"এসো নিজে করি" ডাই পোস্ট || কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। ওয়ালমেট তৈরি করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। কারণ ওয়ালমেট তৈরি করে রুমের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। তবে এবার একেবারে ভিন্নধর্মী একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক আমি কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছিলাম। কার্ডবোর্ড কেটে প্রথমে ওয়ালমেটের ফ্রেম তৈরি করেছি এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুল তৈরি করেছি। ফুল এবং ফুলের ডালগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। ওয়ালমেটটি আকর্ষণীয় করে তুলতে আমি বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করেছি। মোটকথা ওয়ালমেটটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। যাইহোক ধাপে ধাপে আমি বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এমন ওয়ালমেট তৈরি করে, দেয়ালে লাগিয়ে রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন।
কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরি
প্রয়োজনীয় উপকরণ
- কার্ডবোর্ড
- কালো রঙের কাগজ
- বিভিন্ন রঙের ক্লে
- স্কেল
- পেন্সিল
- কাঁচি
- আঠা
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে কার্ডবোর্ডের মধ্যে পেন্সিল এবং স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। তারপর দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে, তিনটি ফ্রেম তৈরি করে নিলাম। তিনটি ফ্রেমের মধ্যে মাঝখানের ফ্রেমটা চওড়া এবং দুই পাশের ফ্রেম দুটি চিকন।
দ্বিতীয় ধাপ
তারপর কার্ডবোর্ডের উপরে কালো রঙের কাগজ মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
তৃতীয় ধাপ
ক্লে দিয়ে ফুল গাছের বেশ কয়েকটি চিকন ডালের আকৃতি তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
ক্লে দিয়ে চিত্রের মতো করে ফুলের পাপড়ির আকৃতি তৈরি করে নিলাম।
পঞ্চম ধাপ
পাপড়ি গুলো দিয়ে ফুল তৈরি করে নিলাম। তারপর ফুলের মাঝখানের সাদা অংশটা, সাদা ক্লে দিয়ে তৈরি করে বসিয়ে দিলাম। তারপর ফুল গাছের ডালের সাথে তিনটি পাতা লাগিয়ে নিলাম।
ষষ্ঠ ধাপ
একইভাবে অনেক গুলো ফুল এবং পাতা তৈরি করে, ফুল গাছের ডালের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
সপ্তম ধাপ
একইভাবে চিকন ফ্রেমের মধ্যেও ফুল গাছের ডালের সাথে কয়েকটি ফুল এবং পাতা তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আরেকটি চিকন ফ্রেম একই ডিজাইন করে নিবো।
সর্বশেষ ধাপ
আর এভাবেই ওয়ালমেটটি তৈরি করে ফেললাম। দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ডাই |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ৬.৬.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
বিভিন্ন রঙের ফুলের সমারোহ দেখে খুবই ভালো লাগলো ভাই। কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।
ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
X-promotion
আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে তৈরি করা ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার দক্ষতা অনেক ভালো লেগেছে আমার। দারুন একটি পোষ্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
চেষ্টা করেছি ওয়ালমেটটি সুন্দর ভাবে তৈরি করতে। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুবই সুন্দর একটা ওয়ালমেট বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।
প্রতিটি ধাপ একেবারে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে দারুন একটা জিনিস তৈরি করেছেন। ফুলগুলো খুবই দারুণ লাগছে দেখতে। পুরো জিনিসটাই কালারফুল দেখাচ্ছে। সত্যি অসাধারণ ভাবে তৈরি করেছেন আপনি। প্রত্যেকবারের মতোই দারুন ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন কালারের ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে আপনি দারুন দেখতে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন কালারের ফুল হওয়াতে খুব দারুন লাগতেছে দেখতে। আর কার্ডবোর্ড এর মধ্যে কালো রঙের কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়ার কারণে এটি অনেক সুন্দর হয়েছে। আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে পুরো কাজটা সম্পূর্ণ করেছেন এটা তো দেখেই বুঝতে পারতেছি। এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে পুরোটা।
আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ডাই পোস্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিভিন্ন ধরনের ক্লে দিয়ে আপনি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন।আসলে ভাইয়া আপনার আর্ট গুলোর তুলনা হয় না। আপনার ফুলের কালার গুলো অনেক সুন্দর হয়েছে। তবে এগুলো তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ধৈর্য্য ছাড়া কখনোই এসব জিনিস তৈরি করা যায় না। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
এত সুন্দর ওয়ালমেট দেখে চোখ ফেরাতে পারছি না ভাইয়া। আপনার হাতের কাজগুলো অনেক ভালো লাগে। আর এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। অসাধারণ একটি পোস্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
হ্যাঁ আপু এই ধরনের কাজ করতে বেশ ভালোই সময় লাগে। যাইহোক ডাই পোস্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
জাস্ট ওয়াও । ভাই আপনি দেখছি প্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট তৈরি করলেন দেখতে তো অসাধারণ লাগছে। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর লাগছে এবং মনমুগ্ধকর। আর প্লে দিয়ে এত সুন্দর করে ফুল তৈরি করলেন সত্যি বিষয়টা দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।
এগুলোকে প্লে বলে না,ক্লে বলা হয়। আশা করি ঠিক করে নিবেন। যাইহোক ডাই পোস্টটি দেখে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
কার্ডবোর্ড এবং ক্লে এর অসাধারণ একটা ব্যবহার করেছেন ভাই। কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বিভিন্ন রঙের ফুলের ওয়ালমেট টি চমৎকার তৈরি করেছেন। ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। এবং পোস্ট টা খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়র জন্য।।
হ্যাঁ ভাই ফুলগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। যাইহোক ডাই পোস্টটি দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।