||আমার কিছু পোষ্টের রিভিউ ||১০%shy-fox এর জন্য

Screenshot_20220814_180115~2.jpg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ
রবিবার, আগস্ট ১৪/২০২২

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি ।আশাকরি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আমার পোস্টের কিছু রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব ।আজকে বিকেলে ভাবছিলাম কি পোস্ট করা যায় অনেক ভেবে ভেবে ভাবলাম আজকে আমি আমার কিছু পোষ্টের রিভিউ করব ।আপনারা হয়তো আমার সব পোস্টগুলো দেখতে পাননি কিন্তু রিভিউ পোস্ট এর মাধ্যমে অনেকগুলো পোস্ট একসঙ্গে দেখতে পাবেন। আমার এই পোস্টের মাধ্যমে আপনারা কালার পেপার দিয়ে বিভিন্ন ধরনের ফুল ও বিভিন্ন ধরনের অংকন করা দেখতে পাবেন ।আপনারা যে ছবিগুলো দেখতে পাবেন এগুলো আমি এর আগেও পোস্ট করেছি কিন্তু আজকে আমি আবারো ধারাবাহিকভাবে আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো ।তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক পোস্টগুলো

ধাপঃ১

Screenshot_20220814_173555~2.jpg
পোস্ট লিংক

আপনারা ছবিতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো মেহেদির ডিজাইন ।মেহেদি পড়তে আমি অনেক ভালবাসি মাঝেমধ্যে আমি মেহেদির কিনে এনে বাড়িতে নিজের হাতে পড়ে থাকি ।হঠাৎ আমার মনে হচ্ছিল একটা মেহেদির ডিজাইন খাতায় অংকন করি করে আপনাদের মাঝে শেয়ার করি তাই জেল পেন দিয়ে আমি এই ডিজাইন টা অংকন করেছিলাম ।ডিজাইনটা আঁকতে আমার অনেক সময় লেগেছিল ।এমন ধরনের মেহেদির ডিজাইন বিশেষ করে হাতের উপরে দিলে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে খুব সহজে ডিজাইনটা দেখে হাতে দিতে পারবেন।
image.png

ধাপঃ২

Screenshot_20220814_173611~2.jpg

পোস্ট লিংক

এটা হলো রাখি পড়ার উপলক্ষে কালার পেপার দিয়ে রাখি তৈরি ।রাখি বানাতে আমার অনেক ভালো লেগেছিল রাখির মাধ্যমে রাখি পড়ার উৎসব পালন করা হয়। বোনেরা ভাইকে রাখি পরিয়ে দেয় আর দোয়া করে জীবন দীর্ঘস্থায়ী হওয়ার ।আর ভাইয়েরা রাখি পরে খুশি হয়ে বোনদের বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকে ।রাখি পড়ার উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার বাড়িতে তৈরি করা হয়। রাখি পড়ার দিন সবাই অনেক আনন্দ করে এমনিতে যে কোন উৎসব অনেক আনন্দের হয়।
image.png

ধাপঃ৩

Screenshot_20220814_173632~2.jpg
পোস্ট লিংক

ছবিতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হলো নান্দা অনেক প্রাচীন একটি নাম ।আগেকার দিনে নান্দার ব্যবহার অনেক প্রচলিত ছিল কিন্তু এখন তেমন একটা নান্দা ব্যবহার করা হয় না। এখন বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস উঠেছে যা দিয়ে এখন মানুষ প্রয়োজনীয় মেটাই ।আমি প্রাচীনকালের জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ছবিটি অংকন করেছিলাম।
image.png

ধাপঃ৪

Screenshot_20220814_173535~2.jpg
পোস্ট লিংক

এটা হলো ফুলের তোড়া অনেক শখ করে এই ফুলের তোড়াটি আমি কালার পেপার দিয়ে বানিয়েছিলাম ।এখনো আমার ঘরে সৌন্দর্য হয়ে আছে। বিশেষ করে এমন ধরনের ফুলের তোড়া কাউকে গিফট হিসেবে দেওয়া যায় ।আমার ঘর সাজানোর কাজেও অনেক ভালো লাগবে ।আপনারা চাইলে পোস্টে দেখে খুব সহজেই ফুলের তোড়া বানাতে পারবেন।image.png

ধাপঃ৫

Screenshot_20220814_173513~2.jpg
পোস্ট লিংক

এটা হলো তালের বড়া তালের বড়া আমরা হয়তো সবাই চিনি না।বিশেষ করে বর্ষাকালে এ রেসিপিটা অনেক বেশি তৈরি করা হয় ।কেউ কেউ আবার ফ্রিজে রেখে অনেক দিন পর ভালো লাগলে তৈরি করে খাই। তালের বড়া খেতে আমার অনেক ভালো লাগে এমনিতেই মিষ্টান্ন খাবার আমি অনেক পছন্দ করি। এই রেসিপিটা তৈরি করতে তেমন কিছু লাগেনা পরিমানমতো চাউলের ময়দা ,পরিমাণমতো চিনি, পরিমাণমতো তালের রস দিলেই রেসিপিটা তৈরি করা হয়ে যায়।
image.png

ধাপঃ৬

Screenshot_20220814_173454~2.jpg
পোস্ট লিংক

এ রেসিপিটা হল মুচমুচে লুচি ভাজা আসলেই লুচি খেতে আমার অনেক ভালো লাগে ।বিশেষ করে আলুর দম দিয়ে গরম গরম লুচি ভাজা খেতে বেশি ভালো লাগে ।যখন লুচিগুলো ভেজেছিলাম তখন খেয়ে অনেক মজা পেয়েছিলাম ।লুচি হয়তো আমরা অনেকে পছন্দ করে থাকি এমনিতেই তেলেভাজা জিনিস বেশি মানুষ খেয়ে থাকে।
image.png

ধাপঃ৭

Screenshot_20220814_173701~2.jpg
পোস্ট লিংক

এটা হল চাউলের ধাপরা অনেকে হয়তো এ রেসিপিটা চেনেনা কিন্তু কোন বাজারে বা রেলস্টেশনের পাশে ধাপরা বানিয়ে বিক্রি করতে দেখা যায়। বিশেষ করে শীতের সময় গরম গরম ধাপরা ঝাল ভাঙ্গা ও আখের গুড় তৈরি করে বিক্রয় করা হয় ।আমার সব থেকে খেজুরের গুড়ের সঙ্গে ধাপরা খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার বিভিন্ন ধরনের সবজির সঙ্গে খেয়ে থাকে ।আপনারা যদি তৈরি করতে চান তাহলে রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন।

"""ধন্যবাদ সবাইকে এতখন আমার সাথে থাকার জন্য ।আশা করি আমার এই পোস্ট রিভিউ দেখে আপনাদের অনেক ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।""''''''''

Sort:  
 2 years ago 

আপনার সবগুলো পোস্ট বেশ চমৎকার ছিল, ফুলের তোড়া এবং মেহেদি ডিজাইন এ দুটো আমার কাছে বেশি পছন্দ হয়েছে শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ফুলের তোড়া ও মেহেদির ডিজাইনটা ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই পোস্ট রিভিউ এর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রঙিন কাগজের তৈরি ফুল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই রঙিন কাগজের ফুলটি অনেক সুন্দর ছিল ফুলটি ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রস্তুত করার ক্রাফট এবং অংকন শৈলী বরাবরই অসাধারণ।। প্রায় সবগুলা পোস্টটি আমার দেখা পুনরায় সংগ্রহশালায় দেখতে পেরে খুবই ভালো লাগলো।। শুভকামনা থাকলো আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রেসিপি পোস্টের রিভিট ও ডাই পোস্টের রিভিউ আলাদা আলাদা দিলে ভালো হয় আপু।ধন্যবাদ

 2 years ago 

এবার থেকে চেষ্টা করব আপু।

 2 years ago 

আসলে আপু আপনার সবগুলো পোস্ট আগে আমি পড়েছি দেখেই চিনতে পেরে গেছি। আসলে পোস্টগুলি অনেক সুন্দর ছিল এবং সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে সংগ্রহশালা একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বিগত দিনের বেশ কিছু পোস্ট আজকে একত্রে দেখতে পেলাম। পোস্টগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে মেহেদি ডিজাইন এর পোস্টটি আমার খুবই ভাল লেগেছিল। ধন্যবাদ জানাচ্ছি আপু পোস্টগুলো আমাদেরকে আরো একবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

মেয়েদের ডিজাইনটা ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে আপনার কিছু পোস্ট আমাদের মাঝে রিভিউ এর মাধ্যমে আবারও শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি পোষ্টের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তালের বড়া।

 2 years ago 

আপনি হয়তো মিষ্টান্ন খাবার অনেক পছন্দ করেন ভাইয়া ।তাই আপনার তালের বড়া অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

আপনার পোস্ট রিভিউ দেখে অনেক ভালো লাগলো। আপনার করা সবগুলো পোস্ট কোয়ালিটি সম্পন্ন ছিলো। আপনার পোস্টের মধ্যে তিন নাম্বারটা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

নান্দাটা ভালো লাগার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায় আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এভাবেই প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি শুভকামনা রইল।

 2 years ago 

ভালোলাগার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63209.62
ETH 2570.91
USDT 1.00
SBD 2.76