অসাধারণ একটা টাইটেল দুই মাস্টার মাইন্ডের লড়াই। কালকের খেলাটা আমি দেখেছিলাম অনেক সুন্দর খেলা হয়েছে। যদিও আমি ম্যানসিটির সাপোর্টার জিতলে আরো অনেক খুশি হতাম। খেলাটা এক এক গোলে সমতা হয়ে শেষ হয়েছে। তবে এটা মানতে হবে লিভারপুলের চেয়ে ম্যানসিটি অনেক ভালো খেলেছে।