কবিতা আবৃত্তি:- "বিষাদের চিরকুট" লেখক- @swagata21 দিদি

in আমার বাংলা ব্লগ7 days ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

দ্বিতীয়বারের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি কবিতা আবৃত্তি নিয়ে।এতদিন কবিতা লিখতে অনেক ভালো লাগতো।এখন আবার দেখছি কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লাগে।কবিতা আবৃত্তির মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।তাইতো আমি আবারো একটি কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে আসলাম।আজকে আমি আমাদের সকলের প্রিয় @swagata21 দিদির লেখা একটি কবিতা যার নাম "বিষাদের চিরকুট" আবৃত্তি করেছি।আমাদের ছোট দিদি অনেক সুন্দর কবিতা লেখেন।অনেক আগে থেকেই আমি দিদির কবিতা গুলো পড়ি।আজকে সাহস করে দিদির লেখা এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম।জানিনা কতটুকু ভালো ভাবে কবিতাটি আবৃত্তি করতে পেরেছি।তবে আমি আশাবাদী আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে কবিতা আবৃত্তি একবার শুনে আসি...

1000048528.png

কবিতা : বিষাদের চিরকুট
কবি : @swagata21 দিদি
কবিতা আবৃত্তি : @mohamad786

তোমার নামে লেখা প্রতিটি শব্দ
আজ শূন্য, শীতল এক স্মৃতির দর্পণে,
যেখানে সময় থেমে থাকে—
তোমার স্পর্শের শেষ মুহূর্তটুকুর মতো।
জীবন ছিল এক অসমাপ্ত কবিতা,
যার প্রতিটি পঙ্‌ক্তি জ্বালিয়েছে অশ্রুর প্রদীপ।

আমি সেই প্রেমিক,
যে ভালবাসতে চেয়েছিল অনন্ত কাল,

কিন্তু পেল কেবল একটি ঋতু।
তোমার হাসির ভিতরে যে আলো দেখেছিলাম,
তা মিশে গেল চিরন্তন এক অন্ধকারে।

এখন বিষণ্ণতার হাত ধরে হাঁটি
এক পাথুরে পথে, যেখানে ফুল ফোটে না।
চাঁদের আলোয় ঝরে পড়া দীর্ঘশ্বাসগুলো
নীরবতাকে সঙ্গী করে,
তোমার ছায়ার মতো।

তুমি ছিলে আমার স্বপ্নের শেষ প্রান্ত,
আর আমি?
আমি হয়তো কেবল এক ব্যর্থ কাঠপুতুল,
যার সুতোর বাঁধন কেটে দিয়েছিলে।
তবু আজও কৃতজ্ঞ আমি,
তোমার দেওয়া শূন্যতাটুকুর জন্য।

কেননা এই শূন্যতাই আমায় শিখিয়েছে—
ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
ভালোবাসা মানে সেই স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা,
যা হৃদয়ের গভীরে
অনন্তকাল বেঁচে থাকবে।

কবিতা আবৃত্তি:-

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 7 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

1000048535.jpg

 6 days ago 

ভাইয়া কবিতা আবৃতি করতে যেমন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। ঠিক সেইভাবে কবিতা আবৃত্তি শুনতেও কিন্তু একটি ভাল লাগা কাজ করে। আজ আপনার কবিতা আবৃতি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। দারুন কন্ঠ আপনি আবৃত্তি করেছেন। শুনে মনে হচ্ছিল যেন কোন রেকর্ডিংয়ে রেকর্ড করা আবৃতি শুনছিলাম।

 7 days ago 

বাহ্, দুর্দান্ত হয়েছে আপনার কবিতা আবৃত্তি। অনেকদিন পর স্বাগতা দিদির লেখা একটি কবিতার আবৃত্তি শুনতে পেলাম। আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। বিষাদের চিরকুট কবিতাটির আবৃত্তি শুনে আমি তো রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আশা করছি আগামীতেও এরকম চমৎকার কবিতা আবৃত্তি নিয়ে পুনরায় আমাদের মাঝে হাজির হবেন।

 7 days ago 

হ্যাঁ ভাইয়া, কবিতা আবৃতির মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। সাহস করে ছোট দিদি লেখা দারুন একটি কবিতা আমাদের মাঝে আবৃতি করেছেন। কবিতাটি যেমন অসাধারণ আপনার কন্ঠে আবৃতিতে আরো অসাধারণ লাগছে। কবিতাটা খুবই ভালো লাগলো আমার কাছে। অসাধারণ আবৃত্তির মাধ্যমে দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

স্বাগতা বৌদির কবিতাগুলো আসলেই খুব সুন্দর। তাছাড়া উনার কবিতাগুলো আবৃত্তি করতেও খুব ভালো লাগে। আমি উনার বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেছিলাম। যাইহোক আপনার আবৃত্তি শুনে ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

সত্যি অসাধারণ সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের দিদি ভাইয়ের লেখা কবিতার আবৃতি আপনার কন্ঠে শুনতে পেরে সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনেও আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আবৃতি শুনতে পারবো।

 6 days ago 

ভাইয়া আজকে আপনি আমাদের ছোট দিদির লেখা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করেছেন। তবে ছোট দিদির কবিতাগুলো আমার কাছে ভালো লাগে।বিষাদের চিরকুট কবিতাটির সাহস নিয়ে সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.20
JST 0.031
BTC 93528.78
ETH 2473.16
USDT 1.00
SBD 2.83