প্রেমের বিলম্বিত আগমন, অপেক্ষার মাঝে তা যেন আরো পরিণত ও গভীর হয়ে ওঠে, এমন একটি বাস্তবতা কবিতার ভাষায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দিদি। বসন্তের ঋতু, ফুলের আসা, আর বিষণ্নতা সব মিলিয়ে এক নিখুঁত মেলবন্ধন তৈরি হয়েছে এখানে। সময়ের ছোঁয়ায় প্রেমের শক্তি ও গভীরতা এক অনন্য সৌন্দর্য তুলে ধরে, যা সত্যিই মনের গভীরে ছাপ রেখে যায়।