গল্পের প্রথম দিকে পড়ে ভাবছিলাম ছেলেটি হয়তো একটি গল্প বলবে। কিন্তু পুরো গল্পটি পড়ে দেখছি একটু ভিন্ন রকম।
আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা বিভিন্ন কারণে পরিস্থিতির চাপে পড়ে তাদের সৃজনশীলতাকে হারিয়ে ফেলছে।
আসলে আমাদের অভিভাবকদের উচিত সন্তানদের প্রতিভা গুলোকে চিহ্নিত করে সেগুলো বিকশিত করা।
দাদার এই গল্পটি যেমন একটি বিনোদন তেমনি একটি শিক্ষার বড় অংশ বলে আমি মনে করি। ধন্যবাদ দাদা গল্পের মাধ্যমে এত সুন্দর একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য।
অতীতের তোমাকে তুমি ভুলো না, কাঁদো মন তুমি কাঁদো । যাবার সময় তো হয়েই এলো ।
কথাটার গভীরতা অনেক।
এটা কিন্তু কোনো গল্প নয় । আমারই ছোটবেলার স্মৃতিচারণা । ভালো করে মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন ওই কিশোরটি আমি নিজে ।