আপনার তৈরি রঙিন কাগজের চকলেট দেখে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো।কখনো যদি কাউকে প্রপোজ করি,তাহলে তাকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে এভাবে চকলেটের খোসা বানিয়ে তার ভিতর ছোট্ট একটি কাগজে আপনার মত করে I love you লিখে দেবো।আমি হান্ডেট পার্সেন্ট কনফার্ম এভাবে যদি কাউকে প্রপোজ করা যায় তাহলে রিজেক্ট হওয়ার কোন ভয় থাকবেনা।রঙিন কাগজ ব্যবহার করে দারুন এই ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করে আমার মাথায় এত সুন্দর একটি বুদ্ধি জাগ্রত করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।