স্বরচিত কবিতা- "ভালোবাসার ছায়া"
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন।না,আমি ভালো নেই।মনের ভিতরে লুকিয়ে থাকা অদ্ভুত এক যন্ত্রণা আমাকে পোড়াচ্ছে।তাই আজকের দিনে আমার কিছু কথা কবিতার ভাষায় তুলে ধরব।
আবারও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি কবিতা।আজকে সকাল থেকে মনটা একটু খারাপ।আমরা মানুষ,আর মানুষের সবচেয়ে দুর্বল জিনিস তার স্মৃতি। ফেলে আসা স্মৃতিগুলো একটা মানুষকে সারা জীবন পোড়ায়।সেদিকে আর যাব না,আজকের পোষ্টের কথা বলা যাক।আমার মনের ভিতর লুকিয়ে থাকা কিছু কথা আমি কবিতার ভাষায় রূপ দিয়েছি। কবিতার নাম "ভালোবাসার ছায়া" । এই কবিতাটি ভালোবাসার অনুভূতি, তার যন্ত্রণা এবং ভালোবাসার সেই অদম্য আকর্ষণকে ঘিরে লেখা। ভালোবাসা আমাদের জীবনের এমন একটি অধ্যায়, যা কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো আমাদের গভীর প্রেরণা জোগায়।“ভালোবাসার ছায়া” কবিতায় আমি চেষ্টা করেছি ভালোবাসার এমন কিছু দিক তুলে ধরতে, যা আমাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যায়। এখানে বৃষ্টি ভেজা পথ, তারাভরা আকাশ, আর ভালোবাসার প্রতীক্ষার মতো জীবনের সাধারণ অথচ অনন্য মুহূর্তগুলো তুলে ধরেছি।আশা করছি কবিতাটি পড়ে আপনাদের হৃদয়ে এক অনন্য অনুভূতি জাগ্রত হবে।চলুন,আর কথা না বাড়িয়ে সরাসরি কবিতাটি একবার পড়ে আসি...
Made by Canva
"ভালোবাসার ছায়া"
মোঃ ফয়সাল আহমেদ
ভালোবাসার মাঝে
রয়েছে যন্ত্রণা,
তবুও হৃদয়ে জাগে
অদ্ভুত এক প্রেরণা।
ভালোবাসার মাঝে
রয়েছে বেদনা,
তবুও হৃদয়ে বাঁচে
চিরন্তন এক সাধনা।
তবুও আমরা ভালোবাসি,
আশায় বুক বাঁধি,
হৃদয়ের স্বপ্ন আঁকি,
পাওয়ার অপেক্ষায় থাকি।
বৃষ্টি ভেজা পথে হেঁটে
মনে জাগে সুখ,
ভালোবাসার নরম ছোঁয়া
মুছে দেয় সব দুখ।
তারার আলোয় রাতের ছায়া,
স্বপ্ন খুঁজে পায়,
ভালোবাসার পথ দেখিয়ে
জীবন সুরে বাঁধায়।
তবুও ভাঙে হৃদয় কখনো,
চোখে নামে জল,
তবুও আশার আলোয় বাঁচে
প্রাণের ছোট্ট দল।
ভালোবাসা ক্ষণিকের সুখ,
চিরন্তন যন্ত্রণা,
তবুও এর টানেই বেঁধেছি
জীবনের সুরের গাঁথা।
সুখে-দুখে, হাসি-কান্নায়,
ভালোবাসার গান,
তবুও আমরা বেঁধেছি
সেই অনুভবের প্রাণ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভালোবাসা যে খুব একটা সহজ কথা নয় তা জীবনে ভালোবাসার নানান অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। কখনো পাওয়া থাকে কখনো বিচ্ছেদ কখনো আনন্দ কখনো দুঃখ। এই সমস্ত অনুভূতি মিলেই আপনার আজকের এই কবিতাটি বেশ ভালো লাগলো পড়ে।
X-Promotion
আপনার আজকের কবিতাটি পড়ে এক মুহূর্তের মধ্যে আমার মন ভালো হয়ে গেল। কবিতা পড়লে আসলেই মন ভালো হয়ে যায়। কবিতা হচ্ছে মনে হয় প্রকাশের একমাত্র মাধ্যম বলে আমি মনে করি। এটার মাধ্যমে মনের ভাব ভালোভাবে প্রকাশ করা যায়। আজকে আপনার কবিতাটির ভাষার কথা আমার মনে এমন ভাবে গেঁথে গেছে যে আমি গভীরভাবে কবিতাটি অনুভব করছিলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা ভালোবাসার ছায়া শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মধ্যে অকৃত্রিম ভালোবাসা দারুন একটি অনুভূতি আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু ফেলে আসা স্মৃতি কখনোই ভোলা যায় না। এগুলো সারা জীবন মানুষকে কষ্ট দেয়। যাই হোক আপনার আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি লাইন বেশ চমৎকার করে উপস্থাপন করেছেন। যার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।
কথাটা একেবারে সত্য ভাই। ভালোবাসা মানে চিরন্তন যন্ত্রণা কে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হাহা। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। এতোকিছুর পরেও মানুষ ভালোবাসার পেছনেই ছুটে যায়।
বাহ আপনি ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসার ছায়া কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভালোবাসা এমন কখনো মানুষকে হাসায় আবার কখনো কাঁদায়। তবে সুন্দর অনুভূতি দিয়ে অসাধারণ কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার কবিতা যতই পড়ছি ততই ভালো লাগছে।