বিদ্যানন্দ ফাউন্ডেশন কে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ডোনেশন প্রদান।
আজ - ২২ ই, আষাঢ় | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcFem9NVEymijZFjEnkwZNhdNNdzGzKaEASXWfZ8QuLaE/2759295c295f7aa5.jpg)
ক্যাম্পেইনটি হতে মোট আমরা ৭৩৩০.২৭ Steem সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে ৫৫০০ স্টিম ডোনেশনের জন্য রেখে বাকি স্টিম গুলো @abb-charity একাউন্ট এ পাওয়ার আপ করা হয়েছে। Fundraising campaign টির অডিট রিপোর্ট আপনারা পাবেন এই লিংকটিতে।
যেহেতু এটি একটি ডোনেশন ক্যাম্পেইন ছিল, তাই এর স্বচ্ছতা বজায় রাখতে, ডোনেশন ক্যাম্পইন হতে প্রাপ্ত ৫৫০০ স্টিম, কিভাবে বাংলা টাকায় কনভার্ট করে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যাংক একাউন্টে পৌছে দেওয়া হল তার বিস্তারিত বর্ণনা আমি নিচে তুলে ধরছিঃ
প্রথমে steem গুলো আমার অ্যাকাউন্ট থেকে poloniex exchange সাইট এ ট্রানস্ফার করি। এরপর steem গুলোকে USDT তে কনভার্ট করে USDT গুলো Advanch Cash এ ডিপোজিট করি।
![Screenshot_73.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdKUFA9GJ2pxRMQxsHNo6Y8XjFL1gz5uXevf7BXna5b15/Screenshot_73.png)
![Screenshot_74.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd21LEb9Pu6m7cZ4jfjPhC6gDTp8WiiCmV3UDXyTcmXhA/Screenshot_74.png)
এরপর Advance Cash হতে আমার ব্যংক একাউন্টে Usd withdraw করি।
![Screenshot_78__01.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQW3uzQddX8po5JhaChLYVgCw1FcxmtuyKjXeyiqHNWeA/Screenshot_78__01.png)
আমার ব্যাংক একাউন্টে সর্বমোটঃ ১,১১,২৪৮/- টাকা জমা হয়।
![Screenshot_20220703_190840__01.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8szB2MMmq2EbEJfoarutQcySgQPbUwccDhU1GpWeKcs/Screenshot_20220703_190840__01.jpg)
যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডোনেশনের টাকাগুলো আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর মাধ্যমে সিলেটে বন্যার্তদের সহায়তা জন্য দিব। তাই আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর হেড অফিসে যোগাযোগ করি, তাদের সাথে কথা বলি কিভাবে সহজেই টাকাগুলো তাদের হাতে তুলে দিতে পারি, তারা আমাদের জানান তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে দিলে সবচেয়ে ভালো হয়, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আমাদের দেন।গতকাল আমরা তাদের ব্যাংক একাউন্টে ১,১১,১১৫/- টাকা প্রেরণ করি। এবং রাতের মধ্যেই তারা আমাদের অবগত করে যে আমাদের টাকা তারা বুঝে পেয়েছেন।
![Screenshot_20220705-221833.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSoAyCdebxgZQZHcq5zi5nkzgHytVbfwW87nT1kTRgKfg/Screenshot_20220705-221833.jpg)
![IMG_20220705_114308__01__01.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUyr6DgZszUgWGxuixTkV8wGHV9Kd3F43ByqHQemprMBW/IMG_20220705_114308__01__01.jpg)
![Screenshot_20220705_235222.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZMcEbxypeojC6VBpShzpgsYZYKUxzyRuqzMd83NSjiKk/Screenshot_20220705_235222.jpg)
যারা আমাদের আবেদনে সাড়া দিয়ে স্টিম ডোনেশন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারো প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য।
সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য ।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/standard_Discord_Zip.gif)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
খুব ভালো কাজ।
আমার ব্লগ সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দের মাধ্যমে। এটা অনুকরণীয় হয়ে থাকবে।
জয় হোক মানুষের।
মানুষ মানুষের জন্য।
অনেক ভালো লাগলো ভাই। সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে। কারণ এই ডোনেশনের কিছু ভাগীদার আমি নিজেও। সিলেটের মত মানুষদের সাহায্য করতে পেরেছি আসলে ভালো লাগতেছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই।
খুব ভালো লাগছে এই পোস্টটি দেখে। অল্প কিছু দিয়ে হলেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটি ভেবে ভালো লাগছে। আর আপনি কিভাবে ক্যাশ ডিপোজিট করেছেন তাও বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনে যে টাকা দিয়েছেন তার প্রমাণও দিয়েছেন।
অনেক ভালো একটি কাজ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ করেছেন আবার ডিটেলস এ সবকিছু এখানে তুলে ধরেছেন খুব সুন্দর ভাবে।আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশনটা অনেক ভালো একটি প্রতিষ্ঠান যেটার উপর ভরসা করা যায় এবং মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে মানুষকে সহযোগিতা করে আসছে।
সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলেই অনেক আনন্দিত। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডোনেশন একত্রিত হয়ে বেশ ভালো একটি এমাউন্ট তৈরি হয়েছে। আশা করছি অসহায় মানুষগুলোর পাশে একটু হলেও আমরা দাঁড়াতে পেরেছি। অল্প কিছু পরিমাণে অর্থ দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
বিদ্যানন্দ ফাউন্ডেশন যে টাকাটা পেয়েছে তার প্রমাণ এই পোস্টের মাধ্যমে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া দেখে সত্যি খুব ভালো লাগছে। আর এইটা ভেবে ভালো লাগছে যে অল্প কিছু দিয়ে হলেও বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরেছি।
আমার বাংলা ব্লগের মাধ্যমে বন্যার্তদের পাশে ক্ষুদ্রতম সহযোগিতার হাত বাড়িয়ে খুবই ভালো লাগছে। এবং কি আমাদেরকে সম্পূর্ণ প্রসেসিং গুলা বিদ্যানন্দ ফাউন্ডেশনে ব্যাংকে টাকা ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম।
আমরা আবারো প্রমাণ করতে পেরেছি মানুষ মানুষের জন্য। এটা দেখে খুব ভালো লাগছে বন্যা দুর্গত এলাকায় সাহায্যার্থে যে ফান্ড রেইজিং ক্যাম্পেইন করা হয়েছিল সেখানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছি। এই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অর্থগুলো আপনার মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনে সিলেট বাসীর সাহায্যে পৌঁছে গেছে। এই ক্যাম্পেইন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
খুব ভালো লাগছে এই পোস্টটি দেখে। আমাদের সবার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বন্যার্ত মানুষগুলোর অনেকটাই উপকার হবে আশা করি। সামান্য কিছু অর্থ দিয়ে তাদের কিছুটা হলেও উপকার হবে এটা ভেবে অনেক ভালো লাগছে।
মানুষ মানুষের জন্য এই স্লোগানের সাথে এগিয়ে চলেছে আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ এর চ্যারিটি সাইট @abb-charity. বন্যার্তদের সহোযোগিতায় যখন কমিউনিটির পক্ষথেকে আমাদের আহবান করা হলো। তখনই মনে হলো কিছুটা হলেও দেশের অন্যপ্রান্ত থেকে পাশে দাড়ানোর সুযোগ পাবো।
ধন্যবাদ আমার বাংলা ব্লগ তুমি দীর্ঘজীবি হও।
ধন্যবাদ প্রিয় দাদা আমাদের ছোট ছোট অগ্রগতিতে প্রভাবক হয়ে মহীরুহ তে পরিণত করার জন্য।
ধন্যবাদ প্রিয় আরিফ ভাই যথাস্থানে পৌঁছাতে বিশেষ অবদানে।