পাওয়ার আপ( টার্গেট ডিসেম্বর সিজন- ৫)

in আমার বাংলা ব্লগ13 days ago

আজ- ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




analytics-2158454_1280 (1).png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে, আশা করি ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি সপ্তাহের মত আজও আমি চলে এসেছি নতুন আরো একটি পাওয়ার আপ নিয়ে। আমি নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির রেখে প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যাচ্ছি।

আমাদের প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করা প্রয়োজন। লক্ষ্য ছাড়া কখনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাই আমিও নতুন সিজনের নতুন একটি টার্গেট নিয়ে নিয়েছি। আর প্রতি সপ্তাহে চেষ্টা করব একটি নির্দিষ্ট পরিমাণের পাওয়ার আপ করার। যাতে আমি আমার একাউন্টের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করতে পারি।

আমার একাউন্টে পাওয়ার আপ করার আগে এসপির পরিমাণ ছিল ৬৪,১২৯। আজ ২৫ স্টিম পাওয়ার আপ করার পর একাউন্টের বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৬৪,১৫৪। আমার টার্গেট ডিসেম্বর মাসের মধ্যে ৯০,০০০ এসপি করার আর সে লক্ষ্য পুরন করতে আমার এখনো ২৫,৮৪৬ এসপি বাকি আছে। আমি আশাবাদী সময়ের মধ্যে আমি আমার টার্গেট পূরণ করতে সক্ষম হব।

তো চলুন পাওয়ার আপের ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করি -

  • পাওয়ার আপ এর আগে আমার একাউন্টে মোট এসপির পরিমাণ হচ্ছে ৬৪,১২৯।

1000057951.jpg

  • ২৫ স্টিম পাওয়ার আপ করলাম।

1000057950.jpg

  • ২৫ স্টিম পাওয়ার আপ করার পর আমার একাউন্টে বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৬৪,১৫৪ ।

1000057949.jpg

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 13 days ago 

সব সময় পাওয়ার আপ করা আমাদের জন্য জরুরী। কারণ পাওয়ার আপের মাধ্যমেই আমরা নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমনকি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে সবাই অনেক উৎসাহিত হয়ে যাবে।

 13 days ago 

টার্গেট কে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। অনেক অনেক ভালো লাগলো চমৎকার এই পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখতে পেরে। আশা করব এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

 13 days ago 

যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। লক্ষ্য পূরণ করার জন্য আপনি সব সময় পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। সব সময় পাওয়ার আপ করে যাওয়া আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন পাওয়ার আপের মাধ্যমে। দোয়া করি ভাইয়া যেন আপনার লক্ষ্য অনেক তাড়াতাড়ি পূরণ হয়।

 13 days ago 

২৫ স্টিম পাওয়ার আপ আপনার প্রোফাইল কে আরো ভালো জায়গায় নিয়ে চলে গেল। এর ফলে যে পরিমাণ শক্তি বৃদ্ধি হল তাতে আপনার কাজ করতে আরও সুবিধা হবে সে বিষয়ে সন্দেহ নেই। ভবিষ্যতে আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে।

 13 days ago 

আপনি এই সপ্তাহে ২৫ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬৪,১৫৪+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। বেশ ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে। আশা করি এই সিজনে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্য ৯০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 13 days ago 

আমি জানি এই প্লাটফর্মে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং ভালো পর্যায়ে পৌঁছাতে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। এইজন্য আমাদের সব সময় এভাবে পাওয়ার বৃদ্ধি করতে হবে। আর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে পাওয়ার বৃদ্ধি করতে পারলে অনেক ভালো।

 12 days ago 

ভাইয়া আপনার ৯০ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে আজকে আপনার ২৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি নিঃসন্দেহে আপনার কাঙ্খিত লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছাতে সক্ষম হবেন।

 12 days ago 

সিজন-৫ এ এসেও তো দেখছি আপনি পাওয়ার আপের ধারাবাহিকতা সমান ভাবে ধরে রেখেছেন। আপনার ধারাবাহিকতা দেখে কিন্তু অনেকেই বেশ মুগ্ধ হবে। বেশ ভালো লাগলো আপনার আজকের পাওয়ার আপ দেখে । শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96238.40
ETH 2631.96
USDT 1.00
SBD 2.56