You are viewing a single comment's thread from:
RE: দেনা পাওনা নাটক সিরিজ রিভিউ।। এপিসোড ৭-৮।।
দেনা পাওনা নাটকটি এখনো আমি দেখার উপরে আছি।সপ্তাহে মাত্র দুইটা করে পর্ব আসে,তাই ধৈর্য ধরে বসে থাকতে হয়।নাটকটা যতই দেখছি ততই ভালো লাগছে। আজকে আপনি নাটকের ৭-৮ পর্ব খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
জী নাটকটি অনেক সুন্দর। দর্শকরা চাচ্ছে। ধন্যবাদ।