You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৯
ধূসর বেদনায় হারিয়ে গিয়েও
আমি খুঁজি নতুন আশার দিশা,
নিঃসঙ্গতার গভীর অরণ্যে
আমি খুঁজি স্নিগ্ধতার নীড়-নিশা।
শব্দের মাঝে হারিয়ে যাই আমি,
তবু খুঁজি নীরবতার গান,
ঝড়ের বুকে দাঁড়িয়ে থেকেও
আমি খুঁজি প্রশান্তির বিহান।