একাকিত্ব মাঝেমধ্যে কষ্টদায়ক হলেও, এটি আত্মোপলব্ধির এক সুন্দর উপলক্ষ। সম্পর্কের স্মৃতিগুলো হয়তো রয়ে যায়, তবে জীবন থেমে থাকে না। নিজেকে বুঝতে শেখাই সবচেয়ে বড় জয়। জীবনানন্দ দাশের কবিতার মতোই, হারিয়ে যাওয়া কিছু ফিরে আসে না, তবুও নতুন সূর্যোদয় প্রতিদিন অপেক্ষা করে।যাইহোক,চমৎকার কিছু কথা বলেছেন ভাই।আপনার লেখার ভাষা অনেক সুন্দর।