হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কাদামাটি দিয়ে ফুল গাছ লাগানো টপ বানানো শেয়ার করব। অনেকদিন হয়েছে আমি কাদামাটির জিনিস তেমন একটা বানাইনি। আজকে আবার শুরু করলাম বানাতে। আদামাটির জিনিস বানাতে আমার অনেক ভালো লাগে। কাদামাটির জিনিস বানানোর মাঝে আমি অন্যরকম একটা আনন্দ খুঁজে পাই। যখন কাদামাটি নিয়ে আমি জিনিস বানাতে শুরু করি তখন আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় ।মনে হয় আবার যেন ছোটকালের সেই দিনগুলো ফিরে পেয়েছি। যখন আমি সময় পাই তখন অনেক বেশি করে কাদামাটির জিনিস বানানোর চেষ্টা করি ।যখন কাদামাটির জিনিস বানাতে বসি তখন মনে হয় অনেকগুলো বানাবো মহাদি যদি বিরক্ত করে তাহলে তেমন বেশি করে বানাতে পারিনা। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সেই কাদামাটি দিয়ে ফুল গাছ লাগানো টপ কিভাবে বানিয়েছি দেখে আসা যাক।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | পানি | পরিমাণমতো |
২ | কাদামাটি | পরিমাণমতো |
৩ | কাঠি | একটি |
![1000008319.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZUTMcje1fuXforhGzraogyhnVtcihrXTFBYqvgdbn592/1000008319.jpg)
প্রথমে আমি পরিমাণমতো কাঁদা নিব। কাদাটুকু পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছেনে নিব। ছানার সময় পানির পরিমাণ একটু কম দিতে হবে। পানির পরিমাণ বেশি হলে জিনিস বানাতে গেলে তেমন একটা ভালো হয় না ।তাই পানির দিকে একটু খেয়াল রাখতে হবে ।
![1000008320.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTELaR6Kk7DLugLnhaLvbGQWn7eaaHsdVZtg28KMEwXQr/1000008320.jpg)
কাদাটা ছানা হয়ে গেলে আমি কাঁদাটা একটু লম্বা আকৃতি করে নিব। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে কাঁদাটা লম্ব আকৃতি করে নিবেন।
![1000008321.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTfJgSCdKky5hGDmZCTmqaadusmwLV31K5vm65zGE8YdB/1000008321.jpg)
এবার আমি কাদাটুকু একটু চ্যাপ্টা আকৃতি করে নিব ।
![1000008322.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQ1RF3US3NWJ34EXwLc7EY4dzdvyeojK9Z21rhuVr5efL/1000008322.jpg)
এবার আমি চ্যাপ্টা আকৃতি কাঁদা ঠিক মাঝখানে একটু গোল আকৃতি করে নিব। গোলাকৃতি করার সময় নখে একটু পানি লাগিয়ে নিব। তাহলে গোলাকৃতি করতে অনেক সুবিধা হবে ।
![1000008323.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQgkMLh5bF2veEXa18UZ1teBUKcETMqDMG7LcFyuqTq1p/1000008323.jpg)
এইতো অনেক সুন্দর ভাবে গোলআকৃতি করা হয়ে গিয়েছে। ফুল লাগানো গাছের টপটার মাঝখানে জায়গা অনেক সুন্দর হয়েছে ।
![1000008324.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYSgH8amFiTwaKjv1RT1e6mJVdXza68tggPYFEgsP8sE6/1000008324.jpg)
এবার আমি নখ দিয়ে চাপ দিয়ে ফুলের টপটা একটু বড় সাইজের করে নিব ।
![1000008325.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSknWpTqXNpre3XwiERCXbKBNCpN9xegTDskChJqcviRA/1000008325.jpg)
এবার আমি কাঠির সাহায্যে চারদিকে মাটি কেটে সমান করে নিব ।ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে চারিদিকের মাটি একটু কেটে ফেলে দিবেন ।
![1000008326.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTuroHPAbs7jwZep4C6cSpiACjZNCEtt1s1vNBJYcJJHS/1000008326.jpg)
এবার আমি পানি দিয়ে ফুল গাছের টপটা একটু নেপে নিব যাতে ফেটে না যায় ।
![1000008327.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYuhHumrX8nMEUmbTuCzBAhLPxetLZ6BVHkShYjnzDdyC/1000008327.jpg)
![1000008328.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfBpfBNyJqfm71HDK3EJBctKG98urVwNLLvhb2gnQSgeN/1000008328.jpg)
অবশেষে কাদামাটি দিয়ে ফুল গাছের টব বানানো হয়ে গিয়েছে। আসলেই ফুল গাছের টপটা বানানোর পর দেখতে অনেক ভালো লাগছিল ।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ড্রাই |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
![6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQnfrvAGuANGb7VNdkzC1WduADnxzZRMHGgXL1uY8KAUL/6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png)
![2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmb3BFz7hyBPPmThuqBCVXvndwCY2yKRkj98hN8bp3LYeT/2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png)
মৃৎশিল্প আমি অনেক পছন্দ করি। যদি নিজের মধ্যে দক্ষতা থাকে তাহলে কাদা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর যদি দক্ষতা না থাকে তাহলে শুধু আমাদের মতো অবাক হয়ে দেখা ছাড়া কোন উপায় নেই। খুবই ভালো লেগেছে এত সুন্দর ফুলদানি তৈরি করতে দেখে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
মাটির তৈরি করা জিনিস পত্র গুলো ব্যবহার করা অনেক টা সুবিধার। আপনি প্রতিবারের মতো এবারও কাদামাটি দিয়ে ফুল গাছের টপ তৈরি করেছেন। আপনার তৈরি করা মাটির টপ টি অসাধারণ হয়েছে। কাদামাটি দিয়ে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টপ টি তৈরি করেছেন।
একদম ক্রিয়েটিভ একটা জিনিস। মনে পড়ে গেলো সেই মৃৎশিল্পের কথা। এরকম জিনিসগুলোতে ফুলের গাছ লাগালে দেখতে চমৎকার দেখায়। আপনিও খুবই চমৎকারভাবে কাদামাটি দিয়ে ফুল গাছ লাগানোর টব বানিয়েছেন। আশা করছি আগামীতে এরকম মাটির আরো ভিন্নধর্মী জিনিসগুলো বানিয়ে আমাদের মাঝে উপস্থাপন করবেন।
আজকে আপনি আমাদের মাঝে কাদামাটি দিয়ে অনেক সুন্দর ফুলের টব তৈরি করে দেখাতে সক্ষম হয়েছেন। এমন মৃৎশিল্প গুলো আমি অনেক অনেক পছন্দ করি। বর্তমান সময়ে মৃৎশিল্প গুলো যেন হারিয়ে যাওয়ার পথে। কেউ যদি এই জাতীয় পোস আমাদের মাঝে নিয়ে আসে তখন আমার কাছে অনেক ভালো লাগে।
কাদা মাটি ব্যবহার করে সুন্দর একটা ফুলের টব তৈরি করেছেন। এটা শুকানোর পরে এটার উপর বিভিন্ন ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগবে। খুব চমৎকারভাবে তৈরি করেছেন আপনি। প্রায় সময় এই ধরনের মাটির তৈরি জিনিসগুলো আপনি তৈরি করেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।
কাদামাটি দিয়ে জিনিস বানাতে আমার কাছেও অনেক ভালো লাগে। ছোটবেলায় এই ধরনের জিনিস অনেক বানানো হতো। আপনি আজ কাঁদা মাটি দিয়ে খুব সুন্দর একটি ফুলের টব বানিয়েছেন। আপনার এই টব খুব সুন্দর হয়েছে। এটাকে রং করে বিভিন্ন ফুল দিয়ে সাজালে দেখতে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার পোস্টের মাধ্যমে আমরা সবসময় কাঁদা মাটির জিনিস দেখতে পাই। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আজকে আপনি কাদামাটি দিয়ে খুব সুন্দর ফুলের টপ তৈরি করেছেন। আগে কিন্তু মানুষ কাদা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে। আর ওইসব জিনিসপত্র ব্যবহার করলে কোন ক্ষতি ছিল না। তবে আপনার কাদা মাটি দিয়ে তৈরি করা ফুলের টপ কিন্তু অসাধারণ হয়েছে। এর আগেও আপনি কাদামাটি দিয়ে অনেক জিনিস বানিয়েছেন। ধন্যবাদ সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাদামাটি দিয়ে ফুলের টপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কাঁদা মাটি দিয়ে কিছু বানাতে আপনি অন্যরকম আনন্দ খুজে পান তা মাঝে মাঝে কাদামাটি দিয়ে তৈজসপত্র বানানো দেখেই বুঝতে পারি।আপনি চমৎকার চমৎকার সব জিনিসপত্র বানিয়ে থাকেন। খুবই সুন্দর লাগে দেখতে।কাদামাটি দিয়ে ফুলের টবটি খুবই সুন্দর হয়েছে। বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাদামাটির ফুলের টব বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।