আমার পরিচয় পত্র || 10% Beneficiary To @shy-fox
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ সোমবার, আগস্ট ৩০/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন । আমিও আল্লাহুর রহমে ভালো আছি । এই কমিউনিটির আমি একজন নতুন সদস্য । আর তাই নতুন সদস্য হিসেবে আজ আমি আমার পরিচয় এখানে তুলে ধরব।
আমার পরিচয়
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর এবং থানা গাংনী। ইউনিয়ন ষোলো টাকা । আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারের মোট চারজন লোক আছে। বিশেষ করে মা-বাবার আমরা দুই ভাই। আমি হলাম আমার পরিবারের বড় ছেলে । আমার শিক্ষাগত যোগ্যতা হলো। আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের একজন ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ । মহামারীর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় বর্তমানে আমি বাড়িতে অবস্থান করছি।
আমার স্বপ্ন
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXfBVcZV2cNXGHyyNjKmRngdpUangTpQZRmUBMtNBU561/qqqq.jpg)
প্রতিটি মানুষের জীবনে একটি না একটি স্বপ্ন থেকে থাকে। ঠিক তেমনি ভাবে আমারও একটি স্বপ্ন আছে। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে প্রফেশনাল ইউটিউবার হওয়া। ইতোমধ্য আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। এটি হচ্ছে আমার সেই চ্যানেলের লিংক।
লিংকএই কাজের জন্য আমরা মোট ৬ জন লোক আছি । যারা নিয়মিত ভাবে এখানে কাজ করে থাকে স্বপ্ন পূরণ করার জন্য । আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন লিংকে ক্লিক করে ।
আমার শখ
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRjUsXra2q7kVA4cEvpPfMz9JiXe77sf1ZinDjvyXkaZX/IMG_20210826_173132.jpg)
মানুষের জীবনে বিভিন্ন রকমের শখ থেকে থাকে । তবে আমারও ঠিক তেমনি ভাবে অনেক কিছু শখ আছে । আমার সবচেয়ে বড় সখ হচ্ছে। নতুন স্থানে ঘুরে বেড়ানো এবং ফটোগ্রাফি করা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তাছাড়া আমার শখ এর মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমার একটা শখের বিড়াল আছে ।যে সব সময় আমার সাথেই থাকে। আমি তাকে খুব আদর যত্ন করি ।
কেন আমি এই কমিউনিটিতে যোগদান করতে চাই
এই প্রশ্নের সহজ উত্তর হলো। আমি একজন বাংলাদেশী এবং আমার মাতৃভাষা হল বাংলা। আর কমিউনিটির মূল বিষয়বস্তু হল বাংলা। আপনি যা কিছু উপস্থাপন করবেন । বিশেষ করে আপনার ভালো লাগার সবকিছুই আপনি এখানে বাংলায় উপস্থাপন করতে পারেন। আর এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। যার জন্য আমি এই কমিউনিটিতে যোগদান করতে চাই। তাছাড়াও এই কমিউনিটির যোগদান করার আগে আমি কমিউনিটির সমস্ত নিয়মকানুন পড়েছি এবং সেগুলো ভালভাবে বোঝার পর আমি আজ এখানে এই পোস্টটি তৈরি করছি । কারণ আমি এখানে একটি নিয়মিত একটিভ মেম্বার হতে চাই । আশাকরি কমিউনিটির যারা এডমিন এবং মডারেটর আছে তারা আমার এই সুযোগটি করে দেবেন ।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Cc:-@amarbanglablog @blacks @hafizullah @shuvo35 @moh.arif @rex-sumon @winkles @royalmacro @curators @photoman @rme
ভালোবাসা নিবেন
ইতি
মোঃ আব্দুস সামাদ
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeswq6V7n3wHMYjhHfNaBBBCRBJ32G32RBmJGFdXekRDB/mdsamad.png)
ইতি
মোঃ আব্দুস সামাদ
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeswq6V7n3wHMYjhHfNaBBBCRBJ32G32RBmJGFdXekRDB/mdsamad.png)
স্বাগতম আপনাকে।আগামীর জন্য শুভ কামনা রইলো
স্বাগতম করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই
" আমার বাংলা ব্লগ "কমিউনিটিতে আপনাকে স্বাগতম, কমিউনিটির সকল ধরনের নিয়ম-নৈতিকতা মেনে পোষ্ট করবেন আশা করি।
শুভ কামনা আপনার জন্য, ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্যে
ইতোমধ্য আমি সকল নিয়ম গুলা পড়েছি। আশাকরি কোন কিছু আমার কাছ থেকে জেনে বুঝে ভুল হবে না। তবে আমি আমার সাধ্যমত সকল কিছু চেষ্টা করব।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি আপনার থেকে ভাল ভাল পোস্ট পাব।
আমি আমার সাধ্যমত আরো ভালো পোস্ট কিছু করার চেষ্টা করব ভাই।
স্বাগতম আমার ব্লাংলা ব্লগে, বিড়ালটি অনেক কিউট লাগছে।
আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানায়। আর বিড়ালটি আমার খুবই প্রিয়।
ধন্যবাদ আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য । চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকতে এবং আমাদের ডিসকর্ড কমিউনিটিতে যুক্ত হয়ে, নিজেকে উপস্থাপন করুন আরো ভালো হবে।
ঠিক আছে ভাই আমি আমার মত চেষ্টা করব।এবং আমি ইতোমধ্য ডিসকর্ডে যুক্ত হয়েছি।