একগুচ্ছ অনু কবিতা✍️

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম একগুচ্ছ অনেক কবিতা। বিভিন্ন অনুভূতি, অভিজ্ঞতা আর ভাবনার টানে ছন্দে ছন্দে গেঁথেছি কিছু ছোট ছোট কবিতা। জীবনের প্রতিটি মুহূর্ত যেন একেকটি গল্প, আর সেই গল্পগুলোকে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা এই কবিতাগুলো। কখনো প্রকৃতির রঙে, কখনো বা বন্ধুত্বের বাঁধনে, কখনো ভালোবাসার শিহরণে, আবার কখনো নিঃসঙ্গতার নীরবতায় এসেছে এ কবিতাগুলো। শব্দে শব্দে মিল রেখে হৃদয়ের গভীর কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি...

1000046268.png

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

সবুজ পাতায় ঝরে বৃষ্টি,
মাটির গন্ধ মিষ্টি মিষ্টি।
চোখ মেলে দেখি আকাশ পানে,
স্বপ্নেরা হাঁটে বৃষ্টির গানে।

কবিতা-২

হাসির মাঝে দুঃখ লুকায়,
বন্ধুরা সব কাছে ঢুকায়।
চোখের কোণে জল না পড়ে,
বন্ধুরা ঠিক পাশে দাঁড়ায়।

কবিতা-৩

তোমার চোখে হারায় মন,
নীরব ভাষায় বাজে ধ্বনন।
তোমায় ভাবলেই হৃদয় কাঁপে,
ভালোবাসা চুপিচুপি বাঁচে।

কবিতা-৪

পুরনো গানের সুরে বাজে,
একটি গল্প ছুঁয়ে যায় সে।
ভাঙা খেলনা, মাঠের ধুলো,
স্মৃতিরা আজ চোখে জল তোলো।

কবিতা-৫

সময় চলে নদীর ধারা,
পিছনে ফেলে স্মৃতির সাড়া।
ধরা যায় না, ছোঁয়া যায় না,
তবুও সে সবকিছু গাঁথা।

কবিতা-৬

চলছি আমি অজানায়,
পায়ের ছাপে গল্প ছায়।
ঘরবাড়ি নয়, পথই আপন,
ভবঘুরে মন খোঁজে জীবন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 3 days ago 

আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।

 4 days ago 
 4 days ago 

ছন্দে ছন্দে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। চমৎকার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট ছোট করে লেখা কবিতা গুলো পড়তে এমনিতেই ভালো লাগে। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

চমৎকার কিছু অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার একগুচ্ছ অনুকবিতাগুলো হৃদয় ছুঁয়ে গেল।প্রতিটি কবিতা দারুন লিখেছেন ভাই। ধন্যবাদ কবিতাগুলো আমাদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

 3 days ago 

অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দারুন ভাবে প্রতিটা অনু কবিতা লেখা হয়েছে। আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন এটা বলতেই হচ্ছে।

 3 days ago 

খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। ছোট ছোট লাইনে খুব সুন্দর কিছু বিষয় তুলে ধরেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে ৫ নং কবিতা টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ তাই আমি আপনার অনু কবিতাগুলো সবসময় পড়ার চেষ্টা করি৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে এবং এখানে এই অনু কবিতার মধ্যে লাইনের সামঞ্জস্যতা যেরকম খুব সুন্দরভাবে বজায় রেখেছেন তেমনি এখানে দুই এবং তিন নম্বর অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83674.51
ETH 1589.03
USDT 1.00
SBD 0.78