হঠাৎ প্রয়োজন।
আজ - ২৩ ই শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যাইহোক ওইসব কথা বাদ দিয়ে এবার আমার আজকের আলোচনায় ফিরে আসি। আজ আমাদের সাথে একটি ডেইলি লাইফ এর ঘটনা শেয়ার করতে চলে এসেছি। ঘটনাটি কয়েকদিন আগের।
আপনারা জানেন দেশে বর্তমানে বিদ্যুতের ব্যাপক সংকট চলছে। আর এই সংকট মোকাবেলায় সরকার এলাকা ভিত্তিক কিছু সময় পরপর বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেছে। আর আমাদের এলাকায় ও ঠিক একইভাবে কিছু সময় পর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। তবে আমি বলবো অন্যান্য এলাকার তুলনায় আমাদের এই এলাকায় খুব কমই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।
বর্তমানে যে হারে গরম পড়েছে সে হারে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাটা অনেক কষ্টকর হয়ে পড়ছে সকলের জন্য। আর অথচ মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত্ বিভ্রাটে পড়ছে।
যাই হোক, প্রচণ্ড তাপদাহে এক অপ্রীতিকর ঘটনা ঘটলো ঐদিন ঠিক দুপুর বেলাই। হঠাৎ বিদ্যুতের ভোল্টেজ বেড়ে যাওয়ায় কারণে রুমের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে এক মুহূর্তের জন্য টিকে যাচ্ছিল না রুমে। যাইহোক ওই দিন অসহ্য গরমের মধ্যে রাতটা কোনো মত কাটিয়ে পরের দিন চলে যাই ফ্যান কিনতে।
আমাদের এখানে আশেপাশে বেশ অনেকগুলো ফ্যানের দোকান রয়েছে। তবে আমি ঐ সকল দোকানগুলো থেকে ফ্যান না কিনে একটু দূর গিয়েছি ফ্যান কিনতে যাতে দামে কিছুটা সাশ্রয়ী হয়। যাইহোক ফ্যান কিনতে চলে যাই, আমাদের এখানে সব থেকে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। ওখান থেকে অনেকগুলো ফ্যানের মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী দর কষাকষি করে পছন্দের ফ্যানটি কিনে আনি।
এবার ফ্যান ফিটিংস এর পালা। বাসার বেশিরভাগ কাজগুলো মেয়েরা করলেও এসকল ইলেকট্রনিক্স কিংবা ফিটিংস এর কাজ গুলো সাধারণত ছেলেরাই করে থাকে। আর তাই আমাদের বাসায় টুকটাক এই সব কাজগুলো আমাকেই করতে হয় । ফ্যান ফিটিংস এর ক্ষেত্রে শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। কেননা এই ফ্যানগুলো কিছুটা অন্য ধরনের। যাই হোক, পরবর্তীতে ঠিকঠাকভাবে ফিটিংস সম্পন্ন করলাম। তবে একটি জিনিস কি, ভালোভাবে ফ্যান ফিটিংস এর ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া উচিত। কেননা ফ্যান যদি সঠিকভাবে ফিটিংস করা না হয় তাহলে যে কোন সময় যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটতে পারে।
অবশেষে নতুন ফ্যান লাগিয়ে একটু শান্তি ফিরে পেয়েছি। তো আজ এ পর্যন্তই। সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে আমার আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি । সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হবো। আল্লাহাফেজ ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আজ ডেইলি লাইফের অণুচ্ছেদটি পড়ে ভালো ই লাগলো । গরমে কিভাবে ফ্যান ছাড়া ছিলেন ,সত্যি ই কষ্টকর লেগেছে ।যাক , এখন ত শান্তি । অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
This post was selected for
Curación Manual- Manual Curation
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য মাঝে মাঝে ভিন্ন কিছু উপস্থাপন করতে আমারও বেশ ভালো লাগে। তবে আমারও মনে হয় যে যেই কাজে পারদর্শী সেই কাজগুলো বেশি করলে সবচেয়ে বেশি ভালো মানের পোস্টগুলো উপহার দেওয়া যায়। তবে যাই হোক ভাইয়া আপনি নতুন ফ্যান কিনেছেন এবং সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জেনে অনেক ভালো লাগলো। ফ্যান সেটিং করার সময় সত্যিই অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ একটুখানি ত্রুটি হলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️❤️
যে গরম দাদা আপনি কেমনে ছিলেন সত্যিই বিষয়টা খুব কষ্টের অবশেষে আপনি ফ্যানটি লাগিয়ে কষ্টটা কিছু দূর হয়েছে আর বিদ্যুৎ যে হারে যাওয়া আসা করে যখন ফ্যান করে তখন ভালো লাগে আর যখন ফ্যান বন্ধ থাকে তখন এত কষ্ট লাগে যা বলার মত নয়।
মাঝে মাঝে কাজের ভিন্নতা আনলে নিজের ও ভালো লাগে আর পাঠকরাও পড়ে আনন্দ পায়।
এই গরমে অর্ধেক রাত ফ্যান ছাড়া কিভাবে কাটিয়েছেন তা ভাবতেই ভয় লাগছে আমার। শেষমেষ ফ্যান কিনে নিজেই ফিটিংস করে লাগিয়েছেন এটা স্বস্তির বিষয়। এইরকমই একটি ফ্যান আমাদের বাসায় আছে। দারুন সার্ভিস দেয়।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন ফ্যান সেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া উচিত। কয়েকদিন আগে আমার শহরের খুব কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ফ্যানের পাখা খুলে শিক্ষিকার উপরে পড়ে। এর ফলে শিক্ষিকার একটি চোখ নষ্ট হয়ে গেছে। তাই এই কাজটি সাবধানে করা উচিত। ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে ভিন্নতা আসলে ভালই লাগে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
সত্যিই বর্তমান কারেন্টের যা অবস্থা এই আছে তো এই নাই ৷ কারেন্ট ছাড়া এক মুহূর্তও থাকা সম্ভব নয় অথচ ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্ত
কারেন্ট নাই ৷ যাই হোক , সত্যিই আমাদের প্রতিভার বাইরেও চেষ্টা করা প্রয়োজন ৷ নতুন কিছু করার ৷ অবশেষে নষ্ট ফ্যান সরিয়ে নতুন ফ্যান লাগাতে পেরেছেন যেনে খুশি হলাম ৷
ভাইয়া ফ্যানটা অনেক সুন্দর হয়েছে। লাক্সারি লাক্সারি একটা ভাব আছে ফ্যানটার মধ্যে। পাকিস্তানি ফ্যান তো অনেক ভাল সার্ভিস দিবে। তবে দাম ট কত সেটা জানতে পারলে ভাল হতো। ধন্যবাদ ভাইয়া।
৩৫০০ নিয়েছে।