আমার বাংলা ব্লগের প্রথম মিমি টোকেন $puss

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আজ - ১০ই ভাদ্র |১৪৩১ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার বাংলা ব্লগের প্রথম ফান টোকেন সম্বন্ধে আলোচনা করব ।



1000043710.png

কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন, আমি বেশ ভালো আছি কারণে গত পরশুদিন আমার একটি অপরনীয় স্বপ্ন পূরণ হয়েছে । এতে আমার বাংলা ব্লগে যখন কাজ করা শুরু করি তখনই চিন্তা করেছিলাম আমার বাংলা ব্লগের একটি নিজস্ব কয়েন থাকবে । সেই স্বপ্ন কত পরশুদিন দাদা পূরণ করেছেন । আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠার তিন বছর পর এই প্রথমবারের মতো আমার বাংলা ব্লগের একটি নিজস্ব ফানটুকাল লঞ্চ হয়েছে । টোকেনটির নাম হচ্ছে
$PUSS টোকেন। যেটা আসলে ট্রন ব্লক চেইনেরর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ।

আরেকটি ব্যাপার হলো এটি সত্যি একটি ট্রু ডিসেন্টালাইজড টোকেন। অর্থাৎ এর কোনো মালিকানা নির্দিষ্ট নেই । আরে কয়েনের কোন ফ্রি টোকেন ও নেই , সবাই কে টোকেন অবশ্যই কিনে নিতে হয়েছে, আর এই টোকেন এর মাধ্যমে আমারা আমার বাংলা ব্লগ কে আরো ভালো একটি জায়গায় পৌঁছে দিতে পারব ।

এছাড়া আরো নতুন নতুন অনেক প্রজেক্ট চাইলে আমরা এ কয়েনটিকে ঘিরে করতে পারবো। এসব লেখা আছে আমার পরামর্শ থাকবে অন্ততপক্ষে খুব ক্ষুদ্র একটা অ্যামাউন্ট হলো আপনারা আমার বাংলা ব্লগ কে ভালোবেসে , এক ডলার তিন ডলার পাঁচ ডলার যে যতটুকু পারেন কিনার চেষ্টা করবেন।

তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা একটি crypto token তাই এটাকে অবশ্যই রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে মাথায় এনে সবকিছু করবেন ।

বেশি সিরিয়াস ভাবে নেওয়ার দরকার নাই তবে আপনার একটি আর্নিংস এর ক্ষুদ্র অংশ যদি , আমার বাংলা ব্লগ এ অবদান রাখতে চান তাহলে প্রতিদিন অল্প অল্প করে $PUSS token কে কিনতে পারেন ।

নিচে $PUSS কয়েনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো:

TRUE DECENTRALIZED MEME COIN
No Presale
No Team Allocation
Lower Gas

Blockchain : TRON
Coin type : TRC-20
Total Supply : 1000000000
Easy Trade
https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

Banner_PUSS2.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 months ago 

এটা আমাদের কমিউনিটির অনেক বড় একটি অর্জন। আর সবকিছু দাদার কারণেই সম্ভব হয়েছে। দাদার আসলেই কোনো তুলনা হয় না। আমাদের সবার উচিত যথাসম্ভব পুস কয়েন কিনে রাখা। কারণ পুস কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

আমার বাংলা ব্লগও দাদা জাষ্ট মজা করে আনন্দের জন্য ক্রিয়েট করেছিল। আজকে সেটা স্টিমিট বিশ্বে নাম্বার ওয়ান। এখন দাদা $puss টোকেন কেও মজা করে লঞ্চ করেছেন। আশা করা যায় এটাও সবাইকে অবাক করে দিবে। আমি অবশ্যই কেনার চেষ্টা করবো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.26
JST 0.042
BTC 95548.90
ETH 3565.05
SBD 3.52