রেসিপি পোস্ট || 🍲শোল মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি🍲

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আমার এক আত্মীয়ের বাসা থেকে দুটি শোল মাছ সহ বেশ কিছু মাছ পাঠিয়েছিল। মাছগুলো মূলত তাদের বাসার পুকুর থেকে ধরেছিল। শোল মাছ আমার ভীষণ পছন্দ। তাই আমি শোল মাছ এবং টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিটা খেতে এককথায় দুর্দান্ত লেগেছিল। শোল মাছ গুলো সাইজে ততটা বড় না হলেও, খেতে খুবই সুস্বাদু লেগেছিল। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



শোল মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি


20241217_122051.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
শোল মাছ২ টা
টমেটো১ টা
পেঁয়াজ৫/৬ টা
কাঁচামরিচ৮/১০ টা
ধনিয়া পাতাপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
ধনিয়ার গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন পেস্টপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

GridArt_20241217_134507185.jpg

প্রধান উপকরণ



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


20241217_112440.jpg

প্রথমে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রাখা শোল মাছের টুকরা গুলো, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো।



🍲দ্বিতীয় ধাপ🍲


20241217_114744.jpg

তারপর একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর,পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর,পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে দিলাম। তারপর মসলা গুলো ভালোভাবে কষিয়ে নিবো।



🍲তৃতীয় ধাপ🍲


20241217_115124.jpg

কষানো হয়ে গেলে, কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ গুলো দিয়ে একটু নেড়ে নিলাম।



🍲চতুর্থ ধাপ🍲


20241217_115646.jpg

তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবো পানিতে বলক আসা পর্যন্ত।



🍲পঞ্চম ধাপ🍲


20241217_115722.jpg

একটু পর দেখলাম পানিতে বলক চলে এসেছে। এরপর ভেজে রাখা শোল মাছের টুকরা গুলো দিয়ে দিলাম এবং আবারও ৪/৫ মিনিট ঢেকে রাখবো ঢাকনা দিয়ে।



🍲ষষ্ঠ ধাপ🍲


20241217_134403.jpg

৪/৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোল অনেকটা শুঁকিয়ে গিয়েছে। তারপর কেটে রাখা ধনিয়াপাতা গুলো দিয়ে দিলাম এবং ২ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।



🍲সপ্তম ধাপ🍲


20241217_134544.jpg

২ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম রান্না হয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে দিলাম।



🍲পরিবেশন🍲


20241217_122051.jpg

এরপর গরম গরম পরিবেশন করলাম। রেসিপিটা খেতে এককথায় দুর্দান্ত লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৭.১২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 days ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20241217_093740813.jpg

 2 days ago 
 2 days ago 

আজ আপনি শোল মাছ দিয়ে দারুন একটা লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই শোল মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আর এই বিভিন্ন রেসিপি স্বাদ কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

ঠিক বলেছেন দাদা,শোল মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

শোল মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখেই তো লোভ লেগে গেল। শীতের সময় শোল মাছ খেতে অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে আপনার তৈরি করা এই মাছের রেসিপি।

 2 days ago 

ঠিক বলেছেন আপু,শীতকালে শোল মাছ খাওয়ার মজাই আলাদা। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

শোল মাছের রেসিপি অসাধারণ ছিল। তবে অনেক দিন হলো শোল মাছ খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

আমি শোল মাছ প্রায়ই খেয়ে থাকি। কারণ শোল মাছ আমার খুব পছন্দ। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

কি দারুণ শোল মাছের রেসিপি করেছেন ভাইয়া।আপনার আত্নীয়ের বাড়ি থেকে দারুণ সব মাছ পাঠিয়েছে।আপনি অনেক লোভনীয় করে রান্না করেছেন। ধাপে ধাপে শোল মাছ রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 days ago 

হ্যাঁ আপু আত্মীয়ের বাসা থেকে শোল মাছ,টাকি মাছ,খলিসা মাছ সহ আরও কিছু মাছ পাঠিয়েছিল। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 days ago 

আপনি আবার সেই সুন্দরী প্যানে করে রান্না করলেন। শোল মাছের থেকেও যেটা বেশি আকর্ষণীয় আমার কাছে। আপনার শোল মাছের রেসিপিটি বেশ চমৎকার লাগলো দেখতে। এই ধরনের রান্নাগুলো তো খেতে ভালই হয়। তাই আলাদা করে কিছু বললাম না। আমাদের এদিকে জানেন আম দিয়ে শোল মাছ রান্নাটা খুব প্রচলিত। আমার মেজ মামা খেতে ভীষণ ভালবাসতেন। আপনার শোল মাছ দেখে মামার কথা মনে পড়ল। প্রায় দেড় বছর হল উনি আমাদের ছেড়ে চলে গেছেন।

 2 days ago 

আম দিয়ে শোল মাছ রান্না কখনো খাওয়া হয়নি আমার। তবে শোল মাছ আমার খুব পছন্দ। যাইহোক রেসিপিটা দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago 

দেখেই বুঝতে পেরেছি এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। অনেক বেশি মজাদার ভাবে আপনি শোল মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। যেকোনো মাছের এরকম ভুনা করলে খেতে খুব ভালো লাগে। শোল মাছ আমার কাছে খেতে ভালো লাগে। আর এই ভুনা রেসিপি টা দেখে একটু বেশি লোভ লেগে গেলো।

 2 days ago 

আপনারও শোল মাছ খুব পছন্দ,জেনে খুব ভালো লাগলো আপু। রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

শোল মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করার রেসিপি টা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

এই রেসিপিটা দেখতে আসলেই বেশ লোভনীয় লাগছে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98646.90
ETH 3511.62
USDT 1.00
SBD 2.98