স্বরচিত কবিতা:- "বই মেলা ২৫"

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

গতকাল রাতে বই মেলাতে গিয়েছিলাম। বইমেলাতে যাওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই, কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।।গতকাল ব্যস্ততার ভিড়ে একটু সময় বের করে বন্ধুকে সাথে নিয়ে গেলাম বইমেলায়।যাওয়ার সময় ঠিক করেছিলাম আজকে কোন বই কিনবো না।আজকে শুধু বইমেলা ঘুরে ঘুরে দেখব। বই কিনব অন্য কোনদিন অনেক বেশি সময় নিয়ে এসে।যা ভাবা, তাই কাজ।যেয়ে দেখি সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় মানুষ কানায় কানায় পরিপূর্ণ।শত শত লোকের ভিড়ে বইমেলার স্টলে স্টলে ঘুরে বেড়ালাম।পছন্দের বই গুলো একটু নেড়েচেড়ে দেখলাম।ঠিক করে গেলাম কি কি বই কিনব।সম্পূর্ণ মেলা একবার ঘুরলাম।বাসায় ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ফাঁকা জায়গায় একটু বসলাম।পরিবেশটা অনেক সুন্দর ছিল।

হুট করে এই কবিতা লেখার মনোভাব জাগ্রত হল।সাথে সাথে এই ফোনের নোটপ্যাড খুলে কবিতার লাইনগুলো লিপিবদ্ধ করতে থাকলাম।কবিতার নাম দিলাম "বই মেলা ২৫"।যে কবিতা এখন আপনাদের মাঝে শেয়ার করব।চলুন এবার কবিতাটি আপনাদের সাথে নিয়ে একবার পড়ে আসি।

1000051452.jpg

"বই মেলা ২৫"
মোঃ ফয়সাল আহমেদ

বইয়ের পাতায় গল্প লেখা, স্বপ্ন মাখা ছন্দ,
বই মেলা তাই তো সবার, প্রিয় এক আনন্দ।

ঢাকার প্রাণে জেগে ওঠে, একুশে বই মেলা,
জ্ঞান-গন্ধে ভাসিয়ে তোলে, পাঠকেরা মেলা।

বইয়ের মাঝে হারিয়ে যাওয়া, সুখের অন্য জগৎ,
একটি গল্প, একটি কবিতা, জীবনেরই রথ।

কোথাও দেখি ইতিহাসের বই, কোথাও কাব্যের ঢেউ,
নতুন লেখায় নতুন আশা, উজ্জ্বল সোনালী টেউ।

কথা কই বইয়ের সাথে, ছুঁয়ে দেখি যত,
প্রিয় লেখক পাশে পেলে, স্বপ্ন ছোঁয়ার মত।

কাগজের ঘ্রাণে মন ভরে, শব্দেরা দেয় ডাক,
একটি বইয়ে মিলবে জীবন, যত্ন করে রাখ।

বন্ধুদের সঙ্গে চলেছি আমি, স্টলে স্টলে ঘুরি,
নতুন বইয়ের পাতায় লেখা, স্বপ্ন গুলি ভরি।

বইমেলা শেষ হবে তবু, রবে স্মৃতির টান,
প্রতি বছর ফিরে আসবো, প্রাণের এই প্রাণ!

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 6 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

1000051601.jpg

 6 days ago 

এই কবিতাটি বই মেলার প্রতি এক গভীর ভালোবাসা এবং উন্মোচনের অনুভূতি প্রকাশ করে। আপনি বই মেলার জীবন্ত পরিবেশ, বইয়ের পাতায় জ্ঞানের দুনিয়া এবং প্রিয় লেখকদের সঙ্গে আলাপের আনন্দকে সুন্দরভাবে চিত্রিত করেছেন। কবিতার ছন্দে বইমেলার চমক এবং তার অনুপ্রেরণামূলক শক্তি স্পষ্ট হয়ে উঠেছে, যা আমাদের নতুন কিছু শিখতে ও অনুভব করতে উত্সাহিত করছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 6 days ago 

গত কালকে রাতে বইমেলাতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো ভাই। গত বছরে বেশ কয়েকজন বন্ধু আর বড় ভাই নিয়ে গিয়েছিলাম আমরা বেশ মজা হয়েছিল। অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন বইমেলা নিয়ে। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 6 days ago 

বাহ আপনি তো দেখছি খুব সুন্দর একটি কবিতা লিখলেন বইমেলা নিয়ে। বইমেলায় ঘুরঘুরির মজাই আলাদা। ঘুরে ঘুরে দেখলে বেশ সুন্দর সুন্দর লেখকের বই পাওয়া যায়। অনেক ধরনের বই মেলায় খুঁজে পাওয়া যায়। আপনি অনেক ঘোরাঘুরি করছিলেন। সেই সুন্দর মুহূর্তটি আপনি কবিতার মাধ্যমে লিখে প্রকাশ করলেন। কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে।

 5 days ago 

এবারের বইমেলায় এখনো যাওয়া হয়নি। তবে যাওয়ার ইচ্ছা আছে। আপনি বইমেলা নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। বইয়ের স্টল ঘুরে বিভিন্ন রকম বই এবং নতুন নতুন লেখকের বই দেখতে আসলেই ভালো লাগে। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে ভালো লাগলো। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।বই মেলা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে বইমেলা গেলে পছন্দের বই কিনা যায় এবং ভালো অভিজ্ঞতা হয়। আর বর্তমান সময়ে অনেক জায়গাতে বইমেলা হয়। বইমেলা নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ বইমেলা নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96469.68
ETH 2711.99
SBD 0.65