কিছু ফলের ফটোগ্রাফি। 🍑🍓🍌

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বেশ অনেক দিন হলো ফরিদপুর এসেছি। আমি ফরিদপুরে এসেছিলাম ঈদের জন্য। ঈদ শেষ এখন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার পালা। ঈদের তিন দিন পর চলে গিয়েছিলাম আমি আমার মামা বাড়িতে। কয়েকটি মামা বাড়িতে গিয়ে বিভিন্ন কিছু ফটোগ্রাফি করেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে।

20240414_165008.jpg

এটি হচ্ছে লেবু। আমার মামা বাড়িতে বেশ অনেকগুলো লেবু বাগান রয়েছে। বাগানে অনেক লেবু গাছ রয়েছে। বিভিন্ন ধরনের লেবু গাছ রয়েছে।আগের বছরে তুলনায় এ বছর লেবুর ফলন কম হয়েছে।

20240414_164440.jpg

20240414_164430.jpg

এগুলো হচ্ছে ভুট্টা গাছ। মামা বাড়ির পাশেই রয়েছে ভুট্টা ক্ষেত।অনেক ভুট্টা রয়েছে এই ভুট্টা খেতে। কিন্তু এত গরমে ভুট্টা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ২/১দিনের মধ্যেই সব ভুট্টা গুলো তুলে নিবে।

20240414_164003.jpg

20240414_163954.jpg

এগুলো হচ্ছে বাঙ্গি গাছ। আমি এই প্রথম বাঙ্গি গাছ দেখলাম।
বাঙ্গি ডায়াবেটিস,উচ্চরক্তচাপ,অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামান্দ্যসহ অনেক রোগের প্রতিকার করে থাকে। বাঙ্গি আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে। ত্বকের নানা রকমের সমস্যা দূর করতে বাঙ্গি সাহায্য করে থাকে। আমরা এই ক্ষেত থেকে দুটি বাঙ্গি নিয়ে এসেছিলাম। বাঙ্গি গুলো খেতে অনেক মিষ্টি ছিল।

20240414_163811.jpg

আসার সময় দেখলাম অনেকগুলো কলাগাছ গাছে রয়েছে।কলা গাছে রয়েছে প্রচুর পরিমাণে কলা।প্রত্যেকটা গাছে রয়েছে কলা। বিভিন্ন প্রজাতির কলা রয়েছে এখানে।

20240414_163304.jpg

কাঁঠাল গ্রীষ্মকালীন ফল। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড় যা বাঙালি সমাজে গাছপাঁঠা নামেও সমধিক পরিচিত।একটি রসাল ও সুস্বাদু ফল হিসেবে কাঁঠাল বিখ্যাত।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসSamsang A6+

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 months ago 

আজকে আপনি বেশ কিছু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। লেবু থেকে শুরু করে গাছের কলা। এদিকে ফসলের মাঠ থেকে সবজি। খুবই ভালো লেগেছে আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা ফটো চমৎকার ছিল।

 3 months ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রতিটা ফলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপনার তোলা ভুট্টা গাছের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাঙ্গি গাছটা আমি কখনো দেখিনি আপনার এই পোস্টে আজ কি প্রথম দেখলাম। আর এটা অনেক কার্যকরী গাছ সেটাও জানলাম। ধন্যবাদ কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে কয়েকটি ফলের ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আপু। আপনার শেয়ার করা ফলের ফটোগ্রাফিগুলোর মধ্যে আমার সবথেকে কাঁঠাল ফলটি বেশি পছন্দের। অসংখ্য ধন্যবাদ চমৎকার বর্ণনার মাধ্যমে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 3 months ago 

আপনার করা ফলের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনার করা ভুট্টার ফটোগ্রাফিতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আজকের ফটোগ্রাফি পর্বে বিভিন্ন ফলের দৃশ্য তুলে ধরেছেন। বাঙ্গি কলা সহ ভিন্ন ভিন্ন সব ফলের দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে স্বচ্ছ ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার ফলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। অনেক সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কাঁঠাল কলা ভুট্টা থেকে শুরু করে অনেক কিছু আপনার আজকের পোষ্টের মাঝে দেখতে পারলাম।

 2 months ago 

আজকে আপনি খুব সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। তবে মামার বাড়িতে ঘুরতে গিয়ে সুন্দর ফটোগ্রাফি করলেন। লেবুর ফটোগ্রাফি এবং কাঁঠালের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো আমার কাছে। বর্তমানে লেবুর দাম মনে হয় স্বর্ণের দাম হয়ে যাচ্ছে। একটু গরমের কারণে লেবুর দাম অনেক বেড়ে গেল। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 months ago 

আমি মনে হয় এই প্রথমবার বাঙ্গি গাছ দেখলাম আপু। তাছাড়া ভুট্টা গাছও অনেকদিন পর দেখলাম। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে বাঙ্গির যে এত পুষ্টি গুনাগুন আছে, এটা জানতাম না। ধন্যবাদ আপু, এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। বর্তমান সময়ে ফলগুলো খুবই পাওয়া যায়। এই ফলের সিজনে এই ফলগুলোর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.028
BTC 55629.86
ETH 2914.29
USDT 1.00
SBD 2.28