আজকে আমি আপনাদের মাঝে শীতের অনুভূতি নিয়ে একটি কবিতা শেয়ার করলাম। আসলে শীত যেন আমাদের মাঝে এসে গেছে। শীতের অনুভূতি যেন আমরা এখন অনুভব করতে পারছি। বিশেষ করে বাইরে গেলে শীতের মুহূর্ত যেন বেশি উপভোগ করা যায়। যার কারণে এই শীতের অনুভূতি নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা কবিতাটি শেয়ার করলাম।
সোর্স
"শীতের সকাল"
মোঃ ফয়সাল আহমেদ
শীতের সকালে মিষ্টি রোদে,
মন হয়ে যায় ভালো।
তাইতো মিষ্টি রোদের আড়ালে,
লুকিয়ে আছে শীতের অনুভূতিগুলো।
খেজুরের রসের মিষ্টি গন্ধে,
মন হয়ে যায় ভালো।
তাই তো ছুটে যাই খেজুরের রসের বাগানে,
হাড়িগুলো তাই সকালবেলা পারো।
শীতের আগমনে পিঠার,
আমেজের মেতে উঠেছে বাড়ি বাড়ি।
তাইতো সকালবেলা এসে দেখি,
আত্মীয়-স্বজন এসেছে আমার বাড়ি।
শিশির ভেজা দৃশ্য গুলো,
দেখতে লাগে ভালো।
তাই তো ছুঁয়ে স্পর্শ করে,
ইচ্ছে করে শীতের অনুভূতিগুলো।
শীতের সকালে মিষ্টি রোদে,
গোসল দিতে লাগে আমার ভালো।
এই দৃশ্য দেখার জন্যই,
গ্রামে সবাই চলো।
শীতের সকালে কুয়াশার মধ্যে,
স্কুলে যেতে মন চায় না কারো,
তবুও মায়ের শাসনে,
যেতে হয় শীতের মধ্যে,
না যাওয়ার উপায় নেই কারো।
শীতের সকালে মিষ্টি রোদে,
মন হয়ে যায় ভালো।
তাইতো দাঁড়িয়ে সূর্য মামাকে,
রোদ দিতে বলি আমি আরো।
শীতের সকালে আমরা অনেক ভাবে উপভোগ করে থাকি। বিশেষ করে শীতের সকালে ঘুম থেকে উঠে আমরা সূর্যের আলোতে চলে যাই। অর্থাৎ আমরা রোদে বসে থাকি আর মিষ্টি রোদ গুলো যেন অনেক বেশি ভালো লাগে। তার উপরে শীতের সকালে খেজুরের রস খাওয়ার মুহূর্তগুলো যেন আমরা আনন্দের সাথে উপভোগ করি। শীতকালে স্কুলে যেতে মন চায় না। তবে মায়ের শাসনে আমাদের স্কুলেও যেতে হয়। মনের ভিতর শীতের অনুভূতি নিয়ে লেখা আমার আজকের কবিতাটি।তাই শীতের এই অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে শীতকালের পরিবেশ অনেক সুন্দর থাকে।তাই যেন শীতের অনুভূতি আমাদের মনের ভিতর জাগিয়ে তোলে। আর শীতকালের এই অনুভূতিগুলো নিয়েই আজকের লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।
শীতের সকাল মানে এই মিষ্টি রোদ্দুর, হালকা কুয়াশা ঘন সকাল, তার পাশাপাশি খেজুরের রস আর পিঠাপুলি, পায়েস। সবকিছু মিলিয়ে শীতকাল যেন সবার আরাম আয়েশের একটা প্রধান উৎস। এই নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া।
শীতের সকালের অনুভূতিগুলো সত্যিই অসাধারণ। আপনি আপনার কবিতার মাধ্যমে শীতের অনুভূতি গুলো সুন্দরভাবে প্রকাশ করেছেন। অসাধারণ লিখেছে কবিতাটি আমার।
https://x.com/mohamad786FA/status/1859309114347934164?t=hgA5vU9tQmdo52IwDKvb1A&s=19