ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০১ পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ ||সোমবার||শীতকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম হলো ভ্রমণ করা। কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আপনার মধ্যে থাকা জ্ঞানের পরিমান কে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই আমাদের সবার উচিত নিয়মিত ভ্রমণ করা।নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


GridArt_20220809_124504616.jpg



ঢাকা বিশ্ববিদ্যালয়।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/delusions.episodes.learning


আমি আজকে আপনাদের মাঝে আমার ভ্রমনের গল্প শেয়ার করবো।ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকর স্বপ্নের জায়গা আবার অনেকে স্বপ্ন পূরন করার জন্য এসেছে আর আমি এসেছি ঘুরতে।


1660026655019-01.jpeg


1660026672441-01.jpeg


আমি আর আমার এক ফ্রেন্ড বাইক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় ।আমরা যে বাসায় থাকি সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। যদিও আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়া এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতেই বিশাল আকৃতির একটা গেট পড়ে। গেট পার হওয়ার পর সুন্দর রাস্তা।


1660026689342-01.jpeg


তারপর বড় ভাই যে হলে থাকে সে হলের সামনে গিয়ে দাঁড়াই। বড় ভাইকে ফোন দেওয়ার পর কিছু সময়ের মধ্যে সে চলে আসে। যদিও ক্যাম্পাসে আমার প্রথম যাওয়া। আমি তেমন একটা কিছু চিনি না। সেজন্য বড় ভাইকে সাথে নিয়ে ঘুরতে বের হওয়া।


1660026701289-01.jpeg


তারপর তিনজন বাইকে করে প্রথমে শহীদ মিনারে যাওয়া। ক্যাম্পাসের ভিতরে রাস্তাগুলো খুবই সুন্দর। যে প্রথম যাবে সে হয়তো কিছু চিনবে না। সাথে একজন পরিচিত মানুষ থাকলে সব কিছু খুব সহজ হয়ে যাবে। শহীদ মিনারে গিয়ে কিছু সময় অতিবাহিত করলাম। কিছু ফটোগ্রাফি করলা।ম শহীদ মিনারটি দেখতে অনেক সুন্দর ।সেখানে অনেক মানুষ গিয়ে আড্ডা দিচ্ছে।


1660026720688-01.jpeg

1660026732510-01.jpeg

1660026745721-01.jpeg


তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন একটা হলে নিয়ে গেল। কার্জন হল নামে পরিচিত। এটা ব্রিটিশ সময়ে স্থাপিত। দেখতে অনেকটা পুরাতন হলেও এর সৌন্দর্য অনেক। এই বিল্ডিং গুলো দেখে পানাম সিটির কথা মনে পড়ে গেল। কারণ পানাম সিটি তে এরকম পুরাতন অনেকগুলো বিল্ডিং আছে। কার্জন হল আমরা ঘোরাঘুরি করে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো।


1660026802150-01.jpeg

1660026812318-01.jpeg


এরপর প্রকৃতির কিছু ফটোগ্রাফি করলাম ।।আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছিল ।।যদিও প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে সেই সময়টায় ।।খুবই সুন্দর একটি সময় পার করলাম।


1660026827559-01.jpeg


এরপরে টিএসসি চত্বরে গিয়ে কিছু সময় অতিবাহিত করলাম ।।টিএসসি চত্বর অনেক সুন্দর সেখানে অনেক ধরনের মানুষের সমাগম। কেউ আড্ডা দিচ্ছে কেউ বই পড়ছে যা দেখে খুবই ভালো লাগলো।


1660028546866-01.jpeg


টিএসসি চত্বরে বসে অনেক কিছু খাওয়া-দাওয়া হলো ঝালমুড়ি থেকে শুরু করে লেবু চা। পরে কিছু সময় বড় ভাইয়ের সাথে গল্প করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।



আমার পরিচয়

1000002129.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া জ্ঞান বিকশিত করতে ভ্রমণ করার কোন বিকল্প নেই।আপনার শেয়ার করা ফটোগ্রাফি এবং মুহুর্ত পড়ে অনেক কিছুই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রমণের মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 days ago 

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা এত সুন্দর একটি পোস্ট দেখে বেশ ভালো লাগলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক জায়গার অনেক স্থান চোখে বাধলো। বেশ ভালো ছিল আপনার আজকের এই বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি মূলক পোস্ট।

 2 days ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর। আর আপনি এত সুন্দর করে ঘুরে ঘুরে সবকিছু দেখেছেন আর ছবি তুলেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 days ago 

ঘোরাঘুরি জাতীয় পোস্টগুলো সব সময় আমার কাছে অনেক অনেক ভালো লেগে থাকে। আর সেই জায়গায় যদি হয়ে থাকে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাহলে বলার কথা নেই। বেশ অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আপনি।

 yesterday 

ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেছেন জানতে পেরে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে ভ্রমণের মাধ্যমেও জ্ঞান অর্জন করা যায় এটা একদম সত্য কথা। বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখার স্বপ্ন প্রত্যেকটা মানুষের মাঝে থাকে। এত সুন্দর ভাবে পোস্টের মাঝে নিজের অনুভূতিগুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 yesterday 

ঢাকা শহরের মধ্যে ঘোরাঘুরি করার ক্ষেত্রে বাইক পারফেক্ট। এটা ছিল আপনার প্রথম আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রমণের একটা স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্রিটিশ আমলে তৈরি করা কার্জন হলের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে এটা আলাদা সৌন্দর্যের প্রমাণ দেয়।

 22 hours ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি করতে আমার বেশ ভালো লাগে। কার্জন হলটা আমারও খুব ভালো লাগে। পুরাতন বিল্ডিং হলেও দেখতে কিন্তু আসলেই দারুণ লাগে। তাছাড়া টিএসসি তে গিয়ে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34