হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কাদামাটি দিয়ে গাবলা ও ঢাকনা তৈরি শেয়ার করব। আমি আগেই বলেছি কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। যখনই সুযোগ পায় তখনই কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে বসে পড়ি । কাদামাটি দিয়ে জিনিস বানানো মানে বিনা পয়সায় লটারি। যখন আমি কাদামাটি দিয়ে জিনিস বানায় আর যখন দেখি অনেক সুন্দর ভোট পেয়েছি তখন অনেক ভালো লাগে। কেননা কাদামাটি দিয়ে জিনিস বানালে কোন খরচ ছাড়াই টাকা পাওয়া যায়। ছোটবেলা থেকেই এটা আমার অভ্যাস। বাংলা ব্লগে কাজ করি বলে আবারো নতুন করে সুযোগ পেয়েছি কাদামাটির জিনিস বানানোর। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমি কাদামাটি দিয়ে ঢাকনা তৈরি করেছি।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | কাদামাটি | পরিমাণমতো |
২ | পানি | পরিমাণমতো |
প্রথমে আমি পানি দিয়ে অনেক সুন্দর ভাবে কাদাটি ছেনে নিব। কাদা ছানার সময় পানির পরিমাণ একটু কম দিতে হবে। তাহলে জিনিস বানাতে গেলে অনেক সুবিধা হবে ।
এবার আমি হাতের তালুর সাহায্যে কাদাটা অনেক সুন্দর ভাবে গোল করে নিব। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে গোল করে নিবেন।
এবার আমি গোলাআকৃতি কাদার ঠিক মাঝখানে কিছু কাদা তুলে ফেলে দিব। এবং কিছুটা দেখতে গাবলার মতো করে নিব ।
অনেক সুন্দর ভাবে গাবলার মতো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি পানিতে অনেক সুন্দর ভাবে নেপে নিব ।
আবারো আমি অল্প একটু কাদা নিব ঢাকনা তৈরি করার জন্য ।
এবার আমি কাদা দিয়ে অনেক সুন্দর ভাবে কিছুটা ঢাকনার মতো তৈরি করে নিব ।
অনেক সুন্দর ভাবে ঢাকনা তৈরি করা হয়ে গিয়েছে ।
এবার আমি ঢাকনাটা পানি দিয়ে অনেক সুন্দর ভাবে নেপে নিব ।
অবশেষে তৈরি করা হয়ে গেল কাদামাটি দিয়ে গাবলাও ঢাকনা তৈরি ।জানিনা আপনাদের কাছে গাবলা ও ঢাকনা তৈরি কেমন লেগেছে। কতটা ভালো লেগেছে আশা করি কমেন্টে জানাবেন ?
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ড্রাই |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
কাদামাটি দিয়ে গামলা ও ঢাকনা বানিয়েছেন যা দারুণ বানিয়েছেন। বরাবরই আপনি মাটির চমৎকার চমৎকার সুন্দর করে তৈজসপত্র বানিয়ে থাকেন যা বেশ চমৎকার সুন্দর লাগে। ধাপে ধাপে কাঁদামাটি দিয়ে সুন্দর করে গামলাও ঢাকনা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
কাদা মাটির তৈরি গামলা ও ঢাকনা দেখে ছোটবেলাকার কথা মনে পড়ল। ছোটবেলায় আমরা এরকম কত রকমই যে জিনিস বানাতাম এবং সেটাকে রোদ্দুরে শুকিয়ে পুড়ে নিতাম। আর তাই দিয়ে আমাদের রান্না বাটি খেলা চলত। কি সুন্দর দিনগুলো ছিল। আপনার গামলা ও ঢাকনাটা বেশ সুন্দর লাগছে দেখতে।
আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ল। ছোটবেলায় এরকম কাদামাটি দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করতাম। কাদামাটি দিয়ে গাবলা ও ঢাকনা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোষ্টের মাধ্যমে পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়ার জন্য।