গল্পের বইটার পিছনে আপনার ৪১০ টাকা লাগে। আসলেই গল্পের বই পড়তে আমার তেমন একটা ভালো লাগে না। কেমন একটা অলস লাগে। কিন্তু যখন কোন কিছু নিয়মিত করা হয় তার প্রতি কেমন একটা মায়া লেগে যায় ।আপনি গল্পের বইটি পড়তেন বলে গল্পের বইটার উপর আপনার মায়ের লেগে গিয়েছিল ।ফাল্গুনী মুখোপাধ্যায়ের শাপমোচন বইটা কিছু গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি কি পোস্ট টা ঠিকভাবে পড়েছিলেন? আমি সাদাত হোসেনের লেখা বই নিয়ে কথা বলেছি। আশা করি এরপর থেকে আরেকটু যত্নশীল হবেন। ভালো থাকবেন আপু।