কিছু রেন্ডম ফুলের ফটোগ্রাফি।। @miratek

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। গত সপ্তাহে কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। সমুদ্র আমার অনেক পছন্দের। বিশাল এক পারিবারিক টিম (প্রায় ২৬ জন) নিয়ে গিয়েছিলাম। সবকিছু মেইনটেইন করতে গিয়ে আমাদের ছেলেদের অবস্থা খুবই খারাপ ছিল। তারপরও কক্সবাজার বলে কথা ঘুরা, খাওয়া, ছবি তুলা, বিচে গোসল করা, সমুদ্রের ঢেউ উপভোগ করা এগুলো কি আর মিস আছে। এর আগেও আমি কক্সবাজার গিয়েছি। যখনই যাই কক্সবাজারের নতুন কিছু না কিছু চোখে পরবেই। এবার গিয়ে অনেক কিছুই আমি নতুনভাবে দেখেছি। তার মধ্যে কিছু ফুল দেখেছি যা আমার চোখের সামনে এর আগে পরেনি। বুঝতেই পারছেন আমার আজকের পোস্ট হচ্ছে কিছু রেন্ডম ফুলের ফটোগ্রাফি নিয়ে।



2022-08-24_17.19.41.jpg



কলাতলি থেকে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড যাওয়ার পথে কাকড়া বিচে আমরা নামলাম। গাড়ি থেকে নামার পরই আমার চোখের সামনে সুন্দর একটি ফুল দেখতে পেলাম। এই ফুল আমি আগে দেখিনি। সবুজ গাছগাছালির মাঝে ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিল। হলুদ আর গোলাপি রঙের মিশ্রনে ফুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছিল। গাছের পাতা সম্পুর্ণ সবুজ। ইন্টারনেটে ফুলের নাম পেলাম ল্যান্টানা আরটিকয়েডস।


2022-08-24_17.23.30.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)



এখন যে ফুলের কথা বলব সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডে ঢুকতে গেটের বাহিরে লাগানো এই ফুল গাছটি। ফুলটি দেখতে সম্পুর্ন গোলাপি হলেও এর ফুলের কলিগুলো সম্পুর্ন সাদা। এই ফুলের পাতা চিকন ও ছোট। এই ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছিল।


2022-08-24_17.26.28.jpg
লোকেশন (https://what3words.com/tooting.squeaky.universal)



এই ফুলটি ইয়েলো এল্ডার নামে পরিচিত। এটি দেখতে অনেকটা মাইকের মত আকার। ফুলের রঙ সম্পুর্ন হলুদ। ফুলের সাইজ মোটামুটি বড়। পাতাও তুলনামূলক বড়। খেয়াল করলে দেখবেন আমার তোলা ছবিতে বৃষ্টির পানি লেগে ছিল যা দেখতে আরও সুন্দর লাগছে।



2022-08-24_17.27.22.jpg

20220819_124609.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)



এই ফুল দেখতে একদম টকটকে লাল। সুতার মত ছড়িয়ে আছে ফুলের পাপড়িগুলো। ফুল এবং পাতা ছাড়া ছাড়া। গাছের দিকে তাকালে খুব সুন্দর লাগে। পাতাগুলো ফুলের তুলনায় ছোট এবং হালকা হলদে ভাব আছে।



2022-08-24_17.28.37.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)



এখন যে ফুলের সাথে আপনাদের পরিচয় করাব তাকে আপানারা সবাই চিনেন তবে আমার মত হয়ত অনেকেই এই রঙ এর আগে দেখেননি। এই ফুলের নাম সাদা বাগানবিলাস। আমরা গোলাপি বাগানবিলাসের সাথে বেশি পরিচিত যা যেকোন রাস্তাঘাটে দেখা যায়। সাদা বগানবিলাস হুবহু গোলাপি বাগানবিলাসের মত কিন্তু রঙের ব্যতিক্রম।



20220819_130756.jpg

20220819_130812.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)



এই ফুলও বাগানবিলাসের আরেকটি জাত। এই বাগানবিলাসের রঙ হলুদ। রঙের পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নেই। আমি জানি বাগানবিলাস লাল, কমলা, বেগুনি রঙেরও হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ অনেক সুন্দর একটি নাম দিয়েছেন এই ফুলের।

20220819_130846.jpg

20220819_130843.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)



এ ফুল জাসমিন প্রজাতির একটি ফুল। আমরা এই ফুলকে মল্লিকা ফুল নামেও চিনি। ফুল দেখতে সাদা। এই ফুলগুলো গুচ্ছ আকারে থাকে। পাতা তুলনামূলক বড়।

20220819_130528.jpg

লোকেশন (https://what3words.com/sprints.study.multistate)

ডিভাইসস্যামসাং
মডেলএ ৫০ এস
ফটোগ্রাফার@miratek

আজ এই পর্যন্ত। আশা করি আমার ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লাগবে। যদি ভাল লাগে নিচে মন্তব্য দিবেন আর কোন ভুল থাকলে তাও জানিয়ে দিবেন।

Sort:  
 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। এধরনের ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে জেনে ভাল লাগছে। আমি চেষ্টা করেছি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের খুব ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব চমৎকার ভাবে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ভীষণ ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। এভাবে প্রতিনিয়ত আপনার ফটোগ্রাফি দেখতে চাই। শেষের ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনারা এভাবে প্রশংসা করলে খুবই ভাল লাগে। আমি অবশ্যই ভবিষ্যতে আপনাদের সাথে ভাল ফটোগ্রাফি শেয়ার করব। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু এই সবগুলো ফুলের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে জেসমিন ফুল এবং বাগান বিলাস ফুল। এই দুইটি ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগছে। বাগানবিলাস ফুলের গন্ধ না থাকলেও দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার ফটোগ্রাফির প্রশংসার জন্য এবং সুন্দর মন্তব্য দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনবদ্য কিছু ফুলের ফটোগ্রাফি দেখালেন দাদা। রং বেরংয়ের ফুল দেখে প্রাণ জুড়োলো। জাসমিন ফুলের প্রজাতিটি সত্যি খুব সুন্দর।

 3 years ago 

আমি চেষ্টা করেছি দাদা ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ফুলগুলোর ছবি তোলার সময় আমার খুবই ভাল লেগেছিল। এত কালারফুল লাগছিল বলে বুঝানো যাবে না। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

 3 years ago (edited)

কমলা কাগজ ফুলগুলোর ফটোগ্রাফি সব থেকে ভালো লাগছে । দারুন হয়েছে পোস্ট সাজানো।আর শেষের ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

বাগানবিলাস কে অনেকেই কাগজ ফুল নামেও চিনে। এই রঙের কাগজ ফুল আমিও প্রথম দেখেছি। তাই ঝটপট ছবি তোলে নিয়েছি। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ছবিগুলো সাজাতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে কিছু রেন্ডম ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি আপনার প্রশংসা করতে হয়। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার। আমার ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে আমার ভাল লাগছে। আমার ফটোগ্রাফির প্রশংসার জন্য এবং সুন্দর মন্তব্য দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। ফুল আমার ভিশন পছন্দের। বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশ ভালো লেগেছে।কারণ লাল রঙের ফুল আমার বেশি ভালো লাগে। সবমিলিয়ে সবগুলো ছবি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ছবি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ভাল কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। ফুল আমারও খুব পছন্দের।বাগানবিলাস একটি কমন ফুল গাছ কিন্তু যখন ভিন্ন রঙের দেখা যায় তখন দেখতে আরও ভাল লাগে। সুন্দর কিছু মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

We cannot walk alone.👣 Resteemed your post

 3 years ago 

কিছু রেন্ডম ফুলের ফটোগ্রাফি দেখেই তো আমার মন ভালো হয়ে গেল। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে ।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন ভাল করতে পেরে আমারও খুব আনন্দ হচ্ছে। আপনার প্রশংসা শুনে আমি অনেক খুশি। আপনারা প্রশংসা করলে অনুপ্রানিত হই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার ভাল লেগেছে জেনে আমার খুব ভাল লাগছে। আমি চেষ্টা করেছি ফুলের ফটোগ্রাফি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67