হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে পুকুরে মাছ ধরার কিছু মুহূর্ত শেয়ার করব। আমি আপনাদের সাথে ড্রাই পোস্ট ,রেসিপি ,ফটোগ্রাফি এবং বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়ে থাকি। আজকে ইচ্ছে হলো অন্যরকম একটা পোস্ট করতে। তাই ভাবলাম গতকাল মাছ ধরার কিছু ফটোগ্রাফি আছে। আজকে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক।
প্রায় বারোটা বাজছিল তখন সিদ্ধান্ত নেওয়া হলো আজকে পুকুরে যেয়ে কিছু বড়শি দিয়ে মাছ ধরবো। যখন দেখি ফ্রিজে তেমন একটা মাছ নেই তখনই আমাদের বাড়ির পাশে ছোট একটা পুকুর আছে সে পুকুরে যেয়ে বড়শি দিয়ে মাছ ধরে আনি। মাছ ধরার মুহূর্তটা যে কত আনন্দের হয়ত যারা বড়শি দিয়ে মাছ ধরে তারা জানে। ছোটকাল থেকেই আমি বড়শি দিয়ে মাছ ধরতে অনেক পছন্দ করে থাকি। আমার আব্বুদেরও পুকুর ছিল সেই পুকুরে আমি আর ইমন প্রায় মাছ ধরতে যেতাম ।তাই সেই নেশাটা আজও আমার আছে ।আজও যখন ইচ্ছে করে তখন বাড়ির পাশে সেই ছোট পুকুরটায় চলে যায় মাছ ধরার জন্য । আরো বেশি ভালো লাগে যদি পুকুরে অনেক মাছ থাকে ।পুকুরে তেমন একটা মাছ না থাকলে হয়তো সারাদিনই বড়সি নিয়ে বসে থাকতে হবে ।তেমন একটা মাছ পাওয়া যায় না আর পুকুরে অনেক মাছ থাকলে টপাটপ বড়শিতে অনেক মাছ ওঠে তখন যে কি ভালো লাগে। বড়শি দিয়ে মাছ ধরবো বলে কিছু পরিমাণ ডোবা খাবার নিয়ে গেলাম। ডোবা খাবার পুকুরে ফেললে মাছগুলো খাওয়ার জন্য সেখানে চলে আসে। আর বড়শি দিলেই তারা ভাবে এটাও হয়তো সেই ডোবা খাবার ।সেজন্য খাবার নিয়ে গেলে মাছ ধরতে একটু সুবিধা হয়ে থাকে। যখন পুকুরে মাছ ধরতে যাব তখন দেখলাম বড়শিটা ভেঙ্গে গিয়েছে ।অনেকদিন পরে থাকার কারণে হয়তো এরকম হয়েছে। তখন মহাদির আব্বুকে বললাম বড়শি ভেঙে গিয়েছে জাল দিয়ে মাছ ধরতে হবে।
আমাদের বাড়িতে তেমন একটা জাল ছিল না মাছ ধরার জন্য ।তাই অনেক মুশকিল হয়ে গিয়েছিল ।ভাবলাম আজকে একটু মাছ ধরবো কিন্তু বড়শিটাও ভাঙ্গা ।আবার মাছ ধরার জল পাওয়া যাচ্ছিল না ।তখন মাহাদির আব্বু রাব্বিকে বলল একটা জাল আনতে। রাব্বি আমাদের বাড়ির পাশে ভাবির ছেলে। অনেক ভালো কোনো সমস্যায় পড়লে তাকে বললে সে এসে সমাধান করার চেষ্টা করে। তখন রাব্বি বলল মামি তুমি পুকুরে যাও আমি জাল নিয়ে আসছি। পুকুরে অনেকগুলো ডাল ছিল তাই জাল মারা সম্ভব না। পুকুরের সম্ভবত ডাল গুলো পোতা হয় মাছগুলো সুরক্ষিত রাখার জন্য। তখন মাহাদির আব্বা পুকুরে নেমে ডালগুলো তুলে ফেলল যাতে জাল মারতে অনেকটা সুবিধা হয়ে থাকে। তখন রাব্বি জাল মারলো পানিতে প্রথম জালে কিছুটা মাছ উঠলো। জালটা সম্ভবত অনেকটা ছেড়ে ছিল সেজন্য তেমন একটা মাছ উঠছিল না। উঠলেও সেগুলো আবার লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল। এখন শীতকাল তাই মাছগুলো তেমন একটা খাবার খাওয়ার জন্য আসছিল না। তারা বেশিরভাগই কাঁদার ভেতর পুঁতেছিল ।তাই তেমন একটা মাছ উঠছিল না ।পুকুরের আশপাশে অনেক গাছ থাকার কারণে সেই গাছের ডাল পানিতে পড়ে ছিল। সেজন্য জাল মারলে সেই ডালগুলোর কারণে মাছগুলো আরো বেশি বেরিয়ে যাচ্ছিল।
যখন দেখলাম তেমন একটা মাছ উঠছিল না জালে ।উঠলেও জালের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন আমি রাব্বিকে বললাম থাক আজকে আর মাছ ধরতে হবে না। যেটুকু মাছ ধরা হয়েছে এইটুকুতেই হবে। ফ্রিজে রাখার থেকে তাজা মাছ পুকুর থেকে ধরে খাওয়ায় ভালো। আজকে এগুলোই ফ্রিজে রেখে দিই আর দুই একদিনের মধ্যে আবার না হলে বড়শি দিয়ে ধরবো ।তখন রাব্বি বলল আচ্ছা ঠিক আছে মামী তাহলে এই মাছগুলোই থাক। আর যদি আরো মাছ লাগে তাহলে আমার পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরে দিচ্ছি। আমি বললাম না থাক সমস্যা নাই এই গুলোতে হবে। তোমার পুকুর থেকে মাছ ধরতে হবে না ।মাছগুলো ধরে বাড়িতে এনে পরিষ্কার করতে গিয়ে অনেক মুশকিলে পড়ে গিয়েছিলাম ।কেননা প্রায় দেড়টা বেজে গিয়েছিল ।আর মাহাদীর গোসল করানোর টাইম এ সময় । মাহাদিকে গোসল করাবো না তাকে খাওয়ায় সেজন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল। আগে মাহাদিকে গোসল করিয়ে খেয়ে দিয়েছিলাম ।তারপরে মাছগুলো পরিষ্কার করছিলাম ।মাছগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল খেতে। নিজের পুকুর থাকলে এরকমই হয় যখন ইচ্ছে তখনই কিছু পরিমাণ মাছ ধরে আনা হয়। আর পুকুর না থাকলে বাজার থেকে কিনে আনতে হয় ।আমাদের গ্রামে অনেক পুকুর থাকার কারণে তেমন একটা মাছের সমস্যা হয় না। যখন ইচ্ছে তখনই মাছ ধরে খেতে পারি। আশা করি পুকুরে মাছ ধরার কিছু মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে আশা করি কমেন্টে জানাবেন ।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
এভাবে জাল দিয়ে মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে আমার। কারণ একবারে অনেকগুলো মাছ ধরা সম্ভব হয় জাল দিয়ে। যাহোক পুকুর থেকে মাছ ধরার দারুন একটি অনুভূতি তুমি আমাদের মাঝে শেয়ার করেছো। তোমার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।
নিজেদের পুকুরের মাছ ধরার মজাটাই যেন অন্য রকমের। আর বাজার থেকে মাছ কেনার থেকে নিজের পুকুরের মাছগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। আজ যেহেতু এগুলো নিজে চাষ করা হয় তাই এগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনাদের পুকুরে দেখছি অনেক সুন্দর মাছ হয়েছে।
বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে অন্যরকম একটি অনুভূতি রয়েছে। বিশেষ করে যখন ঝটপট মাছ উঠে তখন কি যে ভালো লাগে বলার মত না। তবে আজকে বড়শি দিয়ে মাছ ধরতে যেয়ে দেখতেছি ভীষণ বিড়ম্বনায় পড়ে গিয়েছিলেন। অবশেষে পাশের বাসার ভাবির ছেলের সহযোগিতায় জাল দিয়ে মাছ ধরতে সক্ষম হয়েছিলেন। মাছগুলো ছোট ছোট হলেও উঠেছে এটাই অনেক। যাই হোক পুকুর থেকে মাছ ধরার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ধরনের মুহূর্ত গুলো উপভোগ করতে ভালই লাগে। তবে অনেকদিন হলো এরকম সামনাসামনি মাছ ধরা দেখা হয় না। আপনি জাল দিয়ে মাছ ধরার সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালই মাছ ধরা পড়েছে দেখছি। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
মাছের খাবার দিয়ে পুকুরে মাছ ধরা সুন্দর মুহূর্তটা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এই মুহূর্ত দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। মাছ ধরতে যেমন ভাললাগে তেমন মাছ ধরা দেখতে ভালো লাগে। অসাধারণ ছিল আপনার পোস্ট।
এভাবে জাল দিয়ে মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এইতো কয়েকদিন আগে আমার আব্বুদের পুকুরে ও মাছ ধরছিল আমি গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল। আপনারা কয়েকদিন আগে বড়শি দিয়ে মাছ ধরেছেন ।বড়শি দিয়ে মাছ ধরতেও কিন্তু অনেক ভালো লাগে। পুকুরে মাছ ধরার অনেক সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
পুকুরে মাছ ধরার মজা আলাদা। আমি ছোটবেলায় পুকুরে মাছ ধরতাম। অনেক ভালো লাগলো মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার মাল ছাড়া অনুভূতি শেয়ার করেছেন। ভালো লাগলো এত সুন্দর মাছ ধরতে দেখে।