না। কিন্তু ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিলো ২৩৮। তার মানে রান রেট প্রায় ৬। কিন্তু ৪০ ওভারের পর তারা দুইজন আরও ভয়ংকর হয়ে উঠে। কারণ তাদের হাতে পর্যাপ্ত উইকেট ছিলো।


Notes_231026_012652_1ef.jpg

Notes_231026_012638_63a.jpg

Notes_231026_012639_630.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

মনে হচ্ছিল ডি কক ২০০ রান করে ফেলবে একাই এবং ক্লাসেন সেঞ্চুরি করে ফেলবে। যাইহোক ৪৬ তম ওভারে ৩০৯/৪ রানের মাথায় ডি কক ১৪০ বলে ১৭৪ রান করে হাসান মাহমুদ এর বলে ক্যাচ আউট হয়ে যায়। তারপর ডেভিড মিলার যোগ দেয় ক্লাসেন এর সাথে। দুজনেই ঝড়ের গতিতে ব্যাট করছিল। মনে হচ্ছিল ৪০০ রান করে ফেলবে। দলীয় ৫০ তম ওভারে ক্লাসেন মাত্র ৪৯ বলে ৯০ রান করে আউট হয়ে যায়। মিলার মাত্র ১৫ বল মোকাবেলা করে ৩৪ রানে অপরাজিত থাকে। শেষের ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৪ রান করতে সক্ষম হয়। এটা আসলেই অবাক করার মতো একটি ব্যাপার। যাইহোক শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৩৮২/৫ রান করে। বাংলাদেশের কোনো বোলার ই তেমন ভালো বোলিং করতে পারেনি। যাইহোক ৩৮৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের ব্যাটিং দেখে রীতিমতো অবাক। দলীয় ১৫ তম ওভারে মাত্র ৫৮/৫ রানে প্রথম ৫ জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়।


Notes_231026_012640_d03.jpg

Notes_231026_012642_53f.jpg

Notes_231026_012646_ba7.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

এরপর মাহমুদউল্লাহ এবং মিরাজ ব্যাট করতে থাকে। দলীয় ২২ তম ওভারে ৮১/৬ রানের মাথায় মাত্র ১১ রান করে মিরাজ আউট হয়ে যায়। এরপর নাসুম আহমেদ ব্যাট করতে নামে। মাহমুদউল্লাহ এবং নাসুম ছোটখাটো একটি পার্টনারশিপ গড়ে তোলেন। মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করছিল,কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ ছিলো না। মাহমুদউল্লাহ এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেয়। দলীয় ৪৬ তম ওভারে ২২৭/৯ রানের মাথায় মাহমুদউল্লাহ ১১১ রান করে আউট হয়ে যায়। তারপর ৪৭ তম ওভারে ২৩৩/১০ রান করে বাংলাদেশ অল আউট হয়ে যায়। বাংলাদেশের লো অর্ডাররা মাহমুদউল্লাহকে কিছুটা সাপোর্ট করে। শেষ পর্যন্ত বাংলাদেশ লজ্জাজনক হার থেকে রক্ষা পায়। তবুও ১৪৯ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে এই ম্যাচে বাংলাদেশের বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং দেখে রীতিমতো অবাক হয়েছি। মাহমুদউল্লাহ না থাকলে ১০০ রানের মধ্যেই অল আউট হয়ে যেতো মনে হয়।


Notes_231026_012647_837.jpg

Notes_231026_012650_20e.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিস্পোর্টস
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৬.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
 last year 

এবার বিশ্বকাপ মিশন দক্ষিণ আফ্রিকা যেভাবে শুরু করেছে তা দেখে মনে হচ্ছে যেন তারা খুবই ভালো একটা ফলাফল আশা করে। বাংলাদেশ হেরে গেলেও ভালো লেগেছে এটা দেখে যে অবহেলিত হওয়া সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াদ ১০০ রানের উপরে করতে পেরেছে।

 last year 

হ্যাঁ ভাই অবহেলিত রিয়াদ শেষ পর্যন্ত লজ্জাজনক হার থেকে বাঁচিয়েছে বাংলাদেশ দলকে। যাইহোক পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

দক্ষিণ আফ্রিকা ফেভারিট ছিল কিন্তু বাংলাদেশ প্রথমে আশা জাগিয়েছিল। ৭ ওভারের মধ্যে ৩৬ রানে ২ উইকেট ফেলে দিয়েছিল কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারে নাই। বাংলাদেশের খেলা দেখতে দেখতে এখন বিরক্ত ধরে গেছে। প্রতিনিয়ত তারা বাজে ভাবে হারছে। লড়াইটাও করতে পারছে না। খেলার মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। সব থেকে উপভোগ করেছি মাহমুদুল্লাহ সেঞ্চুরিটা । এটাই ম্যাচের প্রাপ্তি ছিল। দেখা যাক পরবর্তী পর্বে কেমন খেলে। দক্ষিণ আফ্রিকা অনেক ভালো খেলছে। বাংলাদেশ আবারো কাম ব্যাক করবে ইনশাল্লাহ।

 last year 

খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ জিতবে তো দূরে থাক,ভালোভাবে লড়াই পর্যন্ত করতে পারে না। তাই দর্শকরা বাংলাদেশের খেলা দেখে এখন বিরক্ত হয়ে যায়। তবুও আবেগ কন্ট্রোল করতে পারে না বিধায়, দর্শকরা এখনো বাংলাদেশের খেলা দেখে। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দেশীয় ভালো ভালো প্লেয়ার গুলো যখন মাঠে নেই তখন বাংলাদেশের জয় কিভাবে আশা করা যায়, তাইতো আমি হাল ছেড়ে দিয়েছি ভাই এমনিতেই খেলাধুলা কম দেখি। তাই আর আফসোস করার প্রয়োজন বোধ করি নাই। আগে থেকে সচেতন ছিলাম বাংলাদেশ হেরে যেতে পারে, তাই টেনশন নেয়ার কোনো আশা রাখি নাই।

 last year 

ভাই বাংলাদেশ হারবে সেটা আগে থেকেই জানি, তবুও বাংলাদেশের খেলা না দেখলে ভালো লাগে না। যাইহোক আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66