আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল সংগ্রহশালা। (Amar bangla blog Tutorial collection)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আমার বাংলা ব্লগ একটি ভাষা ভিত্তিক কমিউনিটি। এখানে শুধুমাত্র মাতৃভাষা বাংলায় লেখালেখি করা যায়। আমাদের কমিউনিটি তে প্রতিনিয়ত নতুন নতুন অনেক সদস্য আসতেছে। নতুন অনেক সদস্য স্টিমিট এ পোস্ট করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তাদের সাহায্য করার জন্য আমাদের কমিউনিটির অনেক পুরাতন ইউজার, যারা দীর্ঘদিন যাবত স্টিমিট এ কাজ করতেছেন এবং আমাদের কমিউনিটির সম্মানিত এডমিন ও মডারেটর গন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পোস্ট করেন। এছাড়াও আমাদের কমিউনিটি তে অনেক প্রোগ্রামার রয়েছেন যারা প্রোগ্রামিং বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট তৈরি করেন। তাদের সকলের কথা বিবেচনা করে আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরগণ সিদ্ধান্ত নিয়েছেন যে, আমরা একটি আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল সংগ্রহশালা তৈরি করব। যেখানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করা সকল টিউটোরিয়ালের সংক্ষিপ্ত বিবরণ এবং টিউটোরিয়াল লিংক দেওয়া থাকবে। যাতে সহজেই যেকোন সদস্য যেকোন টিউটরিয়াল খুঁজে পাই। প্রতিনিয়ত নতুন পোস্টের লিঙ্ক গুলো সংযুক্ত করার জন্য , এই পোস্টটি প্রতি সপ্তাহে একবার আপডেট করা হবে।


টিউটিউরিয়াল সংগ্রহশলা.png


টিউটোরিয়াল - ১ শিরোনাম

আপনার স্টিমিট পোস্টটিকে দৃষ্টিনন্দন করুন মার্কডাউন কোড ব্যবহার করে (Give your Steemit Post a wonderful look by using markdown code)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/give-your-steemit-post-a-wonderful-look-by-using-markdown-code

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে আপনি স্টিমিট এর মার্কডাউন কোড গুলোর সমন্ধে প্রাথমিক ধারণা পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার।

টিউটোরিয়াল - ২ শিরোনাম

স্টিমিট-এ আরো কিছু মার্কডাউন এর ব্যবহার -০২ (Using Markdown Codes to make nice looking post in Steemit-Part02)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/using-markdown-codes-to-make-nice-looking-post-in-steemit-part02

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে আপনি স্টিমিট এর অ্যাডভান্স মার্কডাউন কোড গুলোর সমন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার।

টিউটোরিয়াল - ৩ শিরোনাম

w3w এর কোড কিভাবে ব্যবহার করবেন (How to use what3words Code)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/w3w-how-to-use-what3words-code

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফটোগ্রাফি পোস্টে w3w লিংক ব্যবহার করবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @hafizullah কমিউনিটির এডমিন।

টিউটোরিয়াল - ৪ শিরোনাম

এসবিডিকে কিভাবে স্টিম এ রূপান্তরিত করবেন (How to convert SBD to Steem)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/how-to-convert-sbd-to-steem-or-or-amarbanglablog-tutorial

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে আপনি কিভাবে এসবিডিকে স্টিম এ রূপান্তরিত করবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @hafizullah কমিউনিটির এডমিন।

টিউটোরিয়াল - ৫ শিরোনাম

কিভাবে স্টিম পাওয়ার বৃদ্ধি করবেন (How to Power Up)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/how-to-power-up-or-or-amarbanglablog-tutorial

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি স্টিম কে খুব সহজে স্টিম পাওয়ারে রুপান্তর করবেন তা সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @hafizullah কমিউনিটির এডমিন।

টিউটোরিয়াল - ৬ শিরোনাম

স্টিমিটে ট্রন ওয়ালেট যোগ করা থেকে এক্সচেঞ্জ করা অব্দি সব খুঁটিনাটি (A tutorial on Tron integration & exchange in your Steemit Wallet)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/a-tutorial-on-tron-integration-and-exchange-in-your-steemit-wallet

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে স্টিমিটে ট্রন ওয়ালেট যোগ করা যাই এবং ট্রন কিভাবে এক্সচেঞ্জ করা যাই তা জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার ।

টিউটোরিয়াল - ৭ শিরোনাম

কিভাবে ট্রন স্টেকিং করবেন ? (How to stake tron to earn rewards)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/how-to-stake-tron-to-earn-rewards

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনার আলস পরে থাকা ট্রন স্টেকিং করা যাই তা জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার ।

টিউটোরিয়াল - ৮ শিরোনাম

খুব সহজে স্টিম পাওয়ার ডেলিগেশন এর একটি উইজেট তৈরী করুন (Develop a simple steem power delegation widget in php & html)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/develop-a-simple-steem-power-delegation-widget-in-php-and-html

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে স্টিম পাওয়ার ডেলিগেশন এর একটি উইজেট তৈরী শুধুমাত্র html এবং php প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেটি সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার ।

টিউটোরিয়াল - ৯ শিরোনাম

খুব সহজে বাংলা লিখি।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@moh.arif/zmxuf

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি কম্পিউটারে খুব সহজে বাংলা লিখবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @moh.arif কমিউনিটির এডমিন ।

টিউটোরিয়াল - ১০ শিরোনাম

Tip.cc - ডিপোজিট-টিপ্স -উইথড্র।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rex-sumon/tip-cc

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আমরা আমাদের discord group এ কমিউনিটির মেম্বারদের কে টিপ দেওয়ার ক্ষেত্রে Tip.cc ব্যবহার করি। সেই Tip.cc থেকে আপনি কিভাবে আপনার কয়েন উইথড্র করবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @rex-sumon কমিউনিটির এডমিন ।

টিউটোরিয়াল - ১১ শিরোনাম

যেভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@sagor1233/5vjqi

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টির মাধ্যমে আপনি কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া ও এই পোস্টে ইমেজ ডাউনলোডের বিভিন্ন ফ্রি ওয়েব সাইটগুলোর লিংক দেওয়া আছে।

টিউটোরিয়ালটি লিখেছেন @sagor1233 কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ১২ শিরোনাম

কিভাবে ডেলিগেশনের পরিমান বৃদ্ধি করবেন (How to Increase the Amount of Delegation)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/how-to-increase-the-amount-of-delegation-or-or-amarbanglablog-tutorial

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আমরা অনেকেই আবগত নয় কিভাবে steem Power delegation দিতে হয়, বৃদ্ধি করতে হয়, কিংবা delegation কমাতে হয়। এই পোস্টের মাধ্যমে steem power delegation এর সমন্ধে বিস্তারিত জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @hafizullah কমিউনিটির এডমিন ।

টিউটোরিয়াল - ১৩ শিরোনাম

স্টিম থেকে সরাসরি বিকাশে টাকা নেওয়ার পদ্ধতি।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@sagor1233/or-or

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে steem থেকে সরাসরি বিকাশে টাকা উত্তোলন করা যায়। তবে এটা অবশ্যই আপনার নিজ দায়িত্বে করবেন কোন ধরনের প্রতারণার শিকার হলে আমার বাংলা ব্লগ কমিউনিটি দায়ী নয়। কারণ এটি একটি থার্ডপার্টি ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকে টাকা উত্তোলন করতে সফল হয়েছেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @sagor1233 কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ১৪ শিরোনাম

স্টিমিট প্লাটফর্মে সফলতার মূল চাবিকাঠি || How to Success At Steemit Platform

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@alsarzilsiam/or-or-how-to-success-at-steemit-platform

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আপনি স্টিমিট প্লাটফর্মে ব্লগিংয়ের মাধ্যমে কিভাবে সফল হতে পারবেন সে সম্বন্ধে এই পোস্টে বিস্তারিত বর্ননা দেওয়া আছে। স্টিমিট প্লাটফর্মে সফলতা অর্জনের জন্য প্রধানত যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলোঃ ভালো কনটেন্ট, সুন্দর ভাবে উপস্থাপনা করা, অন্যের ব্লগ পড়া এবং কমেন্ট করা, ধৈর্য ও আত্মবিশ্বাস রাখা, কমিউনিটির নিয়মকানুন মেনে চলা, নিজের সক্ষমতা তৈরি করা। এই বিষয়গুলি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আপনি এই পোস্টটিতে পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @alsarzilsiam কমিউনিটির মডারেটর ।

টিউটোরিয়াল - ১৫ শিরোনাম

বেনিফিশিয়ারি যোগ করবেন কিভাবে || How to Add Beneficiary

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-how-to-add-beneficiary-or-or-amarbanglablog-tutorial

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আমরা অনেকেই আবগত নয় কিভাবে steemit এর পোস্ট এ বেনিফিশিয়ারি যোগ করতে হয়। এই পোস্টের মাধ্যমে পোস্টে কিভাবে পোস্ট এ বেনিফিশিয়ারি যোগ করতে হয় তা সমন্ধে বিস্তারিত জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @hafizullah কমিউনিটির এডমিন ।।

টিউটোরিয়াল - ১৬ শিরোনাম

আমাদের ইউজার নেম এর পাশের সংখ্যা অর্থাৎ রেপুটেশন (Reputaion) এর বিস্তারিত খুটিনাটি।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/reputaion

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আমরা যারা স্টিম ব্লকচেইনে কাজ করি এখানে স্টিমিট (steemit.com)এ আমাদের নামের পাশে যে সংখ্যাটি লিখা থাকে সেটি হচ্ছে রেপুটেশন (Reputaion)। এই রেপুটেশন কি, রেপুটেশন কিভাবে বাড়ে, কিভাবে কমে, কিভাবে রেপুটেশন হিসাব করতে হয়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, রেপুটেশন এর মান এর অর্থ, আপনি কিভাবে আপনার রেপুটেশন বাড়াতে পারবেন, এবং সর্বোপরি রেপুটেশন এর গুরুত্ব নিয়ে বিস্তারিত জানার জন্য এই পোস্ট টি পড়ুন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ১৭ শিরোনাম

কমেন্ট স্প্যামিং (Comment Spamming) || কি, কেন, প্রতিকার ও করনীয়।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-comment-spamming-or-or-10-beneficiary-shy-fox

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টির মাধ্যমে আপনি কমেন্ট স্পামিং কি কমেন্ট স্প্যামিংয়ের ফলে আপনার কি কি সমস্যা হতে পারে তার সমন্ধে বিস্তারিত বর্ণনা পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ১৮ শিরোনাম

কিউরেশন ট্রেইল (Curation Trail) || কি, কেন, সুবিধা, অসুবিধা, কিভাবে করা যায়।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-trail-or-or-10-beneficiary-shy-fox-or-10-beneficiary-shy-fox

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্টির মাধ্যমে আপনি কিউরেশন ট্রেইল কি, কেন, সুবিধা, অসুবিধা, কিভাবে করা যায় তা সমন্ধে বিস্তারিত বর্ণনা পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ১৯ শিরোনাম

ফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও কিভাবে করবেন।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-fanbase-automation-in-steem-10-ben-shy-fox

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্ট এর মাধ্যমে আপনি ফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ২০ শিরোনাম

ভোটিং পাওয়ারের আদ্যোপান্ত (All about Voting Power)

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-all-about-voting-power-shy-fox

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

অনেক নতুন ইউজার প্রথমে Steemit এ কাজ করতে এসে ভোটিং পাওয়ার সম্পর্কে তেমন ধারণা না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হন।এই পোস্ট এর মাধ্যমে আপনি steemit এর ভোটিং পাওয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ২১ শিরোনাম

রিসোর্স ক্রেডিট (Resource Credit) আদ্যোপান্ত।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-resource-credit-10-beneficiary-to-shy-fox

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই পোস্ট এর মাধ্যমে আপনি steemit এর রিসোর্স ক্রেডিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @engrsayful কমিউনিটির মেম্বার।

টিউটোরিয়াল - ২২ শিরোনাম

মুভি অথবা নাটক রিভিউ সম্বন্ধে কিছু গাইডলাইন।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@moh.arif/6zd9vh

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

আমরা অনেকে steemit এ মুভি অথবা নাটক রিভিউ দিতে পছন্দ করি। আপনি এই পোস্ট এর মাধ্যমে কিভাবে মুভি আথবা নাটক রিভিউ পোস্ট কিভাবে দিবেন এর সম্পর্কে একটি গাইড লাইন পাবেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @moh.arif কমিউনিটির এডমিন ।।

টিউটোরিয়াল - ২৩ শিরোনাম

স্টিমিটে সহজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/2zmn1q

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

বর্তমানে স্টিমিটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটা ঝামেলাযুক্ত প্রসেস । প্রথমে আপনাকে আপনার ইমেইল এড্রেস ভেরিফাই করতে হবে তারপরে মোবাইল ফোন ভেরিফিকেশন থ্রু sms অথেনটিকেশন । এই প্রক্রিয়ায় যদিও ইমেইল ভেরিফিকেশন অপেক্ষাকৃত সহজ একটা প্রসেস কিন্তু মোবাইল ফোন ভেরিফিকেশনটা খুবই ঝামেলার । প্রায়শই আমাদের উপমহাদেশের মোবাইল ফোন ক্যারিয়ার প্রব্লেমের কারণে OTP কোডটা আসে না; আর যদি আসেও তো এত ডিলে করে আসে যে ওটা দিয়ে আর কোনো কাজ হয় না । এছাড়াও ভারতে Distributed Ledger Technology (DLT) এর ইস্যুর কারণে এই ধরণের অটোমেটেড sms প্রায়শই স্প্যাম হিসাবে ব্লকড হয়ে যায় । ফলশ্রতিতে, সিম বার বার চেঞ্জ করেও অনেকেই স্টিমিটে নিউ একাউন্ট রেজিস্ট্রেশনে ব্যর্থ হন । এই সব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে একটা উদ্যোগ নেয়া হয়েছে যাতে নতুন ইউজাররা খুব সহজেই স্টিমিটে একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন ।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার ।

টিউটোরিয়াল - ২৪ শিরোনাম

কেন টিকিট ক্রিয়েট করবেন? কিভাবে টিকিট ক্রিয়েট করবেন? সাপোর্ট টিকিট কিভাবে কাজ করে?

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rex-sumon/gwuwz

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

সাধারণভাবে যখন কোন ইউজারের কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কিছু জানার প্রয়োজন হয় তখন সেই ইউজার সরাসরি কমিউনিটির এডমিন অথবা মডারেটরদের পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন। এ মেসেজ গুলোর মধ্যে ৮০ পার্সেন্ট ই থাকে অপ্রয়োজনীয় মেসেজ। এর ফলে কার মেসেজটি বেশি গুরুত্বপূর্ণ এটি বুঝতেই কষ্টকর হয়ে যায়। এই সমস্যাটির সমাধান হিসেবে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন @rme দাদা একটি সমাধান বের করেছেন। আর সেটি হলো সাপোর্ট টিকেটের মাধ্যমে স্টিমেট এবং ডিসকর্ড বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান করা।
কোন সাধারণ ইউজার যখন এডমিন বা মডারেটরদের ডাইরেক্ট ইনবক্সে মেসেজ দেয় তখন সেই মেসেজের রিপ্লাই দিতে অনেক সময় বিলম্ব হয়। কারণ সবাই সব সময় অ্যাভেলেবল থাকে না। কিন্তু নতুন এই সিস্টেমে আপনি দিনে রাতে ২৪ ঘন্টার যেকোন সময়ে সাপোর্ট টিকিট কেটে রেসপন্স পেতে পারেন। আমাদের মধ্যে যে এডমিন/মডারেটর অ্যাভেলেবল থাকবে সেই আপনাকে সাহায্য করবে।

টিউটোরিয়ালটি লিখেছেন @rex-sumon কমিউনিটির এডমিন ।

টিউটোরিয়াল - ২৫ শিরোনাম

নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !!

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@ayrinbd/5pv8cu

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

যারা নতুন অবস্থায় কারো রেফার হয়ে আমার বাংলা ব্লগে যুক্ত হয় তখন তাদের বেশ কিছু কাজ থাকে। যেমন প্রথম অবস্থাতেই নিয়ম মেনে ইন্ট্রো পোস্ট করতে হয় এরপর গাইডলাইন পাওয়ার পর ডিসকোর্ডে যুক্ত হতে হয়। ডিসকর্ডে যুক্ত হওয়ার পর প্রথমেই তাদের লিংক আপ করতে হয় আর এই কাজটা অনেকের কাছে বেশ কঠিন একটি কাজ বলে মনে হয়। আসলে প্রতিটি বিষয় খুব সহজ থাকে তবে যদি সেটা জানা থাকে। আর অজানা থাকলে এই সহজ কাজটিও অনেকের কাছে বেশ কঠিন বলে মনে হয়ে থাকে।
আজকে এই কঠিন বিষয়টিকে আরো সহজ ভাবে বুঝানোর জন্য স্ক্রিনশট দেখিয়ে এই পোস্টটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। যাতে করে খুব সহজেই এই পোস্ট দেখে স্টিমিট লিংক আপ করে নিতে পারেন।

টিউটোরিয়ালটি লিখেছেন @ayrinbd কমিউনিটির মডারেটর।

টিউটোরিয়াল - ২৬ শিরোনাম

অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট' এর মাধ্যমে ফান্ড উইথড্র করবেন কিভাবে ?( How to withdraw funds through 'Advanced cash wallet'?

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@winkles/how-to-withdraw-funds-through-advanced-cash-wallet

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর ফান্ড কিভাবে উইথড্র করবেন এ বিষয়ে সম্পূর্ণ বর্ণনা পাবেন এই পোস্টে, এছাড়াও অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর সিকিউরিটি কিভাবে নিশ্চিত করবেন সে সম্বন্ধে ও ভালো ধারণা পাবেন এই পোস্টে।

টিউটোরিয়ালটি লিখেছেন @winkles কমিউনিটির এডমিন।

টিউটোরিয়াল - ২৭ শিরোনাম

UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্টে কি ভাবে স্টিম ডেলিগেট করে উইকলি ক্রিপ্টো টোকেন আর্ন করবেন।

টিউটরিয়াল লিংকঃ

https://steemit.com/hive-129948/@rme/upvu-auto-dca

টিউটরিয়াল পোস্টটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

এই টিউটোরিয়ালে UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্টে কিভাবে স্টিম ডেলিগেট করে উইকলি ক্রিপ্টো টোকেন আর্ন করবেন সেই বিষয়ে বিস্তারিত বর্ণ্না দেওয়া আছে, সংক্ষেপে বলতে গেলে UPVU -র Auto-DCA প্রজেক্ট হলঃ

এটি একটা অটোমোটেড স্টিম ডেলিগেশন প্রজেক্ট যেখানে আপনি আপনার স্টিম পাওয়ার ডেলিগেট করে ইথেরিয়াম ব্লকচেইনের মাধ্যমে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন । এটা একদমই একটা ১০০% প্রিন্সিপাল রিস্ক ফ্রী ইনভেস্টমেন্ট অপশন । কারণ, এখানে আপনি upvu-কে লিকুইড কোনো steem দিচ্ছেন না, শুধুমাত্র পাওয়ার ডেলিগেট করছেন । তাই আপনার ইনভেস্টেড steem এর কোনো রিস্ক নেই । তবে, স্টিমের দাম ওঠা নামার জন্য আপনার প্রিন্সিপাল ওঠা নামা করবে । কিন্তু, আপনার ইনভেস্টেড এমাউন্ট স্টিম সেম থাকবে ।
upvu শুধু আপনার ডেলিগেটেড পাওয়ারকে কাজে লাগিয়ে প্রত্যেক সপ্তাহে অথর ও কিউরেশন রিওয়ার্ড যেটা পাওয়া যাবে সেটাকে আপনার কাঙ্খিত ক্রিপ্টো টোকেনে আপনাকে প্রদান করবে । তাই এই সম্পূর্ণ রিস্ক ফ্রি অটোমোটেড ইনভেস্টমেন্ট সিস্টেমটি কাজে লাগিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন ।

টিউটোরিয়ালটি লিখেছেন @rme কমিউনিটির ফাউন্ডার ।

পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে - ২৮ ই ফেব্রুয়ারি , ২০২৩ ইং
Sort:  
 3 years ago (edited)

সব টিউটোরিয়াল একটি পোস্টে বেশ ভালো একটি উদ্যোগ। ধন্যবাদ |

 3 years ago 

দয়া করে আপনি বাংলায় কমেন্ট করুন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আমি গ্রুপে নতুন হিসেবে অনেক কিছু শিখতে পারলাম এই টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

সব গুলো টিউটোরিয়াল একসাথে পেলাম। এটা আমার জন্য ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া 😇

অনেক সুন্দর একটা পোষ্ট। আশা করি এখন এখান থেকে যে কোনো ধরনের টিউটোরিয়াল সবাই খুব সহজেই খুজে পাবে।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ,
আশা করি আপনিও টিউটোরিয়াল পোস্ট লিখবেন নতুনদের সাহায্য করার জন্য।

জি ভাইয়া চেষ্টটা করব।

 3 years ago 

এটি সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। আমার মনে হয় না এর আগে এরকম কোনো উদ্যোগ অন্য কোন কমিউনিটি নিয়েছে, শুভকামনা এই কমিউনিটি জন্য।

 3 years ago 

অন্য কমিউনিটির মধ্যে আমরা স্টিম শ্রীলঙ্কাকে দেখেছিলাম তবে ওটি ইংরেজি ভাষায় ছিল আমাদের এটা সম্পুর্ন বাংলা ভাষায়। যা আমাদের ইউজারদের বুঝতে সুবিধা হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

একটা ব্লগে সব টিউটোরিয়াল। বেশ ভালো একটি উদ্যোগ।

 3 years ago 

জী ভাই, এতে করে সহজে যে কেউ যেকোনো টিউটরিয়াল খুঁজে পাবে।

 3 years ago 

চমৎকারভাবে উপস্থাপন করেছেন ভাই

 3 years ago 

ধন্যবাদ, আপনার মতামতের জন্য।

 3 years ago 

অনেকগুলো টিউটোরিয়াল একসাথে পেলাম আমরা, এইটা ভালো হইছে সকলের জন্য।

 3 years ago 

সামনে আরো অনেকগুলো পাবেন, সময়ের অভাবে এখানে অনেকগুলো দেওয়া হয় নাই।

 3 years ago 

চমৎকার ভাই, বেশ ভালো হয়েছে। সবার জন্য বিষয়টি এখন অনেক সহজ হয়ে যাবে এবং এক জায়গায় সব কিছু পাবে এখন। ধন্যবাদ

 3 years ago 

জী ভাই সে জন্যই তো পোস্ট টা করা আশা রাখি ১৫০ টি টিউটোরিয়াল লিংক এই পোস্টে আমরা সংযুক্ত করতে পারব।

 3 years ago 

এটি খুবই ভালো উদ্যোগ।ছড়ানো ছিটানো এইসব গুরুত্বপূর্ণ পোস্ট সবাই একজায়গায় সহজেই পেয়ে যাবে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাকে ও, ধন্যবাদ। আপনার মতামতের জন্য।

 3 years ago 

সবকিছু গুছিয়ে এক সঙ্গে ।বেশ ভালোই হয়েছে ।শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই, সবগুলো টিউটোরিয়াল এক পোষ্টে থাকলে খুঁজতে সুবিধা হয়।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.27
JST 0.040
BTC 96948.35
ETH 3468.05
SBD 1.56