নাটক রিভিউ || হোয়াট এ বউ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে হোয়াট এ বউ। এই নাটকটি ২/৩ দিন আগে রিলিজ হয়েছে। এই নাটকটি অল্প কয়েকদিনে বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে খায়রুল বাশার এবং তানজিন তিশা। এই নাটকটি মূলত একটি ফানি নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | হোয়াট এ বউ |
---|---|
রচনা ও পরিচালনা | সাজ্জাদ হোসাইন বাপ্পি |
অভিনয়ে | খায়রুল বাশার,তানজিন তিশা,সাবেরী জামান,আনোয়ার শাহী,এবি রোকন,রুবাইয়া এশা,মুন্না আহসান,অদিতি জামান স্নেহা,শম্পা নিজাম এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ১৫ই জানুয়ারি ২০২৫ |
দৈর্ঘ্য | ৪৭ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের নায়ক খায়রুল বাশার এবং নায়িকা তানজিন তিশা হচ্ছে স্বামী স্ত্রী। তো নাটকের শুরুতেই দেখা যায়, তানজিন তিশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, খায়রুল বাশার তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে রিকশা দিয়ে ঘুরছে। তানজিন তিশা এই স্বপ্ন দেখার পর,বাশারকে ঘুম থেকে ডেকে তুলে এবং বকাবকি করে হা হা হা। বাশারের একটি মুদি দোকান রয়েছে, কিন্তু সে দোকানে তেমন সময় না দিয়ে ছোট একটি ছেলেকে বসিয়ে রাখে এবং দোকান থেকে টাকা নিয়ে তার দুই বন্ধুর সাথে প্রায়ই জুয়া খেলতে বসে। তাছাড়া বাশার তার প্রাক্তন প্রেমিকার সাথে প্রতিদিনই দেখা করে। কারণ তারা একই গ্রামে বসবাস করে। তবে পরবর্তীতে তিশা সেই প্রাক্তন প্রেমিকাকে খুব ভালোভাবে শায়েস্তা করে। বাশার যখন তার বন্ধুদের সাথে কার্ড খেলতে বসে,তখন তার দুই বন্ধু বাশারকে বলে তার বউয়ের গোলাম। অর্থাৎ বাশার তানজিন তিশাকে প্রচুর ভয় পায়। এটা অবশ্য এলাকার প্রায় সবাই কমবেশি জানে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু বাশার একসময় অনেক খারাপ ছিলো। এলাকার সবাই তাকে ভয় পেতো। বাসার মদ খাওয়া, জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিলো একসময়। তবে বিয়ের পর বাশার অনেকটাই পরিবর্তন হয়ে যায় তিশার চাপে। বাশার তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিল,কারণ তারা দীর্ঘদিন প্রেম করে। কিন্তু বাশারের বাবা যখন অসুস্থ হয়ে যায়, তখন তার বাবার কথা রাখতেই তিশাকে বিয়ে করে। তিশাকে বিয়ে করার পর,বাশারের মা তিশাকে বলে, তিশা যাতে বাশারকে কন্ট্রোল করে। নয়তো এই সংসার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তো তিশা তারপর থেকেই বাশারকে সবসময় শাসন করে এবং চোখে চোখে রাখার চেষ্টা করে। বাশারের ছোট বোনকে রাস্তায় এলাকার দুই ছেলে ডিস্টার্ব করে বলে,তিশা তাদেরকে শায়েস্তা করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তারপর বাশারের দোকান থেকে অনেক মানুষ বাকি নিয়ে টাকা দেয় না। তো তিশা সেটা জানার পর, বাকি টাকা তোলার ব্যবস্থা করে। মোটকথা এলাকার অনেক মানুষ তিশাকে ভয় পায়। একদিন রাতে বাশার এবং তার দুই বন্ধু বসে মদ খাওয়া শুরু করে। তখন বাশারকে তার দুই বন্ধু অনেক কিছু বলে। বাশারকে বলে যে তিশা নাকি হাসবেন্ড এবং বাশার ওয়াইফ হা হা হা। তাইতো বাশার এতো ভয় পায় তিশাকে। আরও কিছু বাজে কথা বলার পর,বাশারের মাথা গরম হয়ে যায়। তারপর সে মাতাল অবস্থায় বাসায় গিয়ে রাতের বেলা তিশাকে প্রচুর মারধর করে। এতে করে তিশা ভীষণ কষ্ট পায় এবং সকালে তিশা তার বাবার বাড়িতে চলে যায়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে বিয়ের আগে অনেক ছেলে মেয়েদেরই প্রেমের সম্পর্ক থাকে। তবে বিয়ের পর সেই সম্পর্ক কন্টিনিউ করা মোটেই উচিত নয়। এতে করে সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাছাড়া কিছু কিছু ছেলেরা বিয়ের আগে উল্টাপাল্টা জীবনযাপন করলেও,বিয়ের পর সেটা ঠিক হয়ে যায়। কারণ নিজের উপর তখন সংসারের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে। তবে কিছু কিছু ছেলেরা আবার সংসারের দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করে,আগের মতোই উল্টাপাল্টা জীবনযাপন করার চেষ্টা করে। এটা মোটেই উচিত নয়। এই নাটকে খায়রুল বাশার এমনটাই করেছে। তাইতো তিশা সবসময়ই শাসন করতো বাশারকে। যদিও তিশা অতিরিক্ত শাসন করে ফেলে বাশারকে। আসলে অতিরিক্ত কিছুই ভালো না। তাই বাশার একেবারে বিরক্ত হয়ে যায় তিশার উপর। যাইহোক এই নাটকে খায়রুল বাশারের অভিনয় ভীষণ ভালো লেগেছে আমার। কিছু কিছু দৃশ্য দেখে তো হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে হা হা হা। সবমিলিয়ে বেশ উপভোগ করেছি নাটকটি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৮.১.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
এই নাটকটি আপনি দেখেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বিয়ের আগের জীবন এবং পরের জীবন সম্পূর্ণ আলাদা। তাইতো ছেলে কিংবা মেয়ে সবার উচিত বিয়ের পর নিজেকে পরিবর্তন করে ফেলা। তাছাড়া এটা ঠিক অতিরিক্ত শাসন কখনও ভালো কিছু বয়ে আনে না। যাই হোক তানজিন তিশা ও খাইরুল বাশার এর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
হ্যাঁ আপু অতিরিক্ত শাসন কখনোই ভালো কিছু বয়ে আনে না। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আমি নাটক দেখতে খুব ভালোবাসি। আর আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তেও খুব ভালো লাগে। পুরো কাহিনীটা আপনি অনেক সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন। নাটকটা এখনো পর্যন্ত আমি দেখিনি। সময় পেলে নাটকটা অবশ্যই দেখবো। ধন্যবাদ আপনাকে এ নাটকের রিভিউ সবার মাঝে শেয়ার করার জন্য।
মাঝেমধ্যে নাটক দেখতে বেশ ভালোই লাগে। তবে টাইম বের করাটা কষ্টকর হয়ে যায়। রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বিয়ের আগে যতই উল্টাপাল্টা জীবন যাপন করুক না কেন বিয়ের পরে দায়িত্ব কাধে আসলে সবাই সংসারী হয়ে ওঠে। একটা মেয়ে একটা ছেলেকে সংসারী বানিয়ে ফেলতে পারে।খুব সুন্দর একটি নাটক রিভিউ আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। নাটক রিভিউ পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই একটি মেয়ে মন থেকে চাইলে তার স্বামীকে সাংসারিক বানিয়ে ফেলতে পারে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার নাটক রিভিউটা আমি পড়ে মুগ্ধ হয়েছি। এর আগে কোনদিন এ নাটকটা আমি দেখি। তবে আজকে দেখার সুযোগ পেলাম। তবে সম্পূর্ণ দেখা হয়নি। কোন এক সময় চেষ্টা করব যেন সম্পূর্ণটা দেখতে পারি এবং নাটকের ভাললাগা এনজয় করতে পারি।
এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
নাটকটার মেন কাহিনী জেনে খুবই ভালো লেগেছে আমার। বর্তমান সময়ের কিছু চিত্র ফুটে উঠেছে। গ্রামের দোকান গুলোর দিকে তাকালে এটা শোনা যায় বাকি খেয়ে মানুষ টাকা দেয় না। তুমি নিয়ে কত রকমের গ্যাঞ্জাম সৃষ্টি হয়। এখানে বাসারের স্ত্রী টাকা তোলার চিন্তা করেছেন। কিন্তু অন্যান্য মানুষেরা বাসার কে মেয়ে মানুষের সাথে তুলনা করছে। এটা সত্যি বেশ কিছু বিষয় এনে দিয়েছে আমাদের মাঝে। যেগুলো বাস্তবতার সাথে অনেকটা মিল পাওয়া যায়। তবে নাটকের কাহিনী আমার কাছে ভালো লেগেছে।
এটা বুঝিনি আপু। ভয়েস টাইপিং করতে গিয়ে ভুল করেছেন মনে হচ্ছে। যাইহোক রিভিউ পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আরো একজনকে দেখলাম এ নাটকটা আজকের রিভিউ করেছেন। নাটকটা অনেক ভালো। আমি এই নাটকের অভিনয় দেখেছি। এখানে অনেক কিছু জানার ও শেখার রয়েছে। তবে বর্তমান বেশ পরিবারে পুরুষের চেয়ে মহিলাদের কর্তৃত্ব একটু বেশি দেখা যায়। কিছু কিছু মহিলাদের বুদ্ধিমান কর্তৃত্ব ভালো কিছু বয়ে আনে আবার কিছু কিছু মেয়েদের স্বামীকে ওভারটেক করে চলাটা ক্ষতি বয়ে আনে। তবে এর মধ্যেই অনেক কিছু শেখার রয়েছে।
ঘরের বউ এতো বেশি বুঝলে সমস্যা ভাই। নাটকটি আসলেই খুব সুন্দর। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।