টিভি সিরিজ রিভিউ ।। ভিনসেনজো ।। পর্ব ১০।। 10% beneficiary to @shy-fox
টিভি সিরিজ | ভিনসেনজো |
---|---|
ধরন | অপরাধ নাটক |
নির্মাতা | স্টুডিও ড্রাগন |
লেখক | পার্ক গো-বুম |
পরিচালক | কিম হি-উইন |
অভিনয়ে | সং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরিয়ান |
পর্বের সংখ্যা | ২০ |
প্রযোজক | লি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং |
ব্যাপ্তিকাল | ৮৩ মিনিট |
নির্মাণ কোম্পানি | লোগোস ফিল্ম |
পরিবেশক | টিভিএন, নেটফ্লিক্স |
মুক্তির তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২১ |

রিভিউ
ভিনসেনজো এবং চা ইয়াং ভিকটিমদের সুসাইড স্কোয়াড এ আসে এবং তা দেখে বুঝে এটা সুসাইড না মার্ডার। পুলিশও এটা সুসাইড কেস বলে বন্ধ করে দেয়। ফলে তারা পুলিশ স্টেশন গিয়ে বলে এটা মার্ডার। যে দুজন পুলিশ এই কেস এ দায়িত্বপ্রাপ্ত তারা বাবেল থেকে আগেই ঘুষ নিয়ে রেখেছে এবং কেস বন্ধ করে দিয়েছে । এই কেস বন্ধের জন্য বাবেল পুলিশ দুজনকে যে টাকা দেয় তা ভাগ করার সময় ভিনসেনজো চলে আসে এবং তাদের বলে কারা মার্ডার করেছে বললে তাদের কিছু বলবে না। কিন্তু পুলিশরা অনীহা প্রকাশ করাতে ভিনসেনজো তাদের কিডন্যাপ করে রাতের অন্ধকারে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে যায়। সেখানে তাদের চেয়ারে বেধে ফেলে দেয়ার হুমকি দেয় এবং সেখানে চা ইয়াং ও আসে। চা ইয়াং চেয়ারে লাঠি দিয়ে একদম কিনারে নিয়ে গেলে পুলিশ ভয়ে পোস্ট মর্টেম এবং ভিডিও ফুটেজ দিয়ে চাকরি থেকে রিজাইন দেয়ার প্রতিশ্রুতি দেয়।
এদিকে উশাং ল ফার্ম এর মিস্টার ইউ বাবেল এর পাপেট চেয়ারম্যান কে নিজের দলে আনার চেষ্টা করে এবং বাবেল তার হাতে তুলে দিবে বলে। মিস্টার চো ভিনসেনযোকে গোল্ড বের করার কথা বললে সে আরো সময় চায়। মিস্টার চো গিয়াম প্লাজার মংক দের উঠিয়ে দেয়ার জন্য মামলা করে। ইতালি থেকে ভিনসেনযোর বন্ধু তাকে ফোন করে বলে কোরিয়া থেকে কিছু লোক তার খোঁজ নিতে এসেছে এবং তার বেপারে তথ্য নিয়েছে। ভিনসেনযো বাসায় গিয়ে দেখে চা ইয়াং তার বাসায় এসেছে। চা ইয়াং কে না করা সত্বেও সে বাহানা দিয়ে থেকে যায়। দেখা যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে।
বাবেল চেয়ারম্যান জাং যুং, মি ইয়াং হি কে গিয়াম প্লাজা ভাঙতে বলে । ভিনসেনযো পুলিশের কাছ থেকে ভিডিও পেয়ে যায়। ভিডিও তে দেখা যায় কিলার রা ভিকটিমদের ইলেকট্রিক শক দিয়ে বেহুশের মত করে তাদের গাড়িতে চারকোল দিয়ে দেয় এতে করে ভিকটিম রা ধীরে ধীরে মারা যায়। ভিনসেনযো এবং চা ইয়াং ঠিক করে এমন কিছু করবে যাতে বাবেল এর আসল চেয়ারম্যান সামনে আসে। এই ব্যাপারে গিয়াম প্লাজার ভাড়াটিয়াদের সাথে মিটিং হয় এবং তারা সাহায্য করবে বলে।
তারা মিডিয়াতে বাবেল গ্রুপকে ঠাট্টা করে অনেক কথা বলে। এতে বাবেল এর উকিল রা ক্ষেপে যায়। তারপর প্লাজার ভাড়াটিয়ারা বাবেল এর উকিলদের ভয় দেখায়। এর মধ্যে জেং জু জানতে পারে ভিনসেনযোঅনেক ডেঞ্জারাস এবং সিদ্ধান্ত নেয় ভিনসেনযো কে খুব দ্রুত মেরে ফেলবে । ভিনসেনযো এবং চা ইয়াং আরেকটি ভিডিও শেয়ার করে যেখানে ভিকটিমদের কিডন্যাপ করা দেখা যায় ।
বাবেল গ্রুপের গুন্ডা বাহিনী ভাড়াটিয়াদের মারধর করে ঠিক এমন সময় টেইলর এসে গুন্ডাদের কাঁচি দিয়ে অনেক মারধর করে এবং তারা পালিয়ে যায় । ভিনসেনযো ভিকটিমদের কিডন্যাপ স্পটে একা যায়। সেখানে বাবেল গ্রুপের গুন্ডারা তাকে গুলি করে মেরে ফেলতে চায় কিন্তু ভিনসেনযো তাদের বধ করে ফেলে। তারপর চা ইয়াং স্পটে পৌছালে ভিন্সেনযো চা ইয়াং কে বলে আমি জানি কে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান।
এই পর্বে পুলিশ কে ভয় দেখিয়ে ভিক্টিমদের মার্ডার করার ভিডিউ পাওয়া যায় কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এবার তারা ঠিক করে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান কে সামনে নিয়ে আসবে। সেজন্য তারা কিছু ট্রিক্স খাটায় এবং মনে হচ্ছে তাদের ট্রিক্স এ বাবেলের চেয়ারম্যান পা দিয়েছে। মনে হচ্ছে পরের পর্বে আসল চেয়ারম্যানের চেহারা সামনে চলে আসবে।
আশা করি আমার ভিনসেনজো টিভি সিরিজ রিভিউর দশম পর্ব আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
খুব সুন্দর একটি রিভিউ করেছেন। বেশ ভালো লাগলো আজকের পর্বটি। পুলিশ কে ভয় দেখিয়ে ভিক্টিমদের মার্ডার করার ভিডিউ পাওয়া গেলেও তাতেও কোনো লাভ হলো না। তাই তারা ঠিক করলো বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান কে সামনে নিয়ে আসবে। সেজন্য তারা কিছু ট্রিক্স খাটায় এবং মনে হচ্ছে তাদের ট্রিক্স এ বাবেলের চেয়ারম্যান পা দিয়েছে এবং আগামী পর্বে আসল চেয়ারম্যানের চেহারা সামনে চলে আসবে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আগে অনেক মুভি এবং বিভিন্ন ধরনের টিভি সিরিজ দেখতাম। কিন্তু এখন সময়ের অভাবের কারণে কোন ধরনের টিভি সিরিজ দেখা আর হয় না। তবে মাঝে মধ্যে সময় পেলে দেখে থাকি। আপনি খুব সুন্দর টিভি সিরিজ রিভিউ করেছেন। দেখে খুব ভালো লাগলো। পোস্ট দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হবে। সময় পেলে অবশ্যই দেখে নেবো। এত সুন্দর টিভি সিরিজ রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
কোরিয়ান ওয়েব সিরিজ গুলো আমার বরাবরই খুব সুন্দর লাগে এবং আমি মাঝেমধ্যে সেগুলো দেখার চেষ্টা করি। এই সিরিজ টা এখনো দেখা হয়নি। হয়তো কখনো সুযোগ পেলে দেখে নেওয়ার চেষ্টা করব। আর আপনার রিভিউ টা পড়লাম, বেশ সুন্দর গুছিয়ে লেখার চেষ্টা করেছেন আপনি।
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।