Winrar সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড প্রটেক্টেড rar ফাইল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ- ৯ই, ভাদ্র | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে Winrar সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড প্রটেক্টেড rar ফাইল তৈরি করা যাই তা শেয়ার করব।



IMG_20220824_153827.jpg


আমরা মোটামুটি সকলেই স্টিমিটের প্রাইভেট কি সমূহ এবং পাসওয়ার্ড কিভাবে সুরক্ষিত ভাবে সংরক্ষন করা যাই এই বিষয় নিয়ে চিন্তায় পরি, আজ আমি এই বিষয়টা সমাধানের জন্য খুব সহজ একটি পদ্ধতি দেখাবো। এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই এবং নিরাপদ ভাবে আপনার স্টিমিটের প্রাইভেট কি সমূহ এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে winrar সফটওয়্যার এর মাধ্যমে পাসওয়ার্ড সম্বলিত Rar ফাইল তৈরি করবেন। এই Rar ফাইলটি আপনি গুগোল ড্রাইভ সহ আপনি যেকোন জায়গায় রাখতে পারবেন। এবং আপনার দেওয়া পাসওয়ার্ড ব্যতীত এই Rar ফাইলটি ওপেন করা প্রায় অসম্ভব। চলুন তাহলে শুরু করা যাক।

এটি করতে আমাদের কম্পিউটারে দুইটি সফটওয়্যার লাগবে। সেগুলো হলোঃ

  1. Winrar software
  2. Notepad

Winrar software টি এই লিংক থেকে আমরা ডাউনলোড করে নিব। এবং এটি অনন্য সফটওয়্যার মত স্বাভাবিক নিয়মেই কম্পিউটারে ইন্সটল করব । আর Notepad সফটওয়্যারটি আমাদের সবার কম্পিউটারে অটোমেটিক্যালি থাকে।

Screenshot_94.png

প্রথমে আমরা নোটপ্যাড সফটওয়্যারটি ওপেন করে । উপরের স্ক্রীনশটএর মত একটি ফরমেট সাজিয়ে steemit account name, private posting key, private active key, private owner key, private memo key, master password, trx private key গুলো টেক্সট আকারে লিখব ।


Screenshot_95.png

এরপর keyboard এর Ctrl+s চেপে টেক্সট ফাইল টিকে সেভ করে নিব। সেভ করার সময় যথাযথ ফাইল নেম এবং টেক্সট ফরম্যাটে ফাইলটি সেভ করবেন।

Screenshot_96.png

এরপর যেখানে নোটপ্যাডের ফাইলটি সেভ করেছেন। সেখানে গিয়ে ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে উপরের স্ক্রীনশটএর মত অপশন গুলো দেখতে পাবেন। ওখান থেকে Add To Archive এ ক্লিক করবেন।


Screenshot_97.png

এরপর সেট পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন। যেটা আমি উপরে স্ক্রিনশটে লাল বক্স করে চিহ্নিত করে দিয়েছি।


Screenshot_98.png

সেট পাসওয়ার্ড এ ক্লিক করলে পাসওয়ার্ড লেখার ঘর আসবে ওখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। তবে একটি বিষয় মনে রাখবেন আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি সহজে মনে রাখতে পারেন। কেননা এ পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে আপনি আপনার ফাইলে অ্যাক্সেস করতে পারবেন না। তারপর Encrypt file names এ টিক চিহ্ন দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন।


Screenshot_99.png

এরপর দেখবেন উপরে উল্লেখিত স্ক্রীনশটএর মত একটি Rar ফাইল আপনার কম্পিউটারের তৈরি হয়েছে। এই ফাইলটি মূলত আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইল। এখন যে কেউই ফাইলটিতে অ্যাক্সেস করতে কিংবা নোটপ্যাডের টেক্সট ফাইলটি পড়তে আপনার দেওয়া সে পাসওয়ার্ডটি লাগবে। পাসওয়ার্ড ব্যতীত কেউ ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবে না। এখন আপনি চাইলে আপনার এই Rarফাইল টিকে গুগোল ড্রাইভ কিংবা কোনো পেনড্রাইভে রাখতে পারেন।



Screenshot_100.png


Screenshot_101.png

rar ফাইলটি ওপেন করতে হলে উপরের উল্লেখিত স্ক্রীনশট এর মত পাসওয়ার্ড চাইবে এরপর পাসওয়ার্ড দিলে আপনি ফাইলটি ওপেন করতে পারবেন।

পরিশেষে সকলকে একটাই পরামর্শ দিব আপনার Steemit এর প্রাইভেট কি সমূহ খুবই গুরুত্ব সহকারে সুরক্ষিতভাবে সংরক্ষণ করবেন কারণ কেউ যদি আপনার প্রাইভেট কি কিংবা পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারে তাহলে পুরো স্টিমিট একাউন্টের নিয়ন্ত্রণ তার কাছে চলে যাবে, ধন্যবাদ সকলকে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বিষয়টি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দিয়েছেন, যা সবার উপকারে আসবে বলে মনে করি। আমিও এর ব্যবহার করব বলে আশা করি । কারন কী সিকিউরিটি রাখার একটি ভালো উপায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি টিউটোরিয়াল প্রকাশ করার জন্য ।

 2 years ago 

কম্পিউটার সম্পর্কিত একটি দারুন টিউটোরিয়াল দিয়েছেন ভাই। অনেকে উপকৃত হবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করলেন ভাই। আমার স্টিমিট এর পাসওয়ার্ড গুলো আমি আজকের মধ্যেই পাসওয়ার্ড সেট করে রাখবো। সত্যিই এই বিষয়টি থেকে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করি।

 2 years ago 

আপনি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অনুসারে আজকে আমি আমার সব পাসওয়ার্ড লক করে রাখবো । সফটওয়্যার টি শেয়ার করার সাথে সাথে অনেক সুন্দর ভাবে আমাদেরকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ভাইয়া।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

খুবই কাজের একটি টিউটোরিয়াল ভাই। এভাবে আমরা আমাদের সিকিউরিটি কি গুলো খুব ভালো সাবধানতার সাথে রাখতে পারবো।

 2 years ago 

এটা ঠিক,এ ক্ষেত্রে পাসওয়ার্ডটা মনে রাখতেই হবে।অনেকে আবার কঠিন পাসওয়ার্ড দিয়ে ভুলে যায়,আমার নিজের সাথেও আগে এমন হতো।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই তথ্যগুলোর মাধ্যমে সকলে অনেক উপকৃত হবে। সেই সাথে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ভাইয়া। আমিও চেষ্টা করবো আমার পাসওয়ার্ড গুলো এভাবে সংরক্ষণ করার। এতে ভবিষ্যতে পাসওয়ার্ড নিয়ে আর চিন্তা করতে হবে না।

 2 years ago 

Winrar সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড প্রটেক্টেড rar ফাইল তৈরি দেখে খুবই ভালো লাগলো। খুবই শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সকলেই অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ভাল একটি বিষয় বুঝিয়ে দিয়েছেন। কোন কিছু লুকিয়ে রাখতে ব্যবহার করা যেতে পারে। সাধারনত winrar ব্যবহার করা হয় কোন বড় ফাইল কে জিপ করে বা ছোট করে রাখার জন্য। তবে সেক্ষেত্রে পাসওর্য়াড প্রটেক্ট করে রাখা যায়। আর একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে। Notepad মানে Text file যেখানে কোন কিছু লেখা যায় সেটি কোন সফট্ওয়্যার নয় ওটার ফাইল ফরম্যাট হচ্ছে New Text Document.txt যেটার ফাইল ফরম্যাট হচ্ছে .txt । এটা উইন্ডোজ এর ডিফল্ট একটি ফিচার। সফট্ওয়্যারের ফাইল ফরম্যাট হচ্ছে .exe ও অন্যান্য হতে পারে। যাই হোক ভাল একটি বিষয় শেয়ার করেছেন ভাই । যারা কম্পিউটার ইউজার তাদের জন্য উপকার হবে। ধন্যবাদ।

 2 years ago 

নোটপ্যাড কে App বলা যায়।

 2 years ago 

দাদা আপনি সঠিক বলেছেন । এক্সিকিউটিভ ফাইল হিসেবে এটিকে একটি এপ্লিকেশন বলা যেতে পারে।কারন উইন্ডোজ ইন্সটলেশনের সাথে সাথে এটিও ইন্সটল হয়। কিন্তু এটিকে ডিলিট করা যায় ‍system 32 file থেকে কিন্তু আনইন্সটল করা যায় না আমার মনে হয়। যদিও আমার ধারনা কম , তবে আলোচনা তো করতেই পারি তাতে শেখাও হবে। তাই আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে যেহেতু এটি একটি .txt ফরম্যাট তাই এটিকে txt document হিসেবে আখ্যায়িত করাটাই শ্রেয়।কারন এটাকে আমরা যে কোন সময় ক্রিয়েট এবং ডিলিট করতে পারি। ধন্যবাদ দাদা।

 2 years ago 

ঠিক বলেছেন, txt document editor কে Uninstall করা যায় না 😁।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95300.27
ETH 3336.41
USDT 1.00
SBD 3.10