ক্লাস শেষে বান্ধবীদের সাথে পছন্দের রেস্টুরেন্টে গিয়ে মজাদার মজাদার সব খাবার খেয়েছেন।খাবার গুলো দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। কারণ পিজ্জা,পাস্তা এবং কফি সবগুলোই আমার পছন্দের খাবার।সবগুলো খাবার ছিল স্পাইসি। দেখে মনে হচ্ছে আপনারা খুব মজা করে খেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি পছন্দের রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবারগুলো খাবার অনুভুতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কফি না ওটা চা ছিলো।হ্যা,মজা ছিলো সব।