"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| 📸 শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৬৮তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতার টপিক হচ্ছে শীতকালীন ফুলের ফটোগ্রাফি। আসলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার সবচেয়ে পছন্দের কাজ কি,তাহলে আমি বলবো যে ফুলের ফটোগ্রাফি করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আসলে ফুলের ফটোগ্রাফি করতে গেলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তাইতো আমি প্রায়ই নার্সারিতে ঘুরতে যাই এবং নার্সারি থেকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করে থাকি। যাইহোক এই প্রতিযোগিতার ঘোষণা যখন দেওয়া হলো,আমার কাছে তখন ভীষণ ভালো লেগেছিল। তাই আমি ফুলের ফটোগ্রাফি করতে নার্সারিতে চলে গিয়েছিলাম।


GridArt_20250121_122121963.jpg

কোলাজ মেকার অ্যাপ দিয়ে কোলাজ করা হয়েছে

আসলে নার্সারিতে গেলে রং বেরঙের অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। আর শীতকালে নার্সারিতে গেলে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। কারণ যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর ফুল দেখা যায়। যেহেতু প্রতিযোগিতা চলছে,তাই আমি সেদিন বেশ কয়েকটি নার্সারিতে ঢুকে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। নার্সারি গুলো ঢাকা উত্তরা বিআরটিএ এর পাশেই অবস্থিত। সেদিন খুব সম্ভবত ৫০/৬০টা ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম নার্সারি থাকে। তার মধ্য থেকে আজকে আপনাদের সাথে ২৮টা ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। ফটোগ্রাফি গুলো বাছাই করতে এবং এডিট করতে বেশ ভালোই সময় লেগেছে আমার। যাইহোক ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸কসমস ফুলের কিছু ফটোগ্রাফি📸


Notes_250121_103125_d62.jpg

Notes_250121_103128_b47.jpg

Notes_250121_103132_299.jpg

Notes_250121_103216_1c8.jpg

Notes_250121_103221_41e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। সেটা আপনারা ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন। এই ফটোগ্রাফি গুলো ২/৩টা নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। সেখানে পাশাপাশি অনেকগুলো নার্সারি রয়েছে। আসলে শীতকালে নার্সারিতে ঢুকে ঘুরাঘুরি করার মজাই আলাদা।



📸গাজানিয়া রিগেনস ফুলের কিছু ফটোগ্রাফি📸


Notes_250121_103226_ebf.jpg

Notes_250121_103213_c48.jpg

Notes_250121_103210_b81.jpg

Notes_250121_103206_fe7.jpg

Notes_250121_103203_80f.jpg

Notes_250121_103200_e1d.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি। আসলে গাজানিয়া রিগেনস ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। গাজানিয়া রিগেনস ফুল আমার খুব পছন্দ। গাজানিয়া রিগেনস ফুল এখন অনেকেই ছাঁদ বাগানে টবের মধ্যে লাগিয়ে থাকে। আমিও আমার ছাঁদ বাগানে গাজানিয়া রিগেনস ফুলের গাছ লাগিয়েছিলাম। এই ফুলের ততটা যত্ন করতে হয় না। শুধুমাত্র প্রতিদিন পানি দিলেই হয়ে যায়। আমি ছাঁদ বাগানে দুটি গাজানিয়া রিগেনস ফুলের গাছ লাগিয়েছিলাম এবং দুটি গাছেই ফুল ফুটেছিল।



📸পানসি ফুলের কিছু ফটোগ্রাফি📸


Notes_250121_103246_e58.jpg

Notes_250121_103248_970.jpg

Notes_250121_103242_5a8.jpg

Notes_250121_103239_4ad.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে পানসি ফুলের ফটোগ্রাফি। পানসি ফুল এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। সেদিন নার্সারিতে বিভিন্ন রঙের পানসি ফুল দেখে খুব ভালো লেগেছিল। তারপর নার্সারিতে থাকা এক লোকের কাছে জিজ্ঞেস করলাম এগুলো কি ফুল। এরপর সেই লোকটা বললো এগুলো হচ্ছে পানসি ফুল। তারপর আমি সাথে সাথে এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম।



📸গার্ডেন ভারবেনা ফুলের ফটোগ্রাফি📸


Notes_250121_103112_0a8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই দুটি হচ্ছে গার্ডেন ভারবেনা ফুলের ফটোগ্রাফি। গার্ডেন ভারবেনা ফুল আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছিলাম। কিন্তু সেগুলো এমন গোল করে ফুটে ছিলো না। গার্ডেন ভারবেনা ফুলের মাঝখানের অংশটা ভীষণ সুন্দর। সত্যি বলতে এই ফুলটা আমার কাছে একেবারে ইউনিক লেগেছে।



📸পট মেরিগোল্ড ফুলের কিছু ফটোগ্রাফি📸


Notes_250121_103233_3ad.jpg

Notes_250121_103236_540.jpg

Notes_250121_103229_32b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে পট মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি। পট মেরিগোল্ড ফুল দেখতে অনেকটা ক্যালেন্ডুলা ফুলের মতোই লাগে। পট মেরিগোল্ড ফুলে অনেক গুলো পাপড়ি রয়েছে। আর সেজন্য ফুলগুলো দেখতে একটু বেশিই সুন্দর লাগে। পট মেরিগোল্ড ফুল হাতেগোনা কয়েক কালারের হয়ে থাকে।



📸গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি📸


Notes_250121_103115_49c.jpg

Notes_250121_103118_adb.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল বেশ জনপ্রিয় একটি ফুল। অনেকেই বিশাল জায়গা জুড়ে গাঁদা ফুলের চাষ করে থাকে। কারণ গাঁদা ফুলের চাহিদা ব্যাপক। তাই গাঁদা ফুল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করলে বেশ লাভবান হওয়া যায়।



📸নয়নতারা ফুলের ফটোগ্রাফি📸


Notes_250121_103223_422.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। নয়নতারা ফুল শুধুমাত্র নার্সারিতে না,বরং বাসাবাড়ির আনাচে কানাচেও দেখা যায়। পাঁচ পাপড়ি বিশিষ্ট এই ফুল, আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি ফুল।



📸জিনিয়া ফুলের কিছু ফটোগ্রাফি📸


20250116_141250.jpg

20250116_141229.jpg

Notes_250121_103122_b99.jpg

20250116_141257.jpg

20250116_141653.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিভিন্ন রঙের জিনিয়া ফুল দেখে সেদিন সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। জিনিয়া ফুল শীতকালে নার্সারিতে গেলে প্রচুর পরিমাণে দেখা যায়। আমার ছাঁদ বাগানে জিনিয়া ফুলের গাছ লাগানোর ইচ্ছে আছে।



📸 ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি📸


Notes_250121_103109_ce2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। ডায়ান্থাস ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমি বেশ কয়েকটি ডায়ান্থাস ফুল অনেকদিন আগে ছাঁদ বাগানে লাগিয়েছিলাম এবং প্রতিটি গাছে ডায়ান্থাস ফুল ফুটেছিল। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে ডায়ান্থাস ফুলের জুড়ি মেলা ভার।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিশীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২১.১.২০২৫
লোকেশনউত্তরা,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 13 days ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250121_103041013.jpg

 13 days ago 
 11 days ago 

ওয়াও। জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এখানে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন। একই সাথে এখানে এই ফটোগ্রাফি গুলো কোনটি ছেড়ে কোনটির সুনাম করবো তাই ভেবে পাচ্ছি না৷ সবগুলোই একেবারে দুর্দান্ত হয়েছে৷

 10 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আপনাকেও ধন্যবাদ সবসময় এভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 13 days ago 

প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে ভাই। যেমন সুন্দর ফটো তুলেছেন তেমন সুন্দরভাবে গুছিয়ে পোস্ট করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন দেখে ভালো লাগলো। আশা করি আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন।

 13 days ago 

চেষ্টা করেছি গুছিয়ে পোস্টটি করতে। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 13 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভাইয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালের ফুলের ফটোগ্রাফি দেখলেই যেন মনটা ভরে যায়।

 13 days ago 

শীতকালে রং বেরঙের ফুল দেখতে আসলেই খুব ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

ভাইয়া আপনি কিন্তু দারুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। শীত কালে এই ফুল গুলো দেখতে কিন্তু দারুন লাগে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই ছিল অসাধারণ। শুভ কামনা রইল আপনার জন্য।

 13 days ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাই। কনটেস্ট উপলক্ষে আপনার আজকের পোস্টটি একদম ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে কসমস ফুল এবং গাঁদা ফুল আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাই দৃষ্টি নন্দন ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।

 13 days ago 

কসমস এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে বেশ ভালো লাগলো ভাই। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনি তো দেখছি অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাইয়া। এত ধরনের ফুল সামনাসামনি দেখা হয়নি। গাজানিয়া রিগনেস এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফুল অসম্ভব সুন্দর দেখতে। আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে অনেকগুলো ফুল দেখলাম। ফুলের এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 13 days ago 

গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 13 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্ট অংশগ্রহণ করে আমাদের মাঝে চমৎকার ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য। বেশ ভালো লাগলো ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো ফুল দেখতে পেরে।

 13 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.20
JST 0.031
BTC 93528.78
ETH 2473.16
USDT 1.00
SBD 2.83