এসো নিজে করি || রুল দিয়ে একটি হাতির চিত্র অঙ্কন || 15% Beneficiary To @shy-fox , @abb-school

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdabdus-samad
আজ সোমবার , মার্চ ২৮ /২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রুল দিয়ে একটি হাতির চিত্র অঙ্কন করে তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।

IMG_20220317_173151.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20220214_134230.jpg


প্রয়োজনীয় উপকরণ


১/ সাদা কাগজ
২/ রাবার
৩/রুল
৪/হার্ড বোর্ড


ধাপ - ০২


IMG_20220317_171313.jpg


সম্পূর্ণ হাতির চিত্র অংকন করার জন্য প্রথমে আমি একটি হার্ডবোর্ড এবং তার সাথে সাদা কাগজ ও রুল নেই। এবার আমি হার্টের উপর সাদা কাগজ রেখে তারপর রুল দিয়ে প্রথমে হাতির মাথার চিত্র অঙ্কন করি।


ধাপ - ০৩


IMG_20220317_171429.jpg


হাতির মাথার চিত্র অঙ্কন করা হয়ে গেলে। এবার আমি হাতির সুরের চিত্রটি অঙ্কন করি।


ধাপ - ০৪


IMG_20220317_171824.jpg


হাতির মাথা ও সুরের চিত্র অঙ্কন করা হয়ে গেলে। এবার আমি হাতির কান এবং সামান্য পরিমাণ বডির চিত্র আমার রুল এর মাধ্যমে অঙ্কন করে ফেলি।


ধাপ - ০৫


IMG_20220317_172027.jpg


হাতির মাথা, কান, সুর ও সামান্য পরিমাণ বডির চিত্র অঙ্কন করা হয়ে গেলে। এবার আমি হাতির সামনে দুটি পায়ের চিত্র অঙ্কন করি।


ধাপ - ০৬


IMG_20220317_172226.jpg


হাতির মাথা, কান, সুর এবং সামনের দুইটি পায়ের চিত্র ও বডি অঙ্কন করা হয়ে গেলে। এবার আমি হাতির পিছনের একটি পায়ের চিত্র অঙ্কন করি।

ধাপ - ০৭


IMG_20220317_172338.jpgIMG_20220317_172453.jpg

হাতির পিছনের একটি পায়ের চিত্র অঙ্কন করা শেষ হলে। এবার আমি দ্বিতীয় পায়ে চিত্রটি অঙ্কন করে ফেলি। দ্বিতীয় চিত্রটি অঙ্কন শেষ হলে, এবার আমি হাতির একটি লেজের চিত্র অঙ্কন করি। আর এভাবে সম্পন্ন একটি হাতির ছবি তৈরি করে ফেলি।

ধাপ - ০৮


IMG_20220317_173151.jpg

সম্পূর্ণ হাতির চিত্র অঙ্কন করা শেষ হলে। এবার আমি রুলের মাথা দিয়ে হাল্কা পরিমাণ ঘষে একটা কালার এবং সর্বশেষ আমি আমার নাম লিখি। এবং এভাবে আমি একটা সম্পূর্ণ হাতির ছবি তৈরি করে ফেলি।


এই পোস্টটির ১৫% রিওয়ার্ড @shy-fox @abb-school কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ


Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

অনেক সুন্দর ভাবে হাতির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চিত্রটি একদম সত্তিকারের হাতির মতোই লাগছে আর হাতির চিত্র কিভাবে অঙ্কন করেছেন সেগুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহ চমৎকার লাগল আপনার হাতির অংকনটি। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং সাজানো গোছানো উপস্থাপন করেছেন ভাই। সত্যি আমার কাছে আপনার এই অংকনটি ভীষণ ভালো লাগল। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন এবং আপনার জন্য শুভকামনা রইল ভাই। 💞💞

 3 years ago 

ওয়াও সুন্দর তো। খুব সুন্দর করে হাতিটা এঁকেছেন।ভালোই লাগছে দেখতে। খুব সহজ করে হাতি আঁকা দেখিয়েছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। হাতির চিত্র অংকনটি করে রুল দিয়ে কালার করে নিয়েছেন, দেখে খুবই ভালো লাগলো । আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল দিয়ে একটি হাতির চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে ।আমার কাছে পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে খুবই ভালো লাগে। আপনার হাতির চিত্র টি দেখে মুগ্ধ হলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাইয়া দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে হাতির চিত্র অংকন করেছেন। চিত্র অংকন টি দেখে একদম সত্যি কারের হাতির মতো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পেন্সিল অংকনগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে পেন্সিল এর মাধ্যমে হাতির দৃশ্য অংকন করেছেন।। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আসলে আপনি খুব সহজেই রুল দিয়ে হাতি তৈরি করে ফেললেন। বেশ ভালো লাগলো। একটু যদি কালার কম্বিনেশন করতেন আরো দারুন ভাবে ফুটে উঠত ভাইয়া। আপনার প্রচেষ্টা দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আরো সামনে দারুন দারুন আরো অংকন চাই

শুধু পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে হাতে অংকন করেছেন। ভালো লাগতেছে দেখতে। স্বীকার করতে হবে আপনার হাতের দক্ষতা আছে তা না হলে এত সুন্দর ভাবে আর্ট কখনো সম্ভব হবে না। তবে যদি একটু রং করা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60583.13
ETH 2342.84
USDT 1.00
SBD 2.48