শীতে অনেক ঠান্ডা পড়ার কারনে অনেকের কাছে ভাল না লাগলেও আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগে। এই সময়ে প্রকৃতি অন্য এক রুপ ধারন করে যার প্রতিটি মুহূর্ত উপভোগ করার মত। ঢাকা শহরে শীতের ছিটা ফোটাও উপভোগ করা যায় না। কেউ যদি সত্যিকারের শীত উপভোগ করতে চায় তাহলে আমি বলব গ্রামে চলে যান। আপনি কিছু চমৎকার শীতের সকালের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ছবি অসাধারন লেগেছে। কিছু ছবিত মনে হচ্ছে কেউ মনের মাধুরি মিশিয়ে একে রেখেছে। আকাশের রঙ দেখলে চোখ জুড়িয়ে যায়। শিশিরে ভেজা ধানের ক্ষেত দেখে খুব ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া।