দূর্নীতি শব্দটাতে কেমন যেন ইউজড টু হয়ে গেছি। এখন আর শুনলে খারাপ লাগে না। মানে দেশ কোথায় যাচ্ছে চিন্তা করে দেখেন, আমরা যখন দূর্নীতি নিয়ে কোন আলোচনা শুনি তখন ভেবেই নেই এটাত কমন ব্যাপার এটা হবেই। ক্ষমতা দেখানো, চাদাবাজি, ঘোষ খাওয়া এসব এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, এগুলো না করলে মনে করে সমাজ রক্ষা বুঝি হল না। পুরো দেশ এখন চালাচ্ছে সিন্ডিকেট করা লোকজন। আর তাদের ও গুরু আছে, তারা অদৃশ্য। আমি সাধারণ জনগণকে দোষ দিব না। অল্প কিছু ক্ষমতাশীন লোক পারে এই সোনার বাংলাদেশেকে উচ্চতার শিখরে নিয়ে যেতে। ধন্যবাদ ভাইয়া।