❝মন ভালো করার জন্য বন্ধুরা মিলে ছুঁটে গেলাম যমুনা নদীর পাড়ে❞
এ পর্যায়ের যমুনা নদীতে অনেক পানি বৃদ্ধি পেয়েছে।যমুনা নদী পানিতে থৈথৈ করছে।চারদিকে শুধু পানি আর পানি।যমুনা নদীর এরকম ভয়ংকর দৃশ্য দেখতে আমার ভালই লাগে।কিন্তু আবার একটা বিষয় ভেবে খুবই খারাপ লাগে যে,নদীর পাড়ের মানুষেরা অনেক ভোগান্তির শিকার হয়।তারা তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলে।তাদের কষ্টের সীমা থাকেনা।এসব ভেবে আবার অনেক খারাপ লাগে।কিন্তু কি আর করার প্রকৃতির নিয়ম আমাদের মেনে নিতেই হবে।প্রকৃতি তাদের নিজ গতিতে ছুটবে এটাই স্বাভাবিক।তবে নদীতে থৈ থৈ পানিতে অন্যরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
আমি,শিমুল আর রুদ্র অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের মাঝে হাজির হলো আমাদের বাকি দুই বন্ধু জিহাদ এবং জাহিদ।আপনারা ছবিতে আমাকে সহ যে পাঁচজনকে দেখতে পাচ্ছেন আমরা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু।কোথাও বের হলে আমরা পাঁচজন একসাথেই বের হই।যাইহোক আমরা ভেবেছিলাম আজকে যমুনার পাড়ে তেমন মানুষ হবে না, কিন্তু গিয়ে দেখি এখানে তো শত শত মানুষ।আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে মানুষের ভিড় কেমন।এত মানুষের ভির দেখে আমাদের আর ভয় থাকলো না।আমরা আমাদের মত করে আড্ডা দিতে থাকলাম।
গতকাল যমুনার পাড় অন্যরকম সৌন্দর্যে সেজেছিল। নদীর পাড়ে নীল আকাশের সাথে সাদা মেঘের ভেলা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে।নদীর পাড়ে এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য দেখে আমার মনটা একদম আনন্দে ফেটে উঠল।সকল দুঃখ-বেদনা আমি ভুলে গেলাম এক মুহূর্তের জন্য।ঐশ্বরিক সৌন্দর্য অনুভব করতে থাকলাম।নদীর পাড়ে এত সুন্দর এই পরিবেশে আমার বন্ধুরা আমাকে বলল, আমাকে ভালো ভালো ছবি তুলে দে।আমি আমার বন্ধুদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। এরপর আমি আমার বন্ধুদের বললাম আমাকে একটা ভালো ছবি তুলে দে।কিন্তু তারা কেউ আমার মন মত আমাকে একটা ছবি তুলে দিতে পারল না।আমাকে অনেকগুলো ছবি তুলে দিছে কিন্তু একটাও মন মত হয়নি।আসলে বন্ধু-বান্ধবের মধ্যে ভালো ফটোগ্রাফার না থাকলে যে অবস্থা হয় আর কি।ভালো ছবি না তুলে দিতে পারায় আমি হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করে আমার এই ছবিটা তুলে ফেলেছিল।আর এটার ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটু ভালো হয়েছিল।কিন্তু দুঃখের বিষয় এখানে আমি ভালোভাবে পোস দিতে পারি নাই।
নদীর পাড়ে বসে থাকতে থাকতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল।আস্তে আস্তে আকাশ একদম লালচে আকার ধারণ করতে থাকলো।আকাশের এরকম লালচে দৃশ্য দেখতে আমি অনেক পছন্দ করি।আকাশের এরকম লালচে রঙ যেন বেদনার প্রতীক।কারণ আকাশ যখন এরকম লালচে আকার ধারণ করে তখন দুঃখে কষ্টের কথা বেশি বেশি মনে পড়ে যায়।লালচে আকাশ দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় আকাশ যখন লালচে হয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি এক নতুন রূপে সেজেছে। এই দৃশ্য দেখলে মনে এক ধরণের শান্তি আসে। জীবন যেন কিছুক্ষণের জন্য থেমে যায় এবং আমরা প্রকৃতির এই সুন্দর রূপে হারিয়ে যাই।
আকাশের লালচে রঙ আমাদের মনের গভীরে এক ধরণের রোমাঞ্চ জাগায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের মনে প্রেরণা জাগায় এবং আমাদের হৃদয়কে আনন্দে ভরে তোলে। আকাশের এই রঙ আমাদেরকে প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর নদীর পাড়ে আর দেরি না করে লালচে আকাশ দেখতে দেখতে আমরা সিরাজগঞ্জ শহরের বড় পুলে চলে আসি। বড় পুলের উপর আমরা পাঁচ বন্ধু কিছুক্ষণ সময় দাঁড়িয়ে ছিলাম।কারণ সেখান থেকে আকাশের এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে।যে সৌন্দর্য আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে।
গতকাল আমরা পাঁচ বন্ধু মিলে অনেক আড্ডা,মজা,ফাইজলামি করেছি।বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর থেকে মনটা একটু ভালো হয়েছিল।বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত আটটার দিকে আমরা যার যার বাসায় ফিরে যাই।এভাবে গতকাল বিকালে আমরা বন্ধুরা মিলে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করি।আসলে বন্ধুদের সাথে কাটানো সবগুলো মুহূর্তই অনেক সুন্দর হয়।বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো কখনো ভুলে থাকা যায় না।বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলোই জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত।আমাদের একে অপরের বন্ধু আছে বলেই পৃথিবীটা আজ এত সুন্দর।যাইহোক,গতকালকের যমুনা নদীর পাড়ে বন্ধুদের নিয়ে কাটানো মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত।আশা করি এই পোষ্টের মাধ্যমে আমার অনুভূতিগুলো পড়ে আপনাদের অনেক ভালো লেগেছে।
প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
Device:Samsung A33 (5G)
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | ❝মন ভালো করার জন্য বন্ধুরা মিলে ছুঁটে গেলাম যমুনা নদীর পাড়ে❞ |
ক্যমেরা মডেল | Samsung A33 (5G) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ একেবারে ভালো একটি কাজও করেছেন৷ আসলে আমাদের মন খারাপ হলে যদি আমরা কোথাও ঘুরতে যাই তখন তার থেকে ভালো বিষয় আর কিছুই হতে পারে না৷ আর নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা হলে তো আর কোন কথাই নেই৷ সেখানে গেলে মনে এমনিতে ভালো হয়ে যায়৷ আপনারা অনেক বন্ধু-বান্ধব মিলে গিয়েছেন দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷