সিজন-৫ "১০ স্টিম পাওয়ার আপ"⚡

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহে মতো আমার শক্তি বৃদ্ধি করতে আবারও আজকে পাওয়ার আপ সিজন-৫ এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করলাম। স্টিমেট প্লাটফর্ম শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবি গুরুত্বপূর্ণ।তাই আমি শক্তি বৃদ্ধি জন্য আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ৩X ডলফিন হবো ইনশাআল্লাহ। তাই আজকে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ৩X ডলফিন হতে পারি।৩X ডলফিন জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি যে ভাবে পাওয়ার আপ পোস্ট করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম।


1000026714.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৫ তে আমার টার্গেট হলো ৩x ডলফিন হবো।সেই লক্ষ্য নিয়ে আমি পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ।


1000048720.jpg

  • পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।

1000048721.jpg

  • আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।

1000048722.jpg

  • তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।


পাওয়ার আপ এর পরিমাণ

পূর্বে এসপি ছিল১১,০৮০.৪২৩স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১১,০৯০.৪২৩ স্টিম


প্রতি সপ্তাহে মতো আজকে ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। নিজেকে শক্তিশালী করতে পাওয়ার আপ নিয়মিত ভাবে করে যাচ্ছি। তাই আজকে শক্তি বৃদ্ধি জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলাম । পাওয়ার আপ এর মাধ্যমে স্টিমেট প্লাটফর্ম নিজেকে টিকিয়ে রাখা সম্ভব। এভাবেই আমার শক্তি বৃদ্ধি করতে নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। পাওয়ার আপ এর মাধ্যমে আমি ৩x ডলফিন এর সপ্ন পূরণ করতে চেষ্টা করে যাচ্ছি । সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন এভাবেই আমার শক্তি বৃদ্ধি করে একদিন আমি ৩x ডলফিন হতে পারি।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 days ago 

ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বড় শক্তি অর্জন করা যায়। ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টার্গেট ডিসেম্বর সিজন পাঁচে আরো এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 days ago 
 3 days ago 

1000048727.jpg

 3 days ago 

বর্তমান এসপি ১১,০৮.৪২৩ স্টিম

ভাই এখানে একটু ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন। যাইহোক আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১১,০৯০+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি এই সিজনে আপনি ট্রিপল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 days ago 

নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকে আপনার পাওয়ার আপ পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল।

 3 days ago 

১০ স্টিম পাওয়ার আপ এর মধ্যে দিয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে গেলেন। এভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে। শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আজকে ১০ স্টিম পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনি ১১ হাজার ৯০ স্টিম পাওয়ার আপ করে ফেললেন। সেই সাথে আপনার ৩x ডলফিন হওয়ার লক্ষ্যে অনেকটা কাছাকাছি চলে গেলেন। শুভকামনা রইলো ভাই যেনো সঠিক সময়ের পূর্বেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন।

 2 days ago 

পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ মানে নিজের একাউন্ট কে আরও একধাপ এগিয়ে নেওয়া। এমন ধারাবাহিক পাওয়ার আপ কিন্তু প্রতিটি একাউন্ট কে বহুদূর পৌঁছে দেয়। ‍শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 102069.80
ETH 3250.60
SBD 3.99