You are viewing a single comment's thread from:

RE: এ.বি.বি স্কুলের প্রথম ব্যাচ - Verified Member লেভেল অর্জন।

এবিবি স্কুলের কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা হয়তো কখনোই শিখতে পারতাম না। আর নিজে এই ভেরিফাইড মেম্বার বেচটি পাওয়ার পর অনেক ভালো লাগছে যা হয়তো বলে বোঝানোর মত নয়। নতুন ইউজারদের জন্য এবিবি স্কুল খুবই গুরুত্বপূর্ণ যেখানে এই ব্লকচেইন সম্পর্কে সবকিছু ধারণা দেওয়া হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞ এবিবি স্কুল এবং এডমিন ফাউন্ডার ও আমাদের প্রফেসরগণ। তাদের কারণেই আজকে এই ব্যাচ পাওয়া সম্ভব হয়েছে আমার জন্য। শুভকামনা এবং ভালোবাসা রইলো গোটা আমার বাংলা ব্লগ বাসি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96485.39
ETH 3479.17
SBD 1.56