২ মিনিটে খুব সহজেই আমের জুস তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৬ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে ২ মিনিটে খুব সহজেই আমের জুস তৈরি করা যাই তা দেখাব।




IMG_20210630_110840.jpg
ছবিঃ পাকা আমের জুস।
খন বর্ষাকাল। চারিদিকের পাকা আমের ছড়াছড়ি। ফলের দোকানের ঢুকলেই শুধু চারিদিকে আম আর আম।আমের এই ভরা মৌসুমে আমরা আমের জুস কে না পছন্দ করি। কিভাবে সহজে আমের জুস তৈরি করবেন তা নিচে দেওয়া হলঃ

উপকরণঃ

  • পাকা আম- ২ টি।
  • চিনি - ৩ টেবিল চামচ।
  • লবণ পরিমাণমতো।
  • দুধ ১ কাপ।
  • বরফ ছোট ছোট ৪ পিছ।

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপঃ

IMG_20210630_104630.jpg

IMG_20210630_104935.jpg

পাকা আম দুটিকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিব।

দ্বিতীয় ধাপঃ

IMG_20210630_104725.jpg

IMG_20210630_104606.jpg

IMG_20210630_105349.jpg

IMG_20210630_105419.jpg

ব্লেন্ডারে একে একে সব উপকরণ অর্থাৎ কুচি করা আম, চিনি, লবণ,দুধ এবং বরফকুচি ঢেলে দিব। এরপর দুই মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিব।

তৃতীয় ধাপঃ

IMG_20210630_110542.jpg

IMG_20210630_110214.jpg

IMG_20210630_110049.jpg

ব্লেন্ড করা জুস গুলোকে কুঁচি আম দিয়ে ডেকোরেট করে নিব।

আপনারা সবাই বাড়িতে এটি বানানোর চেষ্টা করবেন।

সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।


Sort:  

ভাই অনেক ভালো রেসেপি করেছেন

 3 years ago 

ধন্যবাদ ভাই।

অনেক সহজে রেসিপিটি তৈরি করা যায় ভাইয়া। ভালো লাগলো দেখে।

 3 years ago 

আমের জুস। আহা দেখেই খেতে মন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর বানিয়েছেন।

 3 years ago 

গরমের সময় আমের জুস খুব ভাল। রেসিপিটি ভাল হয়েছে।

 3 years ago 

দারুন রেসিপি 👨‍🍳
ইনশাআল্লাহ আমিও তৈরি করবো।

 3 years ago 

আপনার পদ্ধতি ব্যবহার করে আগামিকাল জুস করবো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিলেন তো লোভ লাগিয়ে, কাল আমিও তৈরী করবো।

 3 years ago 

বানায়েন, খুব মজা খেতে।

 3 years ago 

পদ্ধতিটি অনেক সুন্দর। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05