"পুরাতন ছবির অ্যালবাম থেকে সাতটি ফটোগ্রাফি"📸
আমার মুঠোফোনের পুরোনো অ্যালবাম ঘেঁটে আজ আপনাদের জন্য কিছু বিশেষ মুহূর্ত তুলে এনেছি। ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি আমার আলাদা টান। ক্যামেরার লেন্সে বন্দী করা প্রকৃতির রং কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ কিছু বিষয়কে অসাধারণ করে তোলার এই যাদু আমাকে সবসময় মুগ্ধ করেছে। এক বছর আগেও আমি যেখানে-সেখানে, যা পেতাম, তার ছবি তুলে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করতাম।কিন্তু ইদানীং ব্যস্ততার চাপে আর আগের মতো ফটোগ্রাফি করা হয়ে ওঠে না। সময় যেন ধীরে ধীরে আমাদের শখগুলোকে দূরে সরিয়ে দেয়।আগে যেখানে ফটোগ্রাফি করতে করতে সময় কেটে যেত, এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে পড়াশোনা আর দায়িত্ব।
তবুও পুরোনো ছবিগুলো দেখলে সেই মুহূর্তগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে।আমার পুরাতন ছবির অ্যালবাম থেকে আজকে আপনাদের মাঝে কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলা আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে ফটোগ্রাফি গুলো এবার উপভোগ করি...
গত বছরের জুলাই মাসে তোলা এই দুটি ছবি আমার নানির বাড়ির স্মৃতি বহন করে। নানির বাড়ি একদম গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন তার সমস্ত রূপ মেলে ধরে। বাড়ির সামনেই বিস্তীর্ণ ফসলের জমি এবং তার পরেই সবুজে ঘেরা বিল। নানির বাড়িতে গেলে আমরা সব ভাই-বোন আর মামা-মামী মিলে সেই বিলে সময় কাটাই।বিলের মাঝ দিয়ে বড় বড় বিদ্যুতের টাওয়ার চলে গেছে, যা প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এক ভিন্ন রূপ এনে দেয়। চারপাশে কেবল সবুজের সমারোহ আর শান্তির এক অপূর্ব মেলবন্ধন। এই ছবিগুলো তোলার সময় মন ভরে গিয়েছিল এই সৌন্দর্য উপভোগ করে। নানির বাড়ির এই বিল প্রকৃতির এক নিখুঁত স্বর্গ, যা যে কারোর মনকে মুহূর্তেই মোহিত করবে।
Device:Samsung A33 (5G)
গত বছর কুরবানির ঈদের আগে সিরাজগঞ্জ রোড থেকে তোলা এই দুটি ফটোগ্রাফি। আমি সেখানে আমার ছোট কাকার জন্য অপেক্ষা করছিলাম, যিনি পাবনা থেকে আসছিলেন। সেদিনের আকাশটা ছিল সত্যিই অসাধারণ-নীল আকাশের বুকে ভাসমান সাদা মেঘ যেন প্রকৃতির এক অনন্য উপহার। এই মনোমুগ্ধকর আকাশ দেখেই আমার মন একদম ভরে গিয়েছিল। প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হয়ে অনেকক্ষণ বসে আকাশের এই অপরূপ দৃশ্য উপভোগ করেছিলাম। সেই মুহূর্তগুলো ধরে রাখতে মুঠোফোনে কয়েকটি ফটোগ্রাফিও তুলেছিলাম। প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো আজও আমাকে সেই সময়ের শান্তি আর প্রশান্তির কথা মনে করিয়ে দেয়।
Device:Samsung A33 (5G)
এই দুটি ছবি প্রায় দুই বছর আগে তোলা। একদিন শহরের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে নীল আকাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। হঠাৎ আকাশের একপাশে চোখ পড়ল-দেখি, আকাশে চাঁদ! কিন্তু সময় তখন সকাল ১২টা। দিনের বেলায় আকাশে চাঁদ দেখে আমি সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিলাম।ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও সেই মুহূর্তটা খুবই আকর্ষণীয় ছিল। এরপর থেকেই খেয়াল করেছি, দিনের বেলায় চাঁদ ওঠার দৃশ্য প্রকৃতির একটি সাধারণ, কিন্তু মুগ্ধকর রূপ। সেই স্মরণীয় মুহূর্তটি ফোনে ধারণ করেছিলাম, যা আজও আমাকে সেই বিস্ময় ও মুগ্ধতার অনুভূতি ফিরিয়ে দিল।
Device:Samsung A33 (5G)
Device:Samsung A33 (5G)
এই ছবিটি তোলা হয়েছিল করোনা লকডাউনের সময়, যখন আমি গ্রামে দীর্ঘদিন ছিলাম। আমার গ্রামের এই জায়গাটি আমার কাছে সবচেয়ে প্রিয়। লকডাউনের সময় যখন কোথাও যাওয়ার সুযোগ ছিল না, আমরা গ্রামের ছোট-বড়, এমনকি বয়স্ক লোকেরাও এই বট গাছের নিচে বসে সময় কাটাতাম। সকাল, দুপুর, এমনকি রাত এগারোটা-বারোটা পর্যন্ত আমরা এখানে গল্প করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লেই এক অদ্ভুত শান্তি আর স্মৃতির জোয়ার বয়ে যায়। বট গাছের সামনের বিশাল পুকুর থেকে আসা ঠাণ্ডা মিষ্টি বাতাস আমাদের আরও বেশি আকর্ষণ করত। এই জায়গাটি আমাদের গ্রামের মানুষের জন্য এক মিলনস্থল হয়ে উঠেছিল। লকডাউনের সময় এখানে বসেই আমরা গ্রামের মানুষের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি করেছিলাম। এই জায়গাটি আমাদের গ্রামবাসীর জন্য সত্যিই অনেক বিশেষ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "পুরাতন ছবির অ্যালবাম থেকে সাতটি ফটোগ্রাফি" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আসলে আজকের জীবনে ফটোগ্রাফি কতটা সোজা হয়েছে তা বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি গুলো দেখলে বোঝা যায়। আমাদের শৈশবকালে কিন্তু ফটোগ্রাফি এতটা সচরাচর দেখতে পেতাম না। কিন্তু মানুষ এখন তার স্মৃতিগুলো খুব সুন্দরভাবে তাদের নিজেদের মোবাইল ফোনে বন্দি করে রাখে। আজ আপনি কিন্তু দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অ্যালবাম যতই পুরনো হোক না কেন স্মৃতিগুলো সব সময় আমাদের কাছে নতুন মনে হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এই পুরাতন অ্যালবামের ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত ছিল ভাইয়া। আকাশের সুন্দর চিত্র আপনার ক্যামেরায় ধরা পড়েছে। এজাতীয় প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করে থাকি।
আজকে আপনার শেয়ার করা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো প্রাকৃতিক দৃশ্যের। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। যাইহোক, আপনার পুরনো অ্যালবামের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্ৰাফী বেশ দারুন হয়েছে।
আজকে আপনি অনেক গুলো দেখার মত সুন্দর সব ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। এমন দেখার মত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমি অনেক পছন্দ করি। তবে বেশি ভালো লেগেছে আকাশের সুন্দর চিত্র ফসলের মাঠ ইত্যাদি। যেন বৈচিত্র্যময় সুন্দর্য ধরা পড়েছে এই পোস্টে।
পুরনো অ্যালবাম থেকে দারুন ফটোগ্রাফি গুলো আপনি বাছাই করে শেয়ার করলেন। এত সুন্দর ফটোগ্রাফি আপনি ফোনের গ্যালারিতে জমা করে রাখলেন। তবে অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে। নীল আকাশের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার এই চমৎকার ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। আজকে আপনি বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে এসেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
ফোটোগ্রাফির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গেলাম। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। নীল আকাশের সৌন্দর্য খুবই দারুণ। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।