একগুচ্ছ অনু কবিতা✍️
আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম একগুচ্ছ অনেক কবিতা। বিভিন্ন অনুভূতি, অভিজ্ঞতা আর ভাবনার টানে ছন্দে ছন্দে গেঁথেছি কিছু ছোট ছোট কবিতা। জীবনের প্রতিটি মুহূর্ত যেন একেকটি গল্প, আর সেই গল্পগুলোকে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা এই কবিতাগুলো। কখনো প্রকৃতির রঙে, কখনো বা বন্ধুত্বের বাঁধনে, কখনো ভালোবাসার শিহরণে, আবার কখনো নিঃসঙ্গতার নীরবতায় এসেছে এ কবিতাগুলো। শব্দে শব্দে মিল রেখে হৃদয়ের গভীর কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি...
মোঃ ফয়সাল আহমেদ
সবুজ পাতায় ঝরে বৃষ্টি,
মাটির গন্ধ মিষ্টি মিষ্টি।
চোখ মেলে দেখি আকাশ পানে,
স্বপ্নেরা হাঁটে বৃষ্টির গানে।
হাসির মাঝে দুঃখ লুকায়,
বন্ধুরা সব কাছে ঢুকায়।
চোখের কোণে জল না পড়ে,
বন্ধুরা ঠিক পাশে দাঁড়ায়।
তোমার চোখে হারায় মন,
নীরব ভাষায় বাজে ধ্বনন।
তোমায় ভাবলেই হৃদয় কাঁপে,
ভালোবাসা চুপিচুপি বাঁচে।
পুরনো গানের সুরে বাজে,
একটি গল্প ছুঁয়ে যায় সে।
ভাঙা খেলনা, মাঠের ধুলো,
স্মৃতিরা আজ চোখে জল তোলো।
সময় চলে নদীর ধারা,
পিছনে ফেলে স্মৃতির সাড়া।
ধরা যায় না, ছোঁয়া যায় না,
তবুও সে সবকিছু গাঁথা।
চলছি আমি অজানায়,
পায়ের ছাপে গল্প ছায়।
ঘরবাড়ি নয়, পথই আপন,
ভবঘুরে মন খোঁজে জীবন।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1911075570668150990?t=dV7I_EYkJSrzy3L0qNQlow&s=19
https://x.com/mohamad786FA/status/1911075875078259019?t=jTbxA7jERq6y-2DNXCOXlQ&s=19
https://x.com/mohamad786FA/status/1911076116124623031?t=hsLQqnj-2BsJMZKvY80l9A&s=19
https://x.com/mohamad786FA/status/1911076281397162493?t=Lbn_dtWBEOF-EUs-eaVrrA&s=19
https://x.com/mohamad786FA/status/1911076417091277057?t=TLEdHbP0QrqMLdccMcf6Ag&s=19
https://x.com/mohamad786FA/status/1911076570569326624?t=0gOpWRzWiyBKcg5a0XFnZw&s=19
https://x.com/mohamad786FA/status/1911076739851452907?t=5u56VyqKlblBT3waFw0pLg&s=19
Ss.
ছন্দে ছন্দে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। চমৎকার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট ছোট করে লেখা কবিতা গুলো পড়তে এমনিতেই ভালো লাগে। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার কিছু অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার একগুচ্ছ অনুকবিতাগুলো হৃদয় ছুঁয়ে গেল।প্রতিটি কবিতা দারুন লিখেছেন ভাই। ধন্যবাদ কবিতাগুলো আমাদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দারুন ভাবে প্রতিটা অনু কবিতা লেখা হয়েছে। আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন এটা বলতেই হচ্ছে।
খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। ছোট ছোট লাইনে খুব সুন্দর কিছু বিষয় তুলে ধরেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে ৫ নং কবিতা টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ তাই আমি আপনার অনু কবিতাগুলো সবসময় পড়ার চেষ্টা করি৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে এবং এখানে এই অনু কবিতার মধ্যে লাইনের সামঞ্জস্যতা যেরকম খুব সুন্দরভাবে বজায় রেখেছেন তেমনি এখানে দুই এবং তিন নম্বর অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷