টিভি সিরিজ রিভিউ ।। ভিনসেনজো ।। পর্ব ৭।। 10% beneficiary to @shy-fox

টিভি সিরিজ | ভিনসেনজো |
---|---|
ধরন | অপরাধ নাটক |
নির্মাতা | স্টুডিও ড্রাগন |
লেখক | পার্ক গো-বুম |
পরিচালক | কিম হি-উইন |
অভিনয়ে | সং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরিয়ান |
পর্বের সংখ্যা | ২০ |
প্রযোজক | লি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং |
ব্যাপ্তিকাল | ৮১ মিনিট |
নির্মাণ কোম্পানি | লোগোস ফিল্ম |
পরিবেশক | টিভিএন, নেটফ্লিক্স |
মুক্তির তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২১ |
সপ্তম পর্ব
ভিনসেনজো কোর্টে নতুন সাক্ষী হিসেবে প্রবেশ করে। তাকে দেখে উশান ল ফার্মের মি ইয়ং হি খুব অবাক হয় এবং তার সাথে বাবল গ্রুপের চেয়ারম্যানও অবাক হয়ে যায়। ভিনসেনজো কে সাক্ষী হিসেবে না করে দিবে এই ভেবে সে বাবেল গ্রুপের সিনিয়র স্টাফদের উপর হামলা করে হামলাকারী হিসেবেও এখানে প্রবেশ করে। এই প্ল্যান গুলো ভিনসেনজো এবং চা ইয়াং কোর্টে আসার আগেই করে রেখেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাবেল গ্রুপের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বাবেল কেমিক্যাল এর ভিকটিম দের কে নিয়ে হাসি ঠাট্টা করে। এই সময় ভিনসেনজো তাদেরকে অনেক মারধর করে যেন সে হামলাকারি হিসেবে প্রমাণিত হয়। কিন্তু বাবেল গ্রুপের উকিলরা চায় না ভিনসেনজো সাক্ষী হিসেবে থাকুক। ভিনসেনজো প্রমাণ হিসেবে মোবাইলে রেকর্ড বের করে। এই ফোনে বাবেল গ্রুপ থেকে ভিকটিমদের হুমকি দেয়ার মেসেজ রেকর্ড করা আছে।
তারপর কোর্টে ভিনসেনজো বাবেল গ্রুপের সিনিয়র ডক্টর কে হুমকি দেয় যে, এখান থেকে বের হয়ে তাকে পিটাবে। জাজ বলে তুমি কোর্টে ইলিগ্যাল কথা বললে তোমাকে এখনি জেলে ঢুকিয়ে দিব। ভিনসেনজো বলে ও ভুল তথ্য দিয়েছে এল এস ডির ব্যাপারে। তখনই মি ইয়ং হী বলে এত বড় ডক্টর কে অপমান করা হচ্ছে তা মেনে নেয়া যায়না। তখন ভিনসেনজো বলে আমার কাছেও বড় ডক্টরের প্রমান আছে। এখন চা ইয়াং বলে আমি আমার নতুন সাক্ষী পেশ করতে চাই এবং তখনই কোর্টে সবাই অবাক হয়ে যায় কে সেই সাক্ষী। তখনই হাজির হয় সেই সিনিয়র ডক্টরের বউ সাক্ষী হবে বলে। ভিনসেনজো ডক্টরের বউকে একটি আর্ট গ্যালারিতে কনভেন্স করে সাক্ষী হওয়ার জন্য। কোর্টে এক পর্যায়ের রাগের মাথায় ডক্টরের বউ ডক্টরের মুখে পানি ছিটিয়ে দেয়।
এদিকে কোর্টের হিয়ারিং শেষে বাবেল গ্রুপের চেয়ারম্যান তার ভাইকে বলে নতুন একটি প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করতে এবং বলতে যে আমরা এল এস ডি আর ব্যবহার করব না। চেয়ারম্যান রাগের মাথায় তার উকিলদের নিয়ে অনেক স্পিডে গাড়ী চালায় এবং তাদের প[রতি রাগ পোষন করে।
চা ইয়াং ভিনসেনজোর জন্য কিছু স্যুট বানাতে যায় এবং ট্রায়াল এর পর ভিনসেনজো কে দেখে চা ইয়াং কিছুটা আকর্ষিত হয়। মি ইয়ং হি তার জুনিয়রদের সাথে অনেক রাগারাগি করে। এদিকে মঙ্কের বন্ধুকে দেখতে গিয়াম প্লাজার সব ভাড়াটিয়া হাঁসপাতালে যায়। চেয়ারম্যান তার ছোট ভাইকে পুরনো কথা বলে ইমোশনাল করে দেয়। এদিকে ভিনসেনজো গিয়াম প্লাজার ভাড়াটিয়াদের অন্য জায়গায় সরিয়ে এখানে গোল্ড খোজার প্ল্যান করে কিন্তু ভাড়াটিয়ারা এতে খুব একটা খুশি না।
এদিকে পুলিশ চা ইয়াং কে মিথ্যা কেসে ফাসিয়ে জেলে ঢুকিয়ে দেয়। চা ইয়াং ভিনসেনজো কে রিকোয়েস্ট করে যেন তাকে ৪৮ ঘন্টার মধ্যে ফ্রি করে। ভিনসেনজো মি ইয়ং হি এর পিছু নিয়ে একটি ক্যাসিনো তে তার সাথে দেখা করে। সেখানে সে একটি ডীল করে সে একজন ভি আই পি কে মানাবে আর উকিল চা ইয়াং কে ছেড়ে দিবে।
এদিকে ভিনসেনজো কিছু লোক ঠিক করে যারা লাল ড্রেস পড়ে থাকবে এবং বাবেল গ্রুপের লোকদের খবর দেয় যারা লাল জ্যাকেট পড়া লোকদের মারবে। কিন্তু লাল জ্যাকেট পড়া লোকেরা আসেনি কিন্তু গিয়াম প্লাজার লোকজন বাবেল গ্রুপের লোকদের পিটায়।
এই পর্বে ভিনসেনজো জিতে কোর্টে নিজের পক্ষে রায় নেয় এবং এতে বাবেল গ্রুপের এল এস ডী ব্যবহার প্রমানিত হওয়ায় অনেক টাকা ক্ষতি হয়। ভিনসেনজো গোল্ড তোলার জন্য ভাড়াটিয়াদের কনভেন্স করার চেষ্টা করে।এতে ভাড়াটিয়ারা রাজি না হওয়ায় অন্য একটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু এতেও ব্যর্থ হয়। দেখা যাক পরবর্তী পর্বে ভিনসেনজো নতুন কি করে গোল্ড উদ্ধারের জন্য। এখানে দেখা যাচ্ছে ভিনসেনজো যেমন গোল্ড উদ্ধারের জন্য কাজ করছে তেমনি ভাড়াটিয়াদের এবং বাবেল গ্রুপের ভিকটিম দের পক্ষ নিয়েও কাজ করছে।
আশা করি আমার ভিনসেনজো টিভি সিরিজ রিভিউর সপ্তম পর্ব আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
ভাইয়া দেখতে দেখতে আপনি টিভি সিরিজ ভিনসেনজো এর সপ্তম পর্বে চলে আসলেন। এর আগের পর্বগুলোর আমার রিভিউ পড়া হয়নি। আজকের পর্ব আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এভাবে রিভিউ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
কোরিয়ানদের সঙ্গে ইন্ডিয়ানদের জীবনযাত্রার বেশ কিছু মিল আছে।যদিও খুব বেশি না, তবে খুব কমও নয়।কথায় আছে পৌরাণিক কালে ইন্ডিয়ার একজন রাজকন্যাকে কোরিয়ান রাজা বিয়ে করেন। সুতরাং কুরিয়ার সঙ্গে ইন্ডিয়ার একটা আলাদা সম্পর্ক আছে। এই কোরিয়ান সিরিজ গুলো এখনকার জেনারেশনের খুবই প্রিয়। ধন্যবাদ আপনি খুব সুন্দর রিভিউ লিখেছেন সিরিজটির।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।