রেসিপি পোস্ট || 🍲ছোট চিংড়ি মাছের মজাদার বড়া রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আজকে আমি ছোট চিংড়ি মাছের বড়া রেসিপি শেয়ার করবো। আসলে শীতকালে তেলে ভাজা জিনিস গুলো খেতে দারুণ লাগে। বিশেষ করে বিকেলের নাস্তায় চিংড়ি মাছের গরম গরম বড়া খাওয়ার মজাই আলাদা। কয়েকদিন আগে ছোট চিংড়ি মাছ গুলো বাজার থেকে কিনে এনেছিলাম বড়া খাওয়ার জন্য। কিন্তু সময়ের অভাবে তৈরি করা হচ্ছিলো না। কিন্তু অবশেষে চিংড়ি মাছের বড়া রেসিপি তৈরি করে ফেললাম। বড়া গুলো খেতে সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ছোট চিংড়ি মাছের মজাদার বড়া রেসিপি
প্রয়োজনীয় উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
চিংড়ি মাছ | ৩০০ গ্রাম |
মসুরের ডাল | ১৫০ গ্রাম |
পেঁয়াজ | ৩/৪ টা |
কাঁচামরিচ | ৮/১০ টা |
গরম মসলা গুঁড়া | পরিমাণ মতো |
জিরার গুঁড়া | পরিমাণ মতো |
ধনিয়ার গুঁড়া | পরিমাণ মতো |
আদা রসুন পেস্ট | পরিমাণ মতো |
লবণ | পরিমাণ মতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
প্রস্তুত প্রণালী নিম্নরূপ :
🍲প্রথম ধাপ🍲
মসুরের ডাল গুলো সারারাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
তারপর কাঁচামরিচ গুলো ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিবো।
🍲তৃতীয় ধাপ🍲
তারপর পরিমাণ মতো পানি দিয়ে ছোট চিংড়ি মাছ গুলো ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিলাম।
🍲চতুর্থ ধাপ🍲
তারপর একটি প্লেটে মসুর ডালের পেস্ট,চিংড়ি মাছের পেস্ট, কাঁচামরিচের পেস্ট,পেঁয়াজ কুঁচি,গরম মসলা গুঁড়া,ধনিয়ার গুঁড়া,জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট এবং লবণ নিয়ে নিলাম। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিবো।
🍲পঞ্চম ধাপ🍲
ব্যাস এভাবেই মেখে নিলাম। তারপর বড়ার শেপ দেওয়ার চেষ্টা করবো।
🍲ষষ্ঠ ধাপ🍲
বড়া গুলো ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যাতে করে খেতে মুচমুচে লাগে। আর এভাবেই সবগুলো বড়া ভেজে নিবো।
🍲পরিবেশন🍲
সবগুলো বড়া ভেজে নেওয়ার পর, বেশ কয়েকটি বড়া প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম। বড়া গুলো খেতে খুবই সুস্বাদু লেগেছিল।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | রেসিপি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ২৪.১২.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
চিংড়ি মাছ দিয়ে তৈরি করা বড়া রেসিপি দারুন হয়েছে ভাইয়া। দেখেই তো মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। চিংড়ি মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। তবে এভাবে কখনো বড়া তৈরি করা হয়নি। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবো ভাইয়া।
X-promotion
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছোট চিংড়ি মাছের মজাদার বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিংড়ি মাছের বড়া রেসিপি টি দেখে লোভ লেগে গেল ভাইয়া। আপনি খুবই সুন্দর করে পুরো রেসিপি টি তৈরি করেছেন। বেশ দারুন হয়েছে ভাইয়া আপনার তৈরি করা রেসিপি টি।
চিংড়ি মাছের বড়া আমার খুব পছন্দ। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই এমন গরম গরম বড়া খেতে ভীষণ মজার! আমার ভীষণ পছন্দের এই ছোট চিংড়ি মাছের বড়া । আপনি তো লোভ লাগিয়ে দিলেন ভাই! এক্ষুনি খেতে ইচ্ছে করছে! 😋😋 ওদিকে বাসায় তো এখন এই চিংড়ি মাছ নাই 🥲
আমারও ছোট চিংড়ি মাছের বড়া ভীষণ পছন্দ। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
চিংড়ি মাছ তো আমার এমনিতেই অনেক প্রিয়। আর যদি এমন করে বড়া করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে। আর আপনার রেসিপি দেখে তো আমার রীতিমত লোভ হচেছ। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার মতো আমারও চিংড়ি মাছ খুব প্রিয়। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ছোট চিংড়ি মাছের বড়া রেসিপি সত্যি খুবই মজাদার। আমি খুবই ভালোবাসি এই কুচো চিংড়ি মাছেট বড়া।বেঁটে কম খাওয়া হয় তবে গোটা গোটা চিংড়ি রেসিপি অনেক মজাদার লাগে খেতে।ধাপে ধাপে চিংড়ি মাছের মজাদার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ছোট চিংড়ি মাছের বড়া আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি। যাইহোক রেসিপিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ছোট চিংড়ি মাছের বড়া রেসিপি খেতে বেশ মজা লাগে আমাদের বাসায় মাঝে মাঝেই তৈরি হয়। বিশেষ করে পরিবেশন করা চিংড়ি মাছের বড়া রেসিপি গুলো দেখে জিহব্বায় জল চলে আসছে ভাই এতোটা লোভনীয় ছিল। রেসিপিটি আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি পরিবেশন দারুণভাবে করতে। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।