চারটি ফুল নিয়ে রেনডম ফটোগ্রাফি ১০% বেনিফেসিয়াল সাই-ফক্স 🦊।

in আমার বাংলা ব্লগ2 years ago

20220523_175200.jpg

20220523_132233.jpg

20220523_132028.jpg

20220517_133136.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ কেমন আছেন? আশা করছি ভালোই আছেন আর সকলের ভালো থাকাটা একান্ত কাম্য করি।এই মধুর মাসে সকলেই ভালো ফলমূল খাচ্ছি কারণ এখন গ্রীষ্ম কাল গ্রীষ্মের সকল ফলমূল এখন পরিপক্ব হয়ে পাকা শুরূ করেছে।যেমন: আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি।এই জন্যই এই সময়কারকে বলা হয় মধুর মাস।

তো আজকে ও আপনি আপনাদের মাঝে নিয়ে এসেছি কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।আসলে ক্লাইন্ট গিয়ে যখন দেখি চারদিকে ফুলের বাগান তো ছবি বা ফটোগ্রাফি নিতে ভুল কি নাই।যখন দুপুরবেলার লাঞ্চের সময় হয় তখন কিছু সময় পেয়ে থাকি আর এই সময়ে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়েছি।*

তো চলুন আজ কী কী ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তাঁর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

এই হচ্ছে কাঠগোলাপ ফুল।দেখেন এই ফুল তাঁর পুরো সৌন্দর্যরূপ ঢেলে দিয়েছে প্রকৃতির মাঝে।এই ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কলি থেকে অনেকগুলো ফুল হয়ে থাকে।ফুলের পাতাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি গাছের পাতাগুলো দেখতে অনেকটা ফুলের মত।

20220523_132049.jpg

20220523_132040.jpg

20220523_132033.jpg

20220523_132028.jpg

এই হচ্ছে জবা ফুল।আমরা সকলেই এই ফুলের সাথে বেশ ভালোই পরিচিত।আমাদের প্রায় সকলের বাড়ীর আঙিনা বা বাড়ীর আশপাশে এই ফুল ও ফুলগাছ দেখতে পাওয়া যায়।এই ফুলগুলো এই ফোঁটেছে যে যা দেখতে রক্তের মত লাল দেখাচ্ছে।আমি মনে করি এটি অতি একটা সাধারণ পরিচিত ফুল আমাদের।

20220523_132415.jpg

20220523_132408.jpg

20220523_132359.jpg

20220523_132233.jpg

20220523_132219.jpg

20220523_132203.jpg

20220523_132142.jpg

এটি হচ্ছে প্লুমেরিয়া পুডিকা ফুল।এটি সবচেয়ে ভালো জম্মে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে।যেমন: মেক্সিকো, ভেনেজুয়েলা, পেরূ ও আমেরিকায় এই ফুল ভালে জম্মে থাকে।এই ফুলগুলো যখন ফুঁটে তখন এর নয়নাভিরাম দৃশ্যবলি দেখতে খুবই ভালো লাগে।এই ফুল প্রকৃতির সাথে একেবারেই মিশে যায়।এই ফুলের রং সাদা হয়ে থাকে।

20220523_175211.jpg

20220523_175200.jpg

20220523_175128.jpg

20220523_175114.jpg

20220523_132313.jpg

20220523_132306.jpg

20220523_132259.jpg

এটি বিভিন্ন রংয়ের মিশ্রিত ছোটা গোলাপ ফুল।এই ফুলের গাছগুলো ছোট হয়ে থাকে।গাছ ছোট হলেও এর মাঝে বেশ ভালো ফুল ফুঁটে।

20220517_133147.jpg

20220517_133136.jpg

DeviceLocationPhotographer
Samsung Galaxy M20Genda, DhakaMyself

@moarif

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফুলগুলো দেখে সত্যিই ভালো লাগছে। ফুল দেখতে আসলে খুব ভালো লাগে। আর অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক কৃতঙ্গতা আপনার এত সুন্দর মন্তব্য রাখার জন্য।

 2 years ago 

চারটি ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভালই লাগে। ফুলের সৌন্দর্য তা ভালোভাবেই উপভোগ করা যায় ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ জানাই আপনার যথাযর্থ মূল্যায়নের জন্য।

 2 years ago 

এত সুন্দর ফটোগ্রাফি এত কম শেয়ার করলো হবে বলেন ভাই? অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি তবে বেশি সুন্দর লেগেছে এক নাম্বার এবং তিন নাম্বার ফটোগ্রাফি। আশা করি এরকম আরো বেশি ফটোগ্রাফি শেয়ার করবেন ধন্যবাদ।

 2 years ago 

অনেক কৃতঙ্গতা।

 2 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। সবগুলো ফটোগ্রাফির লাইট কনট্রাস্ট এবং সেচুরেশন একদম পার্ফেক্ট ছিল৷ আমার কাছে বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং সর্বশেষ ছবিটি সবথেকে বেশি ভালো লেগেছে ভাইয়া। তাছাড়া বাকি ফটোগ্রাফিক গুলোও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।৷

 2 years ago 

আপনার ভালো লাগার মাঝে আমার সাফল্য অন্তনিহিত.

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। এই ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে আমি অনেক আনন্দিত।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজ অনেক সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুল অসাধারণ। গোলাপ এবং জবা ফুল গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।প্লুমেরিয়া পুডিকা এই ফুলটি আমি প্রথম দেখেছি প্রথম নাম শুনেছি সব গুলো অসাধারণ হয়েছে।

 2 years ago 

যাক আমার পোষ্ট এর দ্বারা আপনি নতুন একটা জিনিসের সাথে পরিচিত হলেন শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চারটি ফুল নিয়ে রেনডম ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে সাদা ফুলগুলো বরাবর অনেক ভালো লাগে আর আপনি অনেক সুন্দর করে সাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেটা আমার কাছে সবচেয়ে বেশী সুন্দর্য্য বলে মনে হয়েছে।

 2 years ago 

জ্বি এই ফুলের নাম হচ্ছে প্লুমেরিয়া পুডিকা ফুল।

 2 years ago 

আপনার চারটি ফুলের রেন্ডম ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। অসাধারণ লিখেছেন এবং আপনার মনের ভাবগুলো আমাদের মাঝে শেয়ার করেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলা দেখলে বোঝা যায় যে আপনি একজন দক্ষ ফটোগ্রাফার সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে আমি অনেক আনন্দিত।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16