||এলোমেলো ফটোগ্রাফি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো..!!
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে
আজ , শুক্রবার, নভেম্বর / ১৫ /২০২৪

1000000732.jpg

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। গতকাল বিকেলবেলায় আমি আর মাহাদি একটু আমাদের পুকুর পাড়ে সবজি বাগানে গিয়েছিলাম। সেখানে যেয়ে আসলেই অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা দুজন পার করেছি। বিকেল বেলার সময়টা পার করতে সবারই হয়তো অনেক ভালো লাগে। চারিদিকে হালকা একটু রোদের তাপ চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি মুহূর্ত টা হয়তো ভোলার নয় ।আমরা মাঝেমধ্যেই আমাদের সবজি বাগানে যে থাকি। কেননা সেখান থেকে বিভিন্ন ধরনের টাটকা সবজি নিয়ে এনে রান্না করে থাকি। গতকাল বিকেলে কিছু সবজি তোলার উদ্দেশ্যে আমি আর মাহাদি সবজি বাগানে যেয়ে অনেক কিছু সুন্দর ফটোগ্রাফি সংগ্রহ করেছি। যা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ।আমি তেমন একটা সুন্দর ফটোগ্রাফি করতে পারি না। তবুও চেষ্টা করি আপনাদের সাথে কিছু সুন্দর জিনিস ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সেই এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
ফটো-১


1000000675.jpg
1000000666.jpg
1000000727.jpg

Location




এটা হলো মিষ্টি কুমড়া ফুলের ছবি। আসলেই যখন দেখতে পেলাম মিষ্টি কুমড়া গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তখন আমি কিছু ফুল ছেড়ে নিলাম ভাজি করবো বলে। এমনিতেই মিষ্টি কুমড়ার ফুল ভাজি খেতে আমার অনেক ভালো লাগে মাহাদিও অনেক পছন্দ করে। যখন ছবি তুলতে গেলাম তখন দেখতে পেলাম অনেক সুন্দর একটা ফুল কুমড়োর মাথার ওপর ধরে আছে। তাই ছবি না তুলে থাকতে পারলাম না।
ফটো-২


1000000662.jpg
1000000664.jpg

Location




এটা হলো মিষ্টি কুমড়ার ছবি। দেখতে পেলাম অনেক সুন্দর সবুজ রঙের মিষ্টি কুমড়া ধরেছে ।একটা ছোট আরেকটা বড় হয়তো কয়েকদিনের মধ্যে মিষ্টি কুমড়া দুটো অনেক বড় হয়ে পাকতে শুরু করবে। ঘন্টো খেতে বা মিষ্টি কুমড়ার বড়া খেতে সকলেই হয়তো অনেক পছন্দ করে।
ফটো-৩


1000000669.jpg

Location




এটা হলো বেগুন গাছ, খেয়াল করে দেখলাম বেগুন গাছে অনেক সুন্দর একটা বেগুন ধরেছে। এটা হলো কাঁটা বেগুন গাছ কাটা বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরে থাকে। আমি প্রতিনিয়ত বিকেল বেলায় গাছগুলোতে পানি দিয়ে থাকি তাই গাছগুলো অনেক সুন্দর সতেজ আছে।
ফটো-৪


1000000674.jpg

Location




এটা হলো কুল গাছ, হয়তো পাখিকুল খেয়ে আটি ফেলেছিল সে আটি থেকেই এই কুল গাছটা জন্মেছে। আসলে এই কুলগাছটায় দেখতে পেলাম অনেক কাটা হয়েছে ।কাটাগুলো দেখেই আমার একটু ভয় লাগছিল না জানি হাতে ফুটে না যায়। তাই দেখে আমি ছবি তুলে নিয়েছি।
ফটো-৫


1000000682.jpg

Location




এটা হলো কলমি লতা ফুল। বর্ষার পানিতে কিছু কলমি জন্মেছিল পানিগুলো শুকানোর পর অনেক সুন্দর ফুল ফুটেছে ।ফুলগুলো দেখতে আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল। বিকেল হয়ে গিয়েছিল তাই কিছু ফুল ফুটে শুকিয়ে গিয়েছে।।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️


ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
শ্রেণীএলোমেলো ফটোগ্রাফি
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Sort:  
 6 days ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে।

 6 days ago 

মিষ্টি কুমড়ার ফটোগ্রাফিটি ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

সবজি বাগানের বিভিন্ন ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। সবজি বাগানে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং সেই সাথে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। গাছে থাকা বেগুন এবং মিষ্টি কুমড়া দেখে বেশ ভালো লাগলো। খুব চমৎকারভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 6 days ago 

জি আপু বিকেলে সবজি বাগানের সবজি তুলতে যেয়ে আসলেই সবজি বাগানে অনেক সুন্দর কিছু মুহূর্ত পার করেছিলাম।

 6 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে অ্যালবামটি সাজিয়েছেন। সবজি বাগান থেকে ধারণ করা বিভিন্ন ধরনের সবজ, গাছ এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুব দক্ষতার সাথে ক্যাপচার করেছেন দেখে ভালো লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো বিস্তারিত বর্ণনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 6 days ago 

কুমড়ো গাছের ফুল এবং ছোট্ট ছোট্ট কুমড়ো থেকে একটা পরিমাণ সাইজের কুমড়ো সব মিলিয়ে দারুন লাগছে ছবিগুলো। কলমি শাকের ফুলের রং খুব ভালো লাগে দেখতে। গ্রামের দিকে এত হয় চোখ জুড়িয়ে যায়।

 6 days ago 

কুমড়ো এবং কলমির ফুল গুলো দেখে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

সবজি এবং ফুলের যে ছবিগুলো শেয়ার করলেন তা খুব ভালো লাগলো। মিষ্টি কুমড়া ফুলের ছবি থেকে কলমি লতা ফুল, সবকটি ছবি ভীষণ সুন্দর তুলেছেন। আমরা শহরাঞ্চলের লোক এইসব লতা পাতা এবং ফল ফুল দেখতেই পাইনা। তবু ব্লগের পাতায় আপনাদের ছবিগুলো দেখলে গ্রাম বাংলাকে হাতের সামনে পাই। খুব ভালো লাগলো এই ফটোগ্রাফি পোস্টটি।

 2 days ago 

এগুলো সম্ভবত গ্রাম অঞ্চলেই হয়ে থাকে সেজন্য আপনারা শহরের মানুষ এই ফুল এবং লতা পাতা তেমন একটা দেখতে পান না।

 6 days ago 

সবজি তুলতে গিয়ে তরতাজা সুন্দর ছবি আমাদের জন্য তুলে আনলেন। সত্যিই প্রতিটি ছবি ভীষণ ফ্রেশ এবং সুন্দর। আমি মুগ্ধতার সাথে উপভোগ করলাম। এতো চমৎকার ছবি কার না ভালো লাগে বলুন।
অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 days ago 

জি ভাইয়া সবজি বাগানের যেয়ে ছবি না তুলে আর থাকতে পারলাম না। তাই আপনাদের জন্য তরতাজা কিছু ছবি তুলে নিয়েছি।

 5 days ago 

কুল গাছ কে আমরা বড়ই গাছ বলি। আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। কুমড়ো ফুল এবং কুমড়ো দেখে বেশ ভালই লাগলো। তবে এখনকার সময় কুমড়ো শাক এবং ফুল এবং কুমড়ো সবকিছু অনেক দামি। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

আপনাদের ওদিকে কুল গাছকে বড়ই গাছ বলে থাকে কিন্তু আমাদের এদিকে কুল গাছ বলে থাকে আপু।

 4 days ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

নিজেদের পুকুর পাড়ে যদি এমন টাটকা টাটকা সবজি থাকে তাহলে আর কি চাই আপু বলেন। আমার তো সবজিগুলো দেখেই ছিরতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ আপু পুকুরপাড় থেকে সংগ্রহ করার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু নিজের পুকুরের পাড়ে টাটকা টাটকা সবজি থাকলে অনেক সুবিধা হয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98085.38
ETH 3350.61
USDT 1.00
SBD 3.03