স্বরচিত কবিতা: "জীবন মানেই যুদ্ধক্ষেত্র"
জীবন মানেই যুদ্ধক্ষেত্র
মোঃ ফয়সাল আহমেদ
জীবনটা যেন এক রণভূমি,
লড়াই করে বাঁচতে হয় দিনে-রাতে।
সকালটা আসে আশা নিয়ে,
দুপুরে বিপদে ডাকে জোরে চিৎকার দিয়ে।
স্বপ্নগুলো সাজায় কেবল মন,
তবুও পথে বাঁধা দেয় হাজারো কারণ।
কখনো হেরে যাও, কখনো জিতে নাও,
তবু চলতে হয়, পিছু ফেরা নেই চাও।
উঠে পড়ো আবার যেখানে পড়েছ,
জীবন সেখানেই বারবার শিখেছে।
যে পাথরটা আজ গলায় জড়ায়,
আগামীকাল সেটাই শক্তি বাড়ায়।
প্রতিবন্ধকতা ছাড়ে না হাত,
তোমার সাহসী মন তবু দেয় প্রণাম বারো মাস।
বিপদ যতই হোক, তুমি সাহস ধরো,
সাফল্যের ছোঁয়া পাবেই, মনে জোর ধরো।
লড়াই চলবে যতদিন বাঁচবে প্রাণ,
ধৈর্য আর মেহনতেই গড়বে সম্মান।
পথে যতই আঁধার আসুক,
ভোরের আলোয় মিটবে সব ক্ষতি।
জীবন মানে যুদ্ধ, মেনে নাও সবাই,
যুদ্ধেই আছে জয়ের পথবার।
পিছু হটলে হার, লড়লেই মান হবে,
জীবন মানেই সংগ্রাম, এটাই সত্য রবে।
এই কবিতায় জীবনকে একটি রণভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে প্রতিটি দিন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। সকাল আসে নতুন আশায়, কিন্তু বিপদও আসে দ্রুত। আমাদের স্বপ্নগুলো মনে সাজানো হয়, কিন্তু পথের বাধাগুলো আমাদের থামিয়ে দেয়। কখনো হেরে গেলে আবারও উঠে দাঁড়াতে হয়, কারণ পিছু হটার সুযোগ নেই।জীবন আমাদের শেখায় যে প্রতিটি পরাজয় পরবর্তী শক্তি বাড়ায়। প্রতিবন্ধকতা হাতছাড়া না হলেও, সাহসী মন সব সময় সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। বিপদ যতই আসুক, সাহস ধরে রাখতে হবে; সাফল্য আসবেই।এই কবিতা আমাদের বোঝায় যে জীবন হল সংগ্রামের একটি ধারাবাহিকতা, যেখানে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সম্মান অর্জিত হয়। আঁধারের মধ্যেও ভোরের আলো সমস্ত ক্ষতি মিটিয়ে দেয়। শেষ পংক্তিতে বলা হয়েছে যে জীবন মানেই যুদ্ধ, এবং সত্যিকারের জয় অর্জনের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।মোটকথা, কবিতাটি আমাদেরকে সাহস, ধৈর্য এবং লড়াইয়ের গুরুত্ব বোঝায়, যাতে আমরা জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে প্রস্তুত থাকি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। সত্যি ভাইয়া জীবন মানে যুদ্ধক্ষেত্র।আসলে আমাদের জীবনে নানা বাধাবিপত্তি আসবে এটাই স্বাভাবিক। তবে তাই বলে কখনো থেমে থাকা যাবে না। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
জীবনে চলার পথে বাধা-বিপত্তি আসবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের থেমে থাকলে হবে না, সংগ্রাম করে সামনের দিক এগোতে হবে।সুন্দর এই মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/mohamad786FA/status/1848352201946939564?t=BwjuRJbXv5Xu_etfNelCfg&s=19
অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা চমৎকার এই কবিতা আমাকে মুগ্ধ করেছে। আসলে জীবন মানেই সংগ্রামী জীবন মানেই সংগ্রাম। যতদিন বেঁচে থাকতে হবে ততদিন সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এটাই জীবন। যাইহোক অনেক সুন্দর আপনার লেখা কবিতা।
যতদিন বেঁচে থাকতে হবে আমাদের সংগ্রাম করেই চলতে হবে।জীবন মানেই সংগ্রাম।আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।
চমৎকার বিষয়বস্তু। কবিতা মানুষকে জীবনের পথ দেখায় বলে আমি বিশ্বাস করি৷ আপনার কবিতাটি জীবনের পজিটিভ কথা বলছে৷ কবিতার মর্মার্থ মানুষকে পথ দেখাচ্ছে৷ খুব ভালো লেখা৷
আমার লেখা জীবন মানেই যুদ্ধ ক্ষেত্র কবিতাটি আপনার অনেক ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন দেখলাম। আপনার কবিতা লেখাটা অনেক সুন্দর হয়েছে। মানুষের জীবনের বাস্তবতা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এখানে। আসলে কবিতা মনের ভাব প্রকাশ করে থাকে। সঠিক সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করে। ঠিক তেমনি প্রকাশ পেয়েছে অনেক বাস্তবতা।
আমার লেখা জীবন নিয়ে বাস্তবমুখী এই কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।ধন্যবাদ আপনাকে আপু।
এটা একদম ঠিক বলেছেন। জীবন একটা যুদ্ধক্ষেত্র। সবারই নিজের মতো করে জীবনের যুদ্ধ চালিয়ে যেতে হয়। বাস্তব জীবন নিয়ে লেখা কবিতাটা বেশ ভালো লাগলো আমার কাছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন লিখেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
বাস্তব জীবন নিয়ে লেখা আমার এই কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।
সত্যি ভাইয়া আমাদের সবার জীবনের একটাই লক্ষ্য যত বাধা বিপদ আসুক না কেন সামনের দিকে এগোতেই হবে। জীবনটা সব সময় হাসি কষ্টের মধ্যে দিয়ে যাবে। জীবনে সুখ দুঃখ না আসলে হয়তো বা জীবনটাই বৃথা হয়ে যাবে। জীবন কে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ভাইয়া। সম্পূর্ণ কবিতাটি পড়ে মনটা অনেক ভালো হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া।
সুখ দুঃখের মাঝেই আমাদের জীবন।জীবনের এক একটা অংশ এগুলো।যাইহোক এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। জীবন আসলে যুদ্ধ ক্ষেত্র। অনেকে হারিয়ে যায় আবার অনেকে জিতে যায়। সে অনুভূতি নিয়ে আপনি সুন্দর কবিতা লিখলেন। আপনার লেখা পড়ে ভীষণ ভালো লেগেছে।
হার জিতের মধ্যেই আমাদের জীবন।আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
জীবনে চলতে গেলে প্রতি মূহূর্তে আমাদের যুদ্ধ করতে হয়। কখনও প্রকৃতির সাথে কখনও মানুষের সাথে আবার কখনও বা নিজের সাথে। চমৎকার লিখেছেন কবিতা টা ভাই। বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়।যাইহোক এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই দারুণ একটা কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
কি বলেন ভাই!! আপনার লেখা কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। খুব সুন্দর ভাবে গুছিয়ে কবিতা লাইনগুলো সাজান।আপনার লেখা কবিতাগুলো পড়ে অনেক শান্তি পাই আমি।