পিঠা তৈরির আমেজ।
আজ- ১৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
শীতকালের কথাটি সবার আগে মাথায় আসলে মনে পড়ে পিঠাপুলির কথা । অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা রয়েছে। সে সকল পিঠাগুলোর সাথে হয়তো অন্য অঞ্চলের মানুষরা পরিচিত নাও হতে পারে। আবার একই পিঠা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। যার কারণে অনেক সময় পিঠাগুলো অপরিচিত মনে হয় । গ্রামাঞ্চলের দিকে পিঠা বানানোর একটা আমেজ থাকলেও শহরাঞ্চলের দিকে এসব জিনিস গুলো খুব একটা দেখা যায় না। আমাদের নানু দাদুরা যেভাবে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে রাখতেন এই সকল পিঠাগুলো এখন যেন আর খাওয়াই হয়না।
আমাদের অঞ্চলের বেশ পরিচিত এবং আমার খুব পছন্দের একটি পিঠা হচ্ছে খিলি পিঠা বা পান খিলি পিঠা। দারুন সুস্বাদু এবং আকর্ষণীয় দেখতে পিঠাটি। বেশ কয়েকদিন ধরে আম্মুকে বলছিলাম পিঠাটি তৈরি করার জন্য। তবে পিঠে তৈরি করতে সবথেকে বড় সমস্যা হচ্ছে পাতা জোগাড় করা।
যেটা খুবই কঠিন কাজ শহর অঞ্চলে মানুষদের জন্য। তাছাড়া খড় জোগাড় করা অনেকটা দুষ্কর। এ পিঠা তৈরির জন্য সব থেকে মেন উপকরণ হচ্ছে রস। যদিও শহরের অঞ্চলের রস পাওয়া যায় তবে খাঁটি রস পাওয়াটা খুব একটা সহজ নয়।
তবে সবকিছু অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়েছি। আমার নানু এই পিঠাটি অনেক মজা করে বানাতেন। যদিও তিনি বেছে নেই তবে তার হাতের সে মজার মজার খাবার গুলো কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে। যাইহোক, এই মজাদার পিঠা রেসিপিটার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা এর পুরো পিঠা তৈরি রেসিপি টা আমার জানা নেই। আর তাছাড়া এটি তৈরি করতে অনেকটা ঝামেলার এবং সময় সাপেক্ষ। আপনারা কেউ যদি এই পিঠা তৈরি করে থাকেন কিন্তু খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এবং আপনাদের অঞ্চলের এই পিঠাটিকে কি নামে ডাকা হয় তা জানাবেন কিন্তু। পিঠা রেসিপি না করলেও পিঠা তৈরির সময় কিছু ছবি আপনার সাথে শেয়ার করছি
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে শীতকালে পিঠা না খেলে হয় না। এবারের শীতকালে বেশ কয়েক ধরনের পিঠা খাওয়া হয়েছে আমার। তবে খিলি পিঠা বা পান খিলি পিঠা কখনো খাওয়া হয়নি। এই পিঠার রেসিপি শেয়ার করতে না পারলেও, পিঠা তৈরি করার ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতকালকে অন্য সব ঋতু থেকে আলাদা করা যায় এই পিঠাপুলির জন্যই। শীতকালটা পিঠার জন্য বেশি পরিচিত। আপনার উপস্থাপন করা পিঠা টা আমি প্রথম দেখলাম। এটা তৈরি করার প্রসেস টাও বেশ চমৎকার। ধন্যবাদ আপনাকে।।