রঙিন কাগজের তৈরী করা কাজ গুলো আমার কাছে খুব পছন্দের। রঙিন কাগজ দিয়ে কয়েকভাবেই ডিজাইন বানানো যায় আঠা দিয়ে জোড়া লাগিয়ে, ভাজ করে। এই কাজগুলো আসলেই মনযোগ দিয়ে করতে হয়। আপনি কাগজ ভাজ করে অনেক সুন্দর একটি বিড়াল বানিয়েছেন। আপনার কাগজের রঙ পিংক সিলেকশন ভাল ছিল, ফুটে উঠেছে। তবে পিংক কালারের বিড়াল বাস্তবে দেখা যায় না, হা হা।
একটু মনোযোগ দিয়ে করলে কাজটি অনেক নিখুঁত হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। এটা মেয়ে বিড়াল সেইজন্য পিংক কালার।